দিল্লীর সমর্থন থাকলে BAL এর কালো থাবা গ্রামীণ ব্যাংকের উপর অবধারিত!

লিখেছেন লিখেছেন বাংলাদেশ_জিন্দাবাদ ০৭ নভেম্বর, ২০১৩, ০২:৩৮:৪৯ রাত



কিছু অপরিণামদর্শীর কারণে গ্রামীণ ব্যাংকের ধ্বংস অবধারিত : ড. ইউনূস



গ্রামীণ ব্যাংক আইন পরিবর্তনকে ‘কিছু অপরিণামদর্শী মানুষের বিবেচনাহীনতা’ হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন ব্যাংকটির প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গতকাল এক বার্তায় ড. ইউনূস বলেন, পরিবর্তনে ব্যাংকটির ধ্বংস অবধারিত হলো। তিনি ব্যাংকটি ধ্বংসের আগেই আইনের পরিবর্তন রদ করার আশাবাদ জানিয়েছেন। গত মঙ্গলবার জাতীয় সংসদে গ্রামীণ ব্যাংক বিল পাস হওয়ার এক দিন বাদে গতকাল নোবেলজয়ী ড. ইউনূস তার প্রতিক্রিয়া জানান।

http://www.dailynayadiganta.com/welcome/post/29344

*****************

আড়াই বছরেরও আগে একটি পোষ্ট দিয়েছিলাম;

ভারতের প্রবল আশীর্বাদে হাসিনা এখন যূক্তরাষ্ট্রকে পাত্তাই দিচ্ছে নাঃ হিলারী ইউনুসকে দূর্বল দরদ দেখানোর তামাশা বাদ দেন!

http://www.somewhereinblog.net/blog/Bangladesh_Zindabad/29342153

শেষমেশ এখন মার্কিনি, ইইউ সহ আন্তর্জাতিক অঙ্গনের অনুরোধ এড়িয়ে গ্রামীণ ব্যাংককে নিজেদের কব্জায় নিয়ে নিল হাসিনা গং। এভাবেই ১৯৭২ সালে বিশ্বের বৃহত্তম পাটকল আদমজীকে জাতীয়করণ করে ধ্বংসের মুখে ঠেলে দেয় মুজিব। হাসিনার এই আমলে আমরা দেখেছি যে রাষ্ট্রীয় সোনালী, জনতা ব্যাংকতো বটেই বেসরকারী বেসিক ব্যাংকও অবৈধ ঋণের দায়ে বেসামাল অবস্থা। পুজির অভাবে পর্যাপ্ত নতুন ঋণ দিতে পারছে না। এখন গ্রামীণ ব্যাংকের ক্ষেত্রে এমন ঘটলে মোটেই অবাক হব না।

বিষয়: রাজনীতি

১২২৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File