১০ টাকা কেজি চাউল নাই, কৃষকের লাভও নাই এবং দেশরত্ন!
লিখেছেন লিখেছেন বাংলাদেশ_জিন্দাবাদ ৩০ মে, ২০১৫, ০৬:৩০:৩০ সন্ধ্যা
যখন ২০০৯এ ক্ষমতায় এসে হাসিনার ওয়াদা করা ১০ টাকা করে প্রতি কেজি চাউলের মূল্য নির্ধারণ করতে ব্যার্থ হল তখন চাটুকারের দল বলে যে উৎপাদন খরচ ও কৃষকের লাভ রাখতে হলে এটা অসম্ভব। তাই নির্বাচনী বৈতরনী পার হওয়ার জন্য খুব সস্তা কারসাজি করছিল হাসিনা;
https://www.youtube.com/watch?v=k2nPkR0z784
এখন হাসিনা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেও এখন ২০১৫ সালে সেই মেহনতী কৃষক লোকসান দিয়েই ধান উৎপাদন করছে;
ধান আছে, হাসি নেই
http://www.prothom-alo.com/bangladesh/article/534466/
সরকারী হিসেবেই প্রতি মণ ধান উৎপাদন করতে একজন কৃষকের খরচ পরে ৭০০ টাকা। কিন্তু র্দূভাগা কৃষকদের এই ধান বেচতে হয় ৫০০ থেকে ৫৫০ টাকা। সব আড়তদার, ফরিয়া ও মধ্যস্বত্বভোগীরা কৃষকদের দূর্বলতার সুযোগ নিয়ে কম দামে কেনে কিন্তু চড়া দামে ক্রেতাদের কাছে বিক্রি করে। থানা-পুলিশ, প্রশাসন, কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয় সব জেনেও এই সকল মিডিলম্যানদেরকে প্রতিরোধ করেই না যেখানে কৃষকদের থেকে ৮৮০ টাকা মণ দরে সরকারী মূল্যে ধান কিনার প্রশ্নই উঠে না। কারণ সরকারী এই সকল দপ্তর উদ্যোগ নিলে আলীগের যারা এই সমস্ত মিডিলম্যান তাদের লভ্যাংশ কমে যাবে। সবাই ভাগ বাটোয়রা করে কিভাবে কাঙ্খিত অর্থ পাবে?
সারা দেশের ধান উৎপাদনকারী কৃষকদের একই চিত্র। এখন দেশের ব্যাবসা বাণিজ্য ও সাধারণ মানুষের এত র্দূদশা তখন সব্য লুল খ্যাত সৈয়দ শামসুল হক সে হাসিনার নামের পূর্বে বাধ্যতামূলক "দেশরত্ন" ডাকার প্রস্তাব করে;
শেখ হাসিনার নামের শুরুতে আবশ্যিকভাবে ‘দেশরত্ন’ বসানোর প্রস্তাব
http://www.prothom-alo.com/bangladesh/article/540649
লোকসানে ক্ষতিগ্রস্থ কৃষকদের মুখেই শুনি কি বলে তারা;
আশুগঞ্জের ধান বেচাকেনার জন্য খ্যাত মেঘনাঘাটে দাঁড়ানো কৃষক শহিদের পরনে রংচটা লুঙ্গি, গায়ের শার্টের রংও ফ্যাকাশে। তার চেয়েও ফ্যাকাশে তাঁর মুখ। ধান নিয়ে কথা বলতে গেলে বলে উঠলেন, ‘তিন বছর ধইরা দাম পাই না। এখন বুঝতাছেন কেন মানুষ সাগর পাড়ি দিয়া থাইল্যান্ডের জঙ্গলে যায়।’
বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বহু দরিদ্র ও মধ্যবিত্ত দেশান্তরী হয়ে নিজ ভাগ্য গড়তে জীবন দিতেও রাজি। তথা এই দেশের দূর্বিষহ অবস্থার জন্য তারা পালিয়ে যেতে চায়। এখন দেশরত্নের প্রস্তাব দিয়ে আওয়ামী চাটুকাররা বোঝালো মানুষের দুঃখ র্দূদশার সাথে পরিহাস করা তাদের জন্য অত্যন্ত সহজ!
বিষয়: রাজনীতি
১১৩৭ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আবার ভোটের সময় টাকা দিলে ভোট এ সরকারকে ছাড়া আর কাউকে দিমু না।
জনগনের মধ্যে এই সব কৃষকেরাও তো ছিল. এখন কাহিনী করতেছে কেন ?
আমাদের দাবী, এখনও কেন চালের কেজি খুচরা মূল্য ১০ টাকায় আসলো না ? এখনও কেন আমাদের ৩৫ টাকা বা তদুর্ধ দামে চাল কিনতে হয় ?
মন্তব্য করতে লগইন করুন