অভিনন্দন বাংলার মাটি ও মানুষের পাশে দাঁড়ানোর জন্য

লিখেছেন লিখেছেন সাদাসিধে ঝুলিওয়ালা ২০ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:১২:৩৬ সকাল





চিনেন মানুষটিকে?

ইনি শাইখ সিরাজ।

তিনি ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আই’র প্রতিষ্ঠাতা পরিচালক ও বার্তাপ্রধান। তাঁর কৃষিবিষয়ক কার্যক্রমের ধারাবাহিকতায় দেশের সব পত্রপত্রিকা ও টেলিভিশনে কৃষিভিত্তিক কার্যক্রমের পরিধি বেড়েছে। তিনি বাংলাদেশ টেলিভিশন এর মাটি ও মানুষ নামক টিভি প্রোগ্রামের জনপ্রিয় উপস্থাপক ও কৃষি ব্যক্তিত্ব। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশে আধুনিক কৃষি ও বিভিন্ন উন্নত চাষ পদ্ধতি, কৃষি ব্যবস্থাপনা, বেকার ও শিক্ষিত যুবকদের কৃষিকাজে উৎসাহিত করা হতো। তিনি বর্তমানে 'হৃদয়ে মাটি ও মানুষ' নামে চ্যানেল আইতে সাপ্তাহিক অনুষ্ঠান উপস্থাপনা করেন। চ্যানেল আইতে জাতীয় সংবাদে প্রতিদিনের কৃষি সংবাদ চালুর মধ্য দিয়ে তিনিই প্রথম দেশের গণমাধ্যমে কৃষিকে প্রাত্যহিক গুরুত্বের মধ্যে নিয়ে আসেন। এর ধারাবাহিকতায় চ্যানেল আইতে একটি পৃথক ও বিশেষ বুলেটিন আকারে প্রচার শুরু হয় কৃষি সংবাদ।

প্রতিদিন টেলিভিশনে হাজারটা পঁচাগলা জিনিস প্রচার হলেও শাইখ সিরাজের কৃষি বিষয়ক এই অনুষ্ঠান গুলো বাংলার হাজারো কৃষকের উপকারে এসেছে। তাঁর কৃষি বাজেট আয়োজনের ফলে হাজারো কৃষকের অবহেলিত দাবীগুলো সরকারের কাছে গিয়ে পৌঁছেছে।

গতকাল ছিলো 'হৃদয়ে মাটি ও মানুষ' এর ১১ বছর পূর্তি।

অভিনন্দন হে বাংলার গৌরব।

বিষয়: বিবিধ

১১৩৯ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

179669
২০ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৫:১৯
তহুরা লিখেছেন :

179675
২০ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৬:২৬
শিকারিমন লিখেছেন : অভিনন্দন শাইখ সিরাজ কে।
179702
২০ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:২১
আওণ রাহ'বার লিখেছেন : এ মানুষটির প্রতি শ্রদ্ধা জানাই অনেক।
179709
২০ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:০৬
দ্য স্লেভ লিখেছেন : ধন্যবাদ
179738
২০ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:২৯
হতভাগা লিখেছেন : ইম্প্রেসিভ একজন মানুষ ।

উনাকে নোবেল দেওয়া যায় না ? বা কোন নাইট উপাধি ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File