BAL সরকারের অধীনে RAB নিয়ে পূর্বে যে আশংকা করেছিলাম!

লিখেছেন লিখেছেন বাংলাদেশ_জিন্দাবাদ ০৪ মে, ২০১৪, ০৯:৩৯:৫৪ রাত



কাউন্সিলর নজরুলের শ্বশুরের অভিযোগ

ছয় কোটি টাকা নিয়ে খুন করেছে র‌্যাব




http://www.prothom-alo.com/bangladesh/article/208039

উপরের শিরোণাম এখন "টক অবদি কান্ট্রি"। আজ থেকে তিন বছর আগে শংকা মনে জেগেছিল;

কুত্তার পেটে ঘি সয় নাঃ RABকে কি রক্ষীবাহিনী বানিয়েই ছাড়বে?

http://www.somewhereinblog.net/blog/Bangladesh_Zindabad/29370772

১৯৭২ সদ্য স্বাধীন দেশে পাকিস্তানীদের ফেলে যাওয়া আদমজী সহ বিভিন্ন পাটকল, বস্ত্রকল, চিনিকল সহ বিভিন্ন কল কারখানা যার সেই অতীতে প্রতিষ্ঠার পর লোকসান কি জিনিস জানেনি তাদের লালবাতি জ্বলে ত্রাহি ত্রাহি অবস্থা হল। সীমহীন লুটপাটে দেউলিয়া হওয়ার উপক্রম। কিন্তু কিছু চুনাপুটি ধরলেও রাঘব বোয়ালদের জেনেও মুজিব গ্রেফতার করে নাই। তারপর বিরোধী দমনের উদ্দেশ্যে রক্ষীবাহিনী, লালবাহিনী ও পঞ্চমবাহিনী ইত্যাদি ঘাতক সৃষ্টি করে দেশের প্রতিবাদী মানুষের উপর ষ্টীম রোলার চালালো। আওয়ামী-বাকশালীদের মতলব যে তারা অপকর্ম করবে কিন্তু আপনে তার প্রতিবাদ করতে পারবেন না। এই কারণেই বর্তমানে নারয়াণগঞ্জের কাউন্সিলর নজরুল সহ অন্যদের নিষ্ঠুর ভাবে প্রাণ দিতে হল। বিএনপি সরকারের সময় প্রশংসিত র‌্যাবকে হাসিনার ২০০৯-১৩ বিতর্কিত করে ফেলা হল। বিএনপি সহ বিরোধী জোটের অনেকেই চিরতরে গায়েব হয়ে গেল। এত প্রতিবাদ, সমাবেশ ও লেখালেখি করেও এই অপহরণ, গুম থেমে নেই। কারণ রাষ্ট্রের নীতি নির্ধারকদের মনমানসিকতাই সেই রকম। কি র‌্যাব কি সোয়াট যতই সুপার এলিট ফোর্স তৈরি করা হউক না কেন কর্তার ইচ্ছাতেই কর্ম। তাই এই হাসিনার দলের সরকার অতীত ও বর্তমান অনুযায়ী একটা ব্ল্যাক হোলের মত। যাই এর সামনে পড়ুক তার বিনষ্ট হওয়া অনিবার্য। এই হাসিনা ও তার দল যতদিন ক্ষমতায় থাকবে ততদিন এগুলো চলতেই থাকবে।

বিষয়: রাজনীতি

১২৩৬ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

217492
০৪ মে ২০১৪ রাত ১০:০৯
হতভাগা লিখেছেন : আগে র‍্যাব ছিল সমীহ ও শ্রদ্ধার পাত্র । শুরুর দিকে নাম কড়া টপটেররদের সাইজ করে তারা সবার মন জয় করে নিয়েছিল ।

মানবাধিকার কর্মীরা এ নিয়ে চিল্লাফাল্লা করলেও মানুষ কিন্তু মৌন সমর্থনই দিয়ে যাচ্ছিল । এমন কি কোন কোন জায়গায় মানুষ মিষ্টিও বিতরন করেছিল ।

কিন্তু এখন র‍্যাব মানেই হল মূর্তিমান আতন্ক । র‍্যাব কাউকে ধরলেই সবাই এটা ধরে নেয় যে তাকে ক্রসফায়ারে নিয়ে মেরে ফেলবে ।

এত শ্রদ্ধার পাত্র হতে মূর্তিমান আতন্কে পরিনত র‍্যাবের লোকদের কি একটুও খারাপ লাগে না?
০৫ মে ২০১৪ রাত ০৩:০০
165734
বাংলাদেশ_জিন্দাবাদ লিখেছেন : এর জন্যই বলছি "কর্তার ইচ্ছাই কর্ম"। ক্ষমতায় এখন কে সেটাই বড় কথা।
217495
০৪ মে ২০১৪ রাত ১০:২৪
ফেরারী মন লিখেছেন : আপনার কথাই দেখি ফলে গেলো Surprised Surprised Surprised আপনি দার্শনিক হতে পারবেন।
০৫ মে ২০১৪ রাত ০৩:০১
165735
বাংলাদেশ_জিন্দাবাদ লিখেছেন : আলীগ ও হাসিনারে সেই ১৯৮২-৯০ হতেই চিনা রাখছি। ৮৬র জাতীয় বেঈমান বলে কথা।
217503
০৪ মে ২০১৪ রাত ১০:৪২
বুসিফেলাস লিখেছেন : বানিয়ে ফেলেছে!!! Surprised
০৫ মে ২০১৪ রাত ০৩:০১
165736
বাংলাদেশ_জিন্দাবাদ লিখেছেন : ঠিক।

ধন্যবাদ।
217506
০৪ মে ২০১৪ রাত ১০:৪৭
ছিঁচকে চোর লিখেছেন : এই অবস্থা চলতে থাকলে তো কয়দিন পর আমারও ভাত মারবো। তখন আমার পেশা চেঞ্জ কর ছাড়া অন্য কোনো উপায় থাকবেনা।
০৫ মে ২০১৪ রাত ০৩:০২
165737
বাংলাদেশ_জিন্দাবাদ লিখেছেন : Tongue
217579
০৫ মে ২০১৪ রাত ০৩:৩৪
মুফতি যুবায়ের খান রাহমানী। লিখেছেন : tholer biral berute shuru korese
০৫ মে ২০১৪ রাত ০৯:৩১
166000
বাংলাদেশ_জিন্দাবাদ লিখেছেন : :Thinking

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File