জাতির উদ্দেশে ভাষণ !

লিখেছেন লিখেছেন পাথরের প্রতিবাদ ১৮ অক্টোবর, ২০১৩, ১১:২৪:৪০ রাত

পূর্ব ঘোষণা ভাষণ দিবে প্রধানমন্ত্রী ।জাতিকে ক্লান্তিকালিন পথ দেখাবেন । দেখালেন তবে নিজের দলের জন্য । দলকে পুন ক্ষমতায় থাকাটা একটা জায়েজ করার ব্যপার বলে কথা ।সর্বদলীয় সরকার হবে । নিরপেক্ষ নির্বাচন কমিশন তৈরি আছে ।যা এই সরকারের আমলে তৈরি , যে নির্বাচন কমিশন নিজের হাতে ক্ষমতা রাখতেই চান না ।সরকারের উপরে তাদের ধারুন আস্থা । তাই কমিশন আর সরকার একাকার হতে বাধ্য ।এ দিকে প্রধানমন্ত্রী ৫ মে নিরীহ , নিরপরাদ , এতিম শিশু , কিশোর , যুবক , আলেম এবং সাধারণ মানুষ হত্যা কে যেভাবে তার সফলতা আর জনগণের মুক্তি মনে করেন অথচ তার এ চিন্তা মানুষ এর চিন্তা থেকে সম্পূর্ণ বিপরিত।সাধারন মানুষ গভীর রাত্রে আলো বন্ধ করে হত্যা কে গণহত্যাই জানে ।বরং প্রধানমন্ত্রী আবারো পুরনো আগুনে ঘি ঢাললেন । তারা এটা বিশ্বাস করে কারণ সরকার সকল প্রকার মিছিলে গুলি করে হত্যা করে । গুম , হত্যা , চাঁদাবাজি সরকারি বাহিনীর নিয়মিত রুটিনে ।দ্রব্য মূল্য সরকারি সিন্ডিকেট করে বার বার বাড়িয়ে তুলছে , সাথে প্রতিবেশী দেশের ছলচতুরি । রেল কেলেঙ্কারি , সোনালী ব্যাংক কেলেঙ্কারি , হল ল্মারক কেলেঙ্কারি , শেয়ার বাজার এর হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ , পদ্ধা সেতু শুরুর আগেই খেয়ে ফেলা । সব কিছু সরকারকে খালে নামিয়ে দিয়েছে । তাই তাকে তার পরিষদ সহ জোর করে ভিসন ২০২১ পূর্ণ করার জন্য নানা বাহানা করা ।ভাষণটি এই বাসনা পূরণের ইছার বাইরে যেতে পারে নি ।

এবার তার ভাষণ খণ্ডন করি যেটা প্রতিটি নাগরিকের অধিকার । তিনি কিছু প্রস্তাব দিলেন যে প্রস্তাব অনুযায়ী বাস্তবে তেমন ফলপ্রসূ কিছু হবে না।

কারণ -

-সর্বদলীয় সরকারের প্রধান থাকবেন প্রধানমন্ত্রী।

- যদি দশ ,পনেরো বা বিশ সদস্যের ও মন্ত্রীসভা হয়, সংসদীয় আসন অনুযায়ী বিএনপির মন্ত্রী থাকবেন এক, দুই বা তিন জন।

- স্বরাষ্ট্র, সংস্থাপন সহ সব অতি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো থাকবে আওয়ামী লীগের হাতে।

- একটি ক্ষেত্রে যদি এর ব্যতিক্রম ও হয়, তাতেও ক্ষমতার ভারসাম্যে কোনো পরিবর্তন আসবে না।

-কারণ সর্বদলীয় সরকারের সর্বময় ক্ষমতার অধিকারী থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

- বিএনপির যিনি বা যারা মন্ত্রী থাকবেন, তার বা তাদের কোনো কথা সচিব বা প্রশাসনের কেউ শুনবে না। শুনবে প্রধানমন্ত্রীর কথা।

- সংকট সমাধানের কোনো ইঙ্গিত বা আলামত প্রধানমন্ত্রীর ভাষণে নেই।

জাতি ভাষণ , আশ্বাস এইটুকই সরকার গুলোর কাছে পায়। তার পরও যদি সেটা শান্তিপূর্ণভাবে হয় সেটাই কামনা ।

বিষয়: বিবিধ

৯৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File