বৎস, আবালদের দৃষ্টি অন্যদিকে ফিরাইয়া দাও

লিখেছেন লিখেছেন সাদাসিধে ঝুলিওয়ালা ১৯ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:৪৯:৩৪ রাত

গুরুঃ বৎস!

শিশ্যঃ জ্বে আজ্ঞে গুরু।

গুরুঃ আমি ওপারে বসিয়া থাকা আমার বন্ধুর সনে গোপনে ধ্যানে মগ্ন হইতে চাহিয়াছিলাম। বড়ই জরুরি ব্যাপার। কিন্তু এই আবালদের ভ্যান ভ্যান আর চিৎকার চেচামেচিতে কিছুতেই ধ্যানে মগ্ন হইতে পারিতেছিনা। তুমি উহাদের দৃষ্টি একটু অন্যদিকে ফিরাইয়া দাও।

শিশ্যঃ আজ্ঞে গুরু। এখনই করিয়া দিতেছি।

কিছুক্ষণ পর...

শিশ্যঃ হইয়া গিয়াছে গুরু।

গুরুঃ কি এমন কর্ম করিলে যাহাতে এতই দ্রুত কর্ম সাধন হইয়া গেলো?

শিশ্যঃ জ্বে, বাজারে জাওয়াহিরির ভিডিও ছাড়িয়া আসিয়াছি গুরু।

গুরুঃ অতি উত্তম, অতি উত্তম। এখন আমি নির্বিঘ্নে ধ্যানে যাইতে পারি।

কিছুক্ষণ পর গুরু চিৎকার করিয়া উঠিল।

গুরুঃ বৎস!! বৎস!!!

শিশ্যঃ কি হইয়াছে গুরু?

গুরুঃ ধ্যানে তো মগ্ন হইতে পারিতেছিনা। এখনও ভ্যান ভ্যান শোনা যাইতেছে। কাজ হইলোনা বুঝি।

শিশ্যঃ (অবাক হইয়া) কি বলিতেছেন গুরু? এমন তো হইবার কথা না। ইহাদের যাহা খাওয়াই তাহাই খায়। আমি এক্ষুনি আসিতেছি।

কিছুক্ষণ পর...

শিশ্যঃ একটু ধ্যানে উঁকি দিয়ে দেখেন তো গুরু এইবার কাজ হইয়াছে কিনা?

মুহূর্ত পর..

গুরুঃ হ্যাঁ, এইবার কাজ হইয়াছে। এমন কি করিয়া আসিলে বৎস যে ইহারা একদম চুপ হইয়া গেলো?

শিশ্যঃ জ্বে আল কায়েদার বাংলাদেশ শাখার প্রধানকে আমেরিকার অঙ্গরাজ্য টাঙ্গাইল হইতে গ্রেফতার করাইয়া দিয়া আসিয়াছি।

গুরুঃ অতি উত্তম, অতি উত্তম।

শিশ্যঃ এখন আপনি নির্বিঘ্নে ধ্যানে যাইতে পারেন। ওপারের দাদাকে কি টেলিফোন করিয়া ধ্যানে যাইবার জন্য তৈয়ার হইতে বলিব?

গুরুঃ তাহার আর দরকার পড়িবে না। উনি আমাদের তৈল গ্যাস নিয়া এতই চিন্তিত যে উনি সারাক্ষণই আমাকে উনার ধ্যানে খুঁজিতে থাকেন। আমি ধ্যানে ঢুকিবা মাত্রই উনার সাথে নেটওয়ার্ক কানেক্ট হইয়া যাইবে।

শিশ্যঃ জ্বে তা বটে, তা বটে।

http://www.facebook.com/shadashidhe.jhuliwala

বিষয়: বিবিধ

১১৮৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

179242
১৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৪:৫৪
শিকারিমন লিখেছেন : সিরাম সিরাম !!!!
179247
১৯ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৫:০১
মাটিরলাঠি লিখেছেন : Rose Rose Rose Rose
অসাম, অসাম।
179262
১৯ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৫:৩৫
দ্য স্লেভ লিখেছেন : বড়ই জবরজং হইয়াছে..... কথা সত্য..
179425
১৯ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:২২
হুদাই প্যাচাল বাক্স লিখেছেন : সিরাম গুরু

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File