বিএসএফ পাকিস্তান এর বর্ডার গার্ড এর হাতে মার খেয়ে এসে ঝাল মিটায় নিরীহ বাংলাদেশী এর উপর ।
লিখেছেন লিখেছেন পাথরের প্রতিবাদ ২৬ অক্টোবর, ২০১৩, ০৯:১২:০২ সকাল
বাংলাদেশ এর বিজিবি কে দেশের অভ্যন্তরিন নিরাপত্তা কিম্বা নির্যাতন - নিপীড়ন এ ব্যবহার করে সীমান্ত কে আরও অরক্ষিত করা হয়েছে । ফলে এখন এমন হয়েছে যে বিজিবি এর বন্দুকের নল কেবল দেশের আন্দোলন কারী মানুষের দিকে তাক করে রাখে হানাদার বিএসএফ দিকে নয় । এই সুযোগে বিএসএফ পাকিস্তান এর বর্ডার গার্ড এর হাতে মার খেয়ে এসে ঝাল মিটায় নিরীহ বাংলাদেশী এর উপর । আর আমরা দেখি সীমান্তে বাংলাদেশি বৃদ্ধের কিম্বা কিশোরীর লাশ ঝুলিয়ে থাকা ।বিএসএফ হত্যযজ্ঞ আমাদের তরুণ দের আর মনে নাড়া দেয় না কারণ ছোট কাল থেকেই তারা জেমস বন্ডের ফিল্ম দেখে বড় হয়ে উটছে আর শহর কিম্বা গ্রামের নারীরা বুঁদ হয়ে আছে ভারতীও টিভি সিরেয়াল এর মধ্যে ।তবে এই ছবি তাদের জন্য না যারা জেমস বন্ড,সিরেয়াল কিম্বা চিকমি চমিলি গানে ডুবে সীমান্তের মানুষের কথা ভুলে গেছেন কেবল তাদের জন্য যারা এই বৃত্ত থেকে দুই এক পা বাইরে এসে বিশ্বের সবচেয়ে অনিরাপদ সীমান্ত নিয়ে দুই একবার ঈশ-উশ শব্দ করেছেন । আর যারা এ নিয়ে ভাবেন যে ফারাক্কাঁ বাদ দিয়ে উত্তরবাঙ্গ মরুভুমি করেছে , কাটাতারের সীমান্তে মানুষ হত্যাও অব্যাহত আছে। রামপালে সুন্দরবন ধ্বংস করে বিদ্যুৎ প্লান্ট নির্মাণের আয়োজন চলছে , বাংলাদেশের প্রাণপ্রকৃতি ধ্বংস করে টিপাইমুখ বাঁধের নির্মাণ প্রস্তুতি চলছে। একদিকে সীমান্ত ঘেরাও অন্যদিকে বাংলাদেশের বুক চিরে ট্রানজিট নেবার আয়োজন ,ভারত থেকে আবাদে পণ্য , মাদক নগ্ন culture আসছে, নারি , শিশু আপহরন করছে , তাদের নির্যাতন করছে উলঙ্গ করে , ধর্ষণ করছে তারপরও সীমান্তের তিনদিক ঘিরে ভারত ৫ বিলিয়ন ডলার খরচ করে কাঁটাতারের বেড়া দিচ্ছে। তার পরও দেশের কিছু মিডিয়া আর কিছু মানুষের ফফর দালালি ছলছে । প্রতিবেশী দেশ আর কত লাশ উপহার দিলে একটা জাতি জাগবে ??আমরা কতো দাবী কতো আন্দোলন-ই না কতো লেখালেখি করি। কিন্তু হায়! কয়দিন পর সবই ভুলে যাই। কোন কিছুর জন্য দাবী করব বা আন্দোলন করব কিন্তু কয়দিন পর সবই বেমালুম ভুলে যাই। আমাদের বিবেগ আজ মরে গেছে , আমরা দাসত্বকে বন্দু হিসাবে সাদরে গ্রহণ করে একটা প্রতিবাদ বিমুখ নির্জীব জাতি ছাড়া আর কি হতে পারছি ।
বিষয়: আন্তর্জাতিক
১৭৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন