জরুরী আবস্থা আর এই সমাবেশ নিষিদ্ধ এর মধ্যে পার্থক্য নাই।

লিখেছেন লিখেছেন পাথরের প্রতিবাদ ১৯ অক্টোবর, ২০১৩, ০৪:৩১:৫০ বিকাল

আগামীকাল ভোর থেকে রাজধানিতে অনির্দিষ্ট কালের জন্য সকল প্রকার মিছিল মিটিং ও সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।এটা কি আলোচনার পূর্বাভাষ নাকি সঙ্গাতের।বাংলাদেশ এর রাজনৈতিক ধারা বলে সঙ্গাতের পূর্বাভাষ । সরকারি দল হলেই কি বিরোধী দলের সভা , সমাবেশ কে ভয় পেতে হবে ।জরুরী আবস্থা আর এই সমাবেশ নিষিদ্ধ এর মধ্যে পার্থক্য নাই । এই সমায়ে বিরোধী দল আন্দোলন করবে না তো কখন করবে । সরকার কে কেবল টা রাজনৈতিক ভাবেই মোকাবেলা করতে হবে , শক্তি কিম্বা ক্ষমতার অপবাবহার করে নয় । এটা নিষিদ্ধ করে নিজেই প্রমাণ করল তারা সর্বদলীয় সরকার এর যে কথা প্রচার করল তা কেবল আওয়ামী বাকশালি সিদ্ধান্ত ।বাকশালি সরকারেও সরবদল ছিল কিন্তু আওয়ামী একক আদিপত্ত ছিল । আজকের এই পরিস্থিতি তখন কার চেয়ও আরও জটিল । তখন আওয়ামী সরকারে বিরোধী পার্টি বলতে স্বীকৃত এমন শক্তি ছিল না কিন্তু এখন দেশের মধ্যে একটা সুস্পষ্ট বিভাজন যা চরম মাত্রা লাভ করেছে শাহবাগ ও মতিজিল কে কেন্দ্র করে । এই বিভাজন যে আমাদের ২০ বছর কি তার অধিক পিছিয়ে দিয়েছে তা বোঝা যায় সরকারি একতরফা কর্মকাণ্ড ও বিরোধী দলের উপর নির্যাতন দেখে । দুর্নীতি , কেলেঙ্কারি ,গুম , হত্যা , দ্রব্য মূলের উরদগতি এখন নিত্য বাপার ।জনগণ , বিরোধী দল এ সব নিয়ে আন্দোলন আজ ভুলে গেছে ।দুই পক্ষ চায় ক্ষমতা । আর বিভাজন আর একটু ক্লিয়ার করি এক পক্ষ তার জীবন বাচাতে কিম্বা পুনু ক্ষমতায়ে আসতে সাম্রাজ্যবাদী শক্তির দাসত্ব করছে অন্য শক্তি ক্ষমতা লম্বা কতে দাসত্ব করছে ফলে সাম্রাজ্যবাদী ভারত , আমেরিকা তাদের সাতে দর কষাকষির মাধ্যমে দেশের সম্পদ লুন্টন করছে ।আমাদের দেশের পরিবেশ কে ধ্বংস করে রামপাল বিদ্দুৎ কেন্দ্র

মাত্র ১৫% বিনিয়োগ করে সাম্রাজ্যবাদী ভারত ৫০% মালিক হলেও বিরোধী দলগুলো টু শব্দ করছে না ।এটার কারণ এই বিভাজন খেলা । আর এর কারণে ক্রমান্বয়ে পিছাতে থাকবে ।অন্য দিকে এই সুযোগে সামরিক শক্তি কিম্বা সাম্রাজ্যবাদীদের সরাসরি দালাল ইউনুস কিম্বা আবেদ এর মত শক্তি বাংলাদেশ এর ঘাড়ে বসে রক্ত শোষণ করতে সাহস পাবে ।একটা বিষয় সুস্পষ্ট সাম্রাজ্যবাদী শক্তি কখনোই আমাদের মঙ্গল চায় না । তাই এই রকম সভা সমাভেশ নিষিদ্ধ করে জরুরী আবস্থা তৈরি করে লাভ নাই । সমাধানে আসতে হবে । আর যে পথ সরকারি দল দেখায় বিরোধী দল ক্ষমতায় আসলে তাই প্রয়োগ করে । সভা নিষিদ্ধ সাময়িক হলেও এটা সরকারি অলের চরিত্তকে প্রতিনিধিত্ত করে ।

বিষয়: বিবিধ

১৪৩১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File