মদিনা সনদের বর্তমান খলিফাদের বানী পড়ুন।

লিখেছেন লিখেছেন বাংগালী ৩০ মার্চ, ২০১৪, ০৭:৫৮:১২ সন্ধ্যা

আওয়ামী লীগের অমর বানীসমূহ .

১. লাকুম দ্বীনুকুম অলিয়া দ্বীন.......বুখারী শরীফের হাদিস - শেখ হাসিনা

২. আগামীবার ক্ষমতায় আসলে রাষ্ট্রধর্ম ইসলামও তুলে দেব - সুরঞ্জিত সেন

৩. লাকুম দ্বীনুকুম অলিয়া দ্বীন..........দোয়ায়ে কুনুত - মতিয়া চৌধুরী

... ৪. আগামীতে ক্ষমতায় এলে ধর্মের ছায়াটুকুও মুছে ফেলা হবে - সইয়দা সাজেদা

৫. হেফাজতের দাবি মধ্যযুগীয় নিয়মের হয়ে যায় আর তাদের দাবি মানলে দেশ ১৪০০ বছর আগের সময়ে পিছিয়ে যাবে – হানিফ

৬. রাসুল (সাঃ) কে কটুক্তি করা স্বাভাবিক বিষয়,এটা নিয়ে হৈচৈ করা ঠিক নয় - তথ্যমন্ত্রী ইনু

৭. রাসুল সাঃ হিন্দুদের পূজার জন্য মসজিদের অর্ধেক জায়গা ছেড়ে দিয়েছিলেন – ধর্মপ্রতিমন্ত্রী

৮. রাসুল সাঃ ধর্মনিরপেক্ষ ছিলেন - এমপি বাদল

৯. মা দূর্গা গজে চড়ে এসেছিলেন বলে ফলন ভালো হয়েছে – হাসিনা

১০. গ্রামগন্জে ইসলামিক জলসা বন্ধ করতে হবে - পঙ্কজ ভট্টাচার্য

১১. মেয়েদেরকে বোরকার হাত থেকে রক্ষা করতে হলে,তাদের নাচগান শিক্ষা দিতে হবে - হাসান মাহমুদ

১২. বোরকার ব্যবহার ৫০০% বেড়ে গেছে,বন্ধ করতে হবে,- সজিব ওয়াজেদ জয়

১৩. সেনাবাহিনীতে কওমী মাদ্রাসার ছেলে বেড়ে গেছে (কওমি সনদের সরকারী স্বীকৃতি নেই) - সজিব ওয়াজেদ জয়

১৪. ২৫ বছরের মধ্যে বাংলাদেশে হিন্দু প্রধানমন্ত্রী চাই (নিজের বউ তো আছেই) - সজিব ওয়াজেদ জয়

১৫. সেনাবাহিনী থেকে ইসলামপন্থীদের বিতাড়িত করতে হবে - সজিব ওয়াজেদ জয়

১৬. কুতসিত চেহারা ঢাকতেই মেয়েরা বোরকা পরে - ডেপুটি স্পীকার

১৭. আমি মুসলিমও নই হিন্দুও নই - সৈয়দ আশরাফ

১৮. বঙ্গবন্ধু মদজুয়া হারাম করেছেন - নৌমন্ত্র শাহজাহান

১৯. কওমী মাদ্রাসার ছেলেরা কিচ্ছু জানেনা,উজবুক,এরা শুধু মুখস্থ করে - অর্থমন্ত্রী মুহিত

২০. কওমি মাদ্রাসাগুলো জঙ্গী প্রজননকেন্দ্র - আইনমন্ত্রী শফিক

২১. ইসলামিক ফাউন্ডেশনের ডিজি, সে ওলামাগনের সম্মেলনে নাচ-গানের জলসা আয়োজন করে এবং বলে যে "ইসলামেই এত সন্ত্রাসী আছে,অন্যধর্মে এত সন্ত্রাসী নেই".

২২. সাভারের ঘটনা কিছুই না - আবুল মাল মুহিত

২৩. সংবিধানে বিসমিল্লাহ রাখা যাবে না - কবির চৌধুরী

২৪. মাদ্রাসা গুলো জঙ্গি বানায় - শাহবাগ চত্বর

২৫. হেফাজতের ১৩ট দাবি সংবিধানের সাথে সাংঘার্ষিক বিধায় মানা জাবে না - দিপু মনি

২৬. সাভারের রানা প্লাজায় পিলার ধরে টানা টানি করায় তা ধ্বসে গেছে - মখা আলমগির

২৭. তথাকথিত আল্লাহর শাসন দিয়ে কিছু হবেনা - সৈয়দ আশরাফ

২৮. কোরআনের তাফসিরের প্রকাশনা বন্ধ - সরকারী ডিজি

২৯. ধর্ম হল নেশার মত - আব্দুল লতিফ

৩০. বাংলাদেশের মুসলমানরা সংখ্যালঘিষ্ঠ - রোকেয়া প্রাচী

কপি পেষ্ট ঃ- সামুর ব্লগার একাকী বাংলাদেশি

বিষয়: বিবিধ

১৫৬৩ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

200470
৩০ মার্চ ২০১৪ রাত ০৮:০২
মেঘ ভাঙা রোদ লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor ওরে তোরা কেউ আমারে ধর
১৫ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৪
157044
বাংগালী লিখেছেন : কেন ভাই পড়ে যাবেন নাকি ?
200474
৩০ মার্চ ২০১৪ রাত ০৮:০৭
নীল জোছনা লিখেছেন : উনারা খারাপ তো কিছু বলে নাই।
১৫ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৪
157045
বাংগালী লিখেছেন : আমিওত তাই বলেছি।
200477
৩০ মার্চ ২০১৪ রাত ০৮:০৭
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : নঁম নঁম হে দাদা-জয়তু মহারাজ

শত প্রনাম তব চরন তলে,

কৃতজ্ঞতার জল নামিছে গলে

আদেশ কর হে-দাদা দেবতা,

হে আমার নব জন্মদাতা-

আদেশ কর মোরে,

তব মন তুষ্টির বন্ধনায়-অবিরত আমি

অদেশ কর হে করুনাময়

আমি ইসলামীত্ব বিসর্জন দিয়েছি

বাঙ্গালী ধর্মের লাগী-হে নঁম নঁম

মুসলমানের মনে মহাতংক আমি

জিহাদের মর্ম বাণীকে-করিয়াছি জঙ্গীবাদ

আমি জিন্দাবাদ তোমারই ক্ষমতায়-হে প্রভু,

আমি বিকৃতির মহা প্রলয়

ইসলামী কিতাব করেছি নিষিদ্ধ-

কোরআনকে করেছি কোনঠাসা,

মুসলিমে দিয়েছি মুশরিকি লেবাস

তব মন তুষ্টির লাগি হে প্রভু,

তুমি দানিয়াছ মোরে-ক্ষমতার সিংহাসন

তোমারই তরে করি তাই জয় বন্ধনা-হে অন্ন দাতা

লুটিয়া পুটিয়া খাই-খাওয়াই তোমারে হে দাতা

রক্তের বন্ধন ভুলিব কেমন করে

যেথা রহিয়াছে-বস্ম পিতামহের,

তব তুষ্টির তরে করিতেছি বঁলি

দিবালোকে-রাজপথে-বীরদর্পে-হে মহারাজ

তুমি দানীয়াছ মোরে ক্ষমতার মানচিত্র

তাই ছিরে ছিরে খাই-তোমাতেই করি বিলিন

তব মনতুষ্টির গান গাই দিবালোকে

জাতে বিজাতে খাওয়াই-এক ঘাটে পানি

মান অপমান যতায় তথায় দানী,

পাপিরে করি মহামহিয়ান-

নেকিরে করি অপমানের মাল্য দান,

ফন্দি ফিকির সব তোমারই দান-হে প্রভু

আরো কিছুকাল কর কৃপা মোরে-

মহাকালে করিব বিলিন-এই মানচিত্রটারে,

সর্বনাশিয়া আসিবো ফিরিয়া-তব চরন তলে

হে প্রভু-ক্ষমতার মহারাজ।
*************
ভালো লাগলো অনেক ধন্যবাদ পিলাচ
১৫ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৫
157046
বাংগালী লিখেছেন : কবিতাই সত্য ।
200529
৩০ মার্চ ২০১৪ রাত ১১:২৭
ইকুইকবাল লিখেছেন : আম্বালীগ দিশেহারা
১৫ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৬
157047
বাংগালী লিখেছেন : দিশাহারা নয় তারা জন্ম থেকেই দিশাহীন।
200598
৩১ মার্চ ২০১৪ সকাল ০৬:৫৪
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : আমার খুব পছন্দ হৈছে। ফেসবুকে কপি-পেষ্ট মারতাছি। ধরে নিলাম আপনি অনুমতি দিয়েছেন। আপনার নাম নীচ দিয়ে ছোট্ট করে দিয়ে দেব, না হলে লোকে নকলবাজ বলবে।
১৫ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৬
157048
বাংগালী লিখেছেন : মারেন মারেন আ ওয়ামী ওহি বলে কথা ।
200773
৩১ মার্চ ২০১৪ দুপুর ০২:৪৩
১৫ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৭
157049
বাংগালী লিখেছেন : পেটে খিল ধরে যাবে ।
200801
৩১ মার্চ ২০১৪ দুপুর ০৩:২৪
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন :


দূর মিয়া! আপনেগো কানের সিকিৎসা করণ লাগবো। হেতিনি কইছিল দ্যাশ চইলবো মদনের সনদ অনুযায়ী। আপনেরা হুইনছেন মদিনার সনদের কথা!!!
আপনে যাদের রিপারেন্স দিলেন তাদের চেয়ে বড় মদন দুনিয়ার কোথাও কুইজ্যা পাওন যাইবো?
হেতিনি বোনাস হিসেবে মদনদের সাথে কিছু "আবুল"দেরও নিয়োগ দিয়েছিলেন তার ওজারালয়গুলানতে।
বর্তমান ওজারালয় গুলানতে আরো মচক দেখাইছে! সিগারেটের গ্যাঞ্জার মাথায় সূখ টান না দিলে মঞ্চে মনই বইসবার চাহে না!!!
১৫ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৮
157050
বাংগালী লিখেছেন : ঠিক কইছেন এইডা মদিনা নয় মদনা সনদের খলিফাদের বাণী।
208391
১৫ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৮
বাংগালী লিখেছেন : ঠিক কইছেন এইডা মদিনা নয় মদনা সনদের খলিফাদের বাণী।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File