সাদাসিধে ফিল্টার
লিখেছেন লিখেছেন সাদাসিধে ঝুলিওয়ালা ১৮ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:২৯:৩৫ সকাল
জাফর স্যারের "তোমরা যারা শিবির করো" নামক একটি লেখার প্রতিক্রিয়া এবং প্রতিবাদ জানাতে গিয়ে তানভীর আহমেদ আরজেল নামক এক ব্লগার ইটের জবাব পাটকেল দিয়ে দেয়ার জন্য ঐ একই আঙ্গিকে সম্পূর্ণ বিপরীতমুখী একটি লেখা লিখেছিলেন জাফর স্যার এবং উনার ভক্তদের উদ্দেশ্যে। আরজেল ভাইকে যারা ফলো করেন তারা হয়তো জানেন যে পরবর্তীতে স্যারের অতি উৎসাহিত মুখোশধারী ভক্তরা আরজেল ভাইকে আক্রমণ করেছিল। তিনি কিছুদিন হাসপাতালেও ছিলেন। কিন্তু তা ফলাও করে প্রচার করেনি কোনও মিডিয়া। (যদিও আসিফ মহিউদ্দীনের বেলায় পুরো উল্টো ঘটেছিল। সে মোটামুটি ফ্রন্ট পেইজেই ছিল)।
যাই হোক। জাফর স্যার আজকাল ধ্রোন নিয়ে বিশেষ ব্যস্ত থাকা স্বত্বেও সবাইকে এক অলৌকিক ফিল্টারের কেচ্ছা শুনাচ্ছেন। তাই আমি অতি উৎসাহিত হয়ে স্যারের ঐ অলৌকিক ফিল্টারকে চ্যালেঞ্জ করার জন্য আমার নিজস্ব একটি ফিল্টার তৈরী করলাম। আশা করি আমাকে স্যারের কোনও উৎসাহী ভক্ত এ্যাটাক করবেনা।
অজ্ঞাত কারণবশতঃ ফিল্টারে প্রথমেই স্যারকে ঢুকানো হলো। কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত স্যার এখনও বেরিয়ে আসতে সক্ষম হননি।
বিষয়: বিবিধ
১২২৯ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ আপনাকে।
জনাব স্যার এর ড্রোন একশ গজের আগেই ভুপাতিত হয়েছে।
আপনার মত ভালো না হলেও আমার একটা আছে।
Click this link
যে কোন দেশে যুদ্ধ লাগলে কয়েক ধরনের লোক পাওয়া যায়..........
তাদের একদল সাহসী লম্পট লোটেরা সুযোগ সন্ধানী.........
আরেক দল ভীরু কাপুরুষ যারা পালিয়ে যায়............
আমাদের ৭১ এ যারা এ দু দলের অন্তর্ভুক্ত ছিল বর্তমানে তারা আওয়ামী লীগ.........
এরা কেও ভারত পালিয়ে গিয়ে মদ আর নারী নিয়ে মওজ ফুর্তি করেছে.......
আর দেশে যারা ছিল তারা হিন্দু , বিহারী বাঙ্গালী অবাঙ্গালী সবার বাড়ী ঘর দুকান পাট লোট করেছে........
এরা না বীর মুক্তি যুদ্ধা না সাহসী ভাল মানুষ.........
যতসব চামারের দল দেশ প্রেমহীন চাটার দল চেতনার ব্যবসা করে...... তোদের এই চেতনার গুষ্টি কিলায়.........
মন্তব্য করতে লগইন করুন