সাব্বাস টাইগার্স ক্যাঙ্গারুদের হারানোর জন্য! টেষ্ট ক্রিকেটে আরো উন্নতি করুক বাংলাদেশ Happy

লিখেছেন লিখেছেন বাংলাদেশ_জিন্দাবাদ ৩১ আগস্ট, ২০১৭, ০৬:৩৩:০০ সকাল





২০০৩ সালে বাংলাদেশ যখন প্রথম অসিদের সাথে টেষ্ট খেলতে অষ্ট্রেলিয়ায় যায় তখন সেখানকার সাবেক ক্রিকেটার প্রয়াত ডিভেড হুকস অনেক অহমিকা করে। সে তাচ্ছিল্য করে বলে "অষ্ট্রেলিয়ার উচিত টেষ্টে বাংলাদেশকে একদিনেই হারিয়ে দেওয়া"। বাংলাদেশ যে টেষ্ট ষ্ট্যাটাস পাইছে সেটা হুকসের সহ্য হচ্ছিল না। কিন্তু কথায় বলে রোম শহড় একদিনে হয় নাই। ঐ বছরেই প্রথমবারের মত ওডিআই/টেষ্ট দুটোতেই অভিজ্ঞ অসি কোচ ডেভ হোয়াটমুরকে পায় বাংলাদেশ ক্রিকেট দল। বস্তুত তারই প্রশিক্ষণে বাংলাদেশ অষ্ট্রেলিয়ার সাথে যথাসাধ্য লড়াই হারে। তখন হুকসকে মিথ্যা প্রমাণ করে দেয় টাইগার্সরা। এখন প্রায় বিগত ১৪ বছরে বাংলাদেশ ক্রমান্বয়ই ওডিআই এবং টেষ্টে অনেক উন্নতি করছে। সেই সাথে টি-২০তেও। এরই ধারাবাহিকতার ফসল হল গতকালকে প্রথমবারের মত অষ্ট্রেলিয়াকে টেষ্টে হারিয়ে দেওয়া। তাই ২০১৭র এই বছরটা বাংলাদেশের ক্রিকেটের জন্য স্মরণীয় মাইল ফলক। এটা মোটেও অঘটন বা র্দূঘটনা না। যারা এটাকে অঘটন ও র্দূঘটনা বলে তারা বাংলাদেশের ক্রিকেটারদের মেধা, পরিশ্রম, অধ্যবসায় ও কষ্টার্জিত অর্জনকে হেয় প্রতিপন্ন করে। সে যাই হৌক প্রথমবারের মত অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে টেষ্ট জয়ের জন্য অনেক অনেক অভিনন্দন বাংলাদেশের ক্রিকেট দলকে। সেই সাথে বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং আরো উন্নতির ধারাবাহিকতায় টেষ্টে আরো ভাল করুক সেটাই কামনা করি। ইনশাল্লাহ আমরা টেষ্ট ক্রিকেটে আরো জয় পাবো!

বিষয়: বিবিধ

৭৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File