বস্তুবাদী সভ্যতা

লিখেছেন লিখেছেন পাথরের প্রতিবাদ ১০ অক্টোবর, ২০১৩, ০৮:০৬:০৫ সকাল

বস্তুবাদী সভ্যতা

ইচ্ছে হয় এই বস্তুবাদী সভ্যতার গলা ছেপে ধরি্‌

ইচ্ছে হয় এই জরাবাদি সভ্যতার সব কটা দেয়ালে লেখে দেই,

তুমি ভঙ্গুর , তুমি ভাঙ্গার জন্য , তোমাকে ভাঙ্গতে হবে ।

তুমি সভ্যতা ,সমাজ , মানুষকে করেছ বিশ্ব অপরাধী ।

বিছিন্ন করেছ মানুষকে মানুষ থেকে, বিচ্ছিন্ন করেছ তার সত্তা থেকে,

অনিরাপদ করেছ জনপদ , পশুপাখি,জীবজন্তূ কিংবা তার আবাসনকে।

বস্তুবাদি সভ্যতা ! তোমাকে, তোমার পূজারীকে দায় নিতেই হবে ।

দায় নিতেই হবে যুদ্ধের , গণহত্যার , পারমাণবিক বোমার আঘাতে প্রজন্ম পর প্রজন্ম বিকলঙ্গ

মানুষের ।

দায় নিতেই হবে পোড়া -দগদ শ্রমিকের , ইটের নিচে চেপে থাকা কীট সাদৃশ্য মানুষের আর্তনাদের

দায় নিতেই হবে ভোগবাদী মানুষের ভোগ্য না পাওয়ার যাতনায় আত্মহননের ,

কিম্বা বাবা মায়ের জোড়া লাশের পাশে অবুঝ শিশুটির ।

এ দায় বস্তুবাদী মানুষের , দায় বস্তুর আকাঙ্ক্ষার , বস্তু উদ্ভূত চেতনার ।

দায় কনক্রিট এর আড়ালে লুকিয়ে থাকা পুঁজির , পুঁজির সমান্তরালে বেড়ে চলা বৈষম্য,

ভোগবাদী মানুষের ভোগপুজার ।

এ দায় সত্তা থেকে বিচ্ছিন্ন পশু সত্তার , মানুষ থেকে বিচ্ছিন্নতার বিবর্ণ ভোগবাদী সভ্যতার ।

১০.১০.১৩

বিষয়: বিবিধ

১১৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File