স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বিকৃতি এবং বাঙালিদের হেয় করার প্রতিবাদে ভারতীয় "গুন্ডে" চলচ্চিত্রকে যেভাবে বাঁশ দেবেন

লিখেছেন লিখেছেন সাদাসিধে ঝুলিওয়ালা ২০ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:৪৫:১০ সন্ধ্যা



যারা ভারতীয় "গুন্ডে" চলচ্চিত্রটির উপর ক্ষ্যাপা তারা IMDB এর নিম্নোক্ত লিংকটিতে গিয়ে রেটিং ১০ এর মাঝে ১ দিয়ে আসুন। প্রথমে এই চলচ্চিত্রের রেটিং ৭ এর উপরে ছিলো। আমরা ১/১০ রেটিং দেয়ার কারনে বর্তমানে ৩.২ এ চলে এসেছে। পারলে একটা রিভিউ দিয়ে আসুন। রিভিউ চেক করলেই দেখবেন আমাদের বাঙালি ভাইয়েরা গুন্ডে ফিল্মের চৌদ্দ গুষ্টি উদ্ধার করছে। গর্বে বুক ফুলে উঠবে আপনার, কথা দিচ্ছি। তাই আপনিও দেখিয়ে দেবেন এক হাত।

http://www.imdb.com/title/tt2574698/

তাছাড়া সরাসরি Yash Raj Films এর ইমেলে অভিযোগ পাঠাতে পারেন নিম্নোক্ত মেসেজটি সেন্ড করে।

ইমেলঃ







Subject : Protest

Dear Yashraj Films Authority,

Greetings!

I would like to introduce myself as one of the Bangladeshi movie lovers. You probably are getting great response for your new film "Gunday" in India. But this film has started disaster in Bangladesh. Do you understand that this project of yours has humiliated the Bangladeshis? Hopefully the mistakes were done unintentionally. Let's have a look at the mistakes done in your film.

1. At the very beginning of your film,you are telling the viewers that it was an India-Pakistan war happened in 1971. I think your script writer was plastered while writing the script. If your information happens to be correct,what were our freedom fighters doing then? You joined the war on 3rd of December 1971. And the war started on 25th of March the same year. Your velitation didn't give birth to Bangladesh,rather the bloodshed of our 3 million martyrs did. You can not but correct the mistake and apologize to us.

2. The story of the film humiliates us on several scenes. You showed that people of Bangladesh were involved in various criminal activities during the liberation war. Two lads of our country become thief and vicious criminal going to your land in your film. It's tremendously humiliating for us.

3. According to your story,Bangladeshis consider themselves Indian. How humorous! They can do anything to get Indian citizenship. Extremely humorous!

We consider the mistakes in your film to be unintended. Therefore apologize to us and correct the mistakes. Or else we will have to take different action.

Thank you.

বিষয়: বিবিধ

১১৭৫ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

179948
২০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৪৬
মাজহার১৩ লিখেছেন : এটা দিলেই কি বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে?
২০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৪৯
132950
সাদাসিধে ঝুলিওয়ালা লিখেছেন : তাজ্জব ব্যাপার তো! প্রতিবাদ জানানো আর দেশ স্বাধীন এক হয় কিভাবে? সকালে নাস্তা করেন নি বুঝি? Rolling on the Floor
২০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৫২
132955
মাজহার১৩ লিখেছেন : কিসের প্রতিবাদ?
ঐ সময় তো বাংলাদেশ নামে কোন দেশ ছিল না।
জয় হিন্দ।
২০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:০২
132964
সাদাসিধে ঝুলিওয়ালা লিখেছেন : বাঙালি নামে একটা জাতি ছিল এবং পূর্ব পাকিস্তান নামে একটি পরাধীন দেশ ছিল যা আমাদের বাপ চাচারা ৯ মাস যুদ্ধ করে স্বাধীন করার পর বাংলাদেশ নাম দিয়েছিল। তখন আপনার মতো ভারতীয় দালালরা বসে বসে আঙ্গুল চুসছিলো আর বন্দে মাতরম এবং জয় হিন্দ শ্লোগান দিচ্ছিল। আর সেটারই প্রতিবাদ করছি
২০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:০৬
132968
মাজহার১৩ লিখেছেন : বুকে হাত দিয়ে বলেন ভারত যুদ্ধ না করলে কি বাংলাদেশ স্বাধীন হইতো?
২০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:১৬
132982
সাদাসিধে ঝুলিওয়ালা লিখেছেন : প্রথমত, ভারত বাংলাদেশকে সাহায্য করেছে তা কোথাও অস্বীকার করা হয়নি।
দ্বিতীয়ত, ভারত বাংলাদেশকে সাহায্য করেছে অবশ্যই তাদের ফায়দা হাসিলের জন্য।
তৃতীয়ত, আপনি ভালো করে জানেন না এখানে আমরা কিসের প্রতিবাদ জানাচ্ছি। উক্ত চলচ্চিত্রে ভারতীয়রা আমাদের স্বাধীনতা যুদ্ধকে তাদের বলে চালিয়ে নিচ্ছে যা পুরো ইতিহাসকে বিকৃত করে। তাছাড়া তারা আরও দেখিয়েছে যে যুদ্ধের সময় বাঙালিরা বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল এবং বাঙালিরা নিজেদের ভারতীয় পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করে।
চতুর্থত, আপনার জয় হিন্দ শ্লোগানটা আমার পছন্দ হয়নি। আমি জয় বাংলা এবং বাংলাদেশ জিন্দাবাদ বলতেই স্বাচ্ছন্দ্যবোধ করি।
179996
২০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪৩
মাজহার১৩ লিখেছেন : ভারত এমন একটা সময়ে ছবিটি রিলিজ দিয়েছে যখন বাংলাদেশের বুদ্ধিজীবিরা এর প্রতিবাদ করতে পারবেনা। এমন সরকারকে ক্ষমতায় বসিয়েছে যখন সে বিরোধিতা করতে পারবেনা।
এক নষ্টপ্রজন্মকে তারা হাত করেছে যারা এই জন্য শাহবাগ চত্বরে সমবেত হবেনা।
আর ঐ সময়ে যারা যুদ্ধ না করে এখন মুক্তিযুদ্ধের চেতানার ফেরিওয়ালা যারা জাতিকে দ্বিধা বিভক্ত করেছে যুদ্ধের সময় ওপারে গিয়ে তারা যে লুচ্চামী করেছে সেই খারাপ ইতিহাসকে একটু ভিন্ন কায়দায় দেখিয়েছে।
সেই নেতাদের চরিত্রে সার্টিফিকেট ভারতের হাতে যে কারনে আজ স্বাধীন হয়েও আমরা পরাধীন। কারন হানিট্র্যাপে পড়া এই লোক গুলো ইচ্ছা থাকলে ও বিরোধিতা করতে পারবেনা বরং মাসোহারার বিনিময়ে তাদের এজেন্ট হিসেবে কাজ করবে।
২০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৩৩
133016
সাদাসিধে ঝুলিওয়ালা লিখেছেন : এই দালালরা সবসময় ছিলো, থাকবেও। তাইতো আমাদের কাজ হচ্ছে এদের মুখোশ খুলে দিয়ে সমাজের সামনে ন্যাংটো করে দেয়া।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File