এরই নাম ডিজিটাল কেরামতির ভোট গ্রহণ!
লিখেছেন লিখেছেন বাংলাদেশ_জিন্দাবাদ ০৫ জানুয়ারি, ২০১৪, ০৮:১২:১৭ রাত
৪৮টি কেন্দ্রে ব্যালট পেপারই পৌঁছেনি
ভোট শুরুর চার ঘণ্টা অতিবাহিত হলেও গাইবান্ধা-৩ (পলাশবাড়ি-সাদুল্লাপুর) আসনের ৪৮ কেন্দ্রে এখনও পৌঁছেনি ব্যালট পেপারসহ নির্বাচনের অন্যান্য সামগ্রী। তবে নির্বাচন গ্রহণকারী কর্মকর্তারা ভোরেই ওই কেন্দ্রেগুলোতে দায়িত্ব পালনের জন্য উপস্থিত হন।
কর্মকর্তারা উপজেলা সদরে থাকা সহকারী রিটার্নিং কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেও কোনো নির্দেশনা পাননি। এছাড়া বাকি ১৫টি কেন্দ্রের মধ্যে পাঁচটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। বাকি ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।
হরিপুর রাজনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার আব্দুল করিম মন্ডল জানান, জানতে পেরেছি ব্যালট পেপারসহ অন্যান্য মালামাল পলাশবাড়িতেই রয়েছে। এখনো ভোট শুরু করতে না পারায় কেন্দ্রে এসেও ভোটাররা ফিরে যাচ্ছেন। শেষ পর্যšত্ম এসব কেন্দ্রে ভোটগ্রহণ হবে কিনা তা তিনি জানাতে পারেননি।
স্থানীয় সময় : ১৯০২ ঘণ্টা, ০৫ জানুয়ারি ২০১৪
http://www.amadershom0y.com/content/2014/01/05/middle0630.htm
*****************
এখন বাংলাদেশের কোন বিবেকবান মানুষ কেন সারা বিশ্ব বললেও হাসিনা ও বাকশালী গং বলবে ভোট গ্রহণ সুষ্ঠ হয়েছে এবং ৯০% মানুষ ভোট দিছে। তারপরেও এখনও হাসিনার অনেক কেরামতি দেখা বাকী আছে
বিষয়: রাজনীতি
৯৪১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন