জন্মদিন পালনেও নিষেধাজ্ঞা আসতে পারে

লিখেছেন লিখেছেন সাদাসিধে ঝুলিওয়ালা ২৪ অক্টোবর, ২০১৩, ০৬:১২:২০ সন্ধ্যা

১৫ই আগস্ট বেগম খালেদা জিয়াকে জন্মদিন পালন না করার জন্য আবারও অনুরোধ জানালেন প্রধানমন্ত্রী।

সূত্রঃ প্রথম আলো। ২৩/১০/২০১৩ ইং

আমরা সবাই এই মহিলাকে ভাল করেই চিনি। ভবিষ্যতে যখন দেখা যাবে বেগম খালেদা জিয়া তার অনুরোধ না রেখে জন্মদিন পালন করে যাচ্ছেন, তখন তিনি হয়তো ঐদিন জন্মদিন পালন করার উপর নিষেধাজ্ঞা জারি করবেন। যদি তাতেও কাজ না হয় তাহলে হয়তো ঐদিন জন্মদিন পালন না করার জন্য সংসদে আইনও পাশ করে ফেলবেন।

১৫ই আগস্ট জন্মদিন পালনের উপর নিষেধাজ্ঞার সাথে সাথে আরও যে যে সম্ভাব্য ব্যাপারগুলোর উপর নিষেধাজ্ঞা আসতে পারে তা নিম্নরূপঃ

# ঐদিন আপনি বিয়ে করতে পারবেন না।

# আপনি দাওয়াত খেতে যেতে পারবেন না।

# পরীক্ষায় ভালো রেজাল্ট আসলে পাড়ায় মিষ্টি বিতরণ করতে পারবেন না।

# সিনেমা দেখতে যেতে পারবেন না।

# শপিং করতে যেতে পারবেন না।

# আপনার ঘরে বাচ্চা জন্ম নিলে মিষ্টি বিতরণ করতে পারবেন না।

# গান শুনতে পারবেন না।

# ডেটিং এ যেতে পারবেন না।

# ঐদিন ঈদ হলে আপনি ঈদ উদযাপন করতে পারবেন না।

# জোরে হাসতে পারবেন না।

# কালো কাপড় ছাড়া অন্য কিছু পরতে পারবেন না।

# গাড়ির হর্ণ বাজাতে পারবেন না।

# পেট খারাপ থাকলেও টয়লেটে গিয়ে শব্দ করে হাগতে পারবেন না।

# জোরে পাঁদ মারা তো সম্ভবই নয় সেদিন।

সাদাসিধে মন্তব্যঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা,

আপনার পরিবার যেদিন নিহত হয়েছে সেদিন আপনি অন্যকে জন্মদিন পালন না করার অনুরোধ করছেন। কিন্তু আপনার দুঃশাসনের কারনে আজ যে লোকগুলো মারা যাচ্ছে তাদের মৃত্যুদিবসে আপনি কি করছেন?

# বিশ্বজিতের মৃত্যুদিবসে আপনি কি করছেন?

# তাজরিন গার্মেন্টসের কর্মীরা যে দিনটিতে আগুনে পুড়ে মারা যায় সেদিন আপনি কি করছেন?

# রানা প্লাজার মানুষগুলোর মৃত্যুদিবসে আপনি কি করবেন?

# আল্লামা সাঈদীর ফাঁসির রায়ে রাস্তায় বিক্ষোভ মিছিলে নিহত শতাধিক নিরীহ মানুষের মৃত্যুদিবসে আপনি কি করবেন?

# ৫ই মে কালো রাতে নিহত হেফাজতকর্মীদের মৃত্যুদিবসে আপনি কি করবেন?

# ২৮শে অক্টোবর ২০০৬ সালে আপনার সোনার ছেলেরা মিলে যে ছেলেটিকে পিটিয়ে মগজ বের করে হত্যা করলো, তার মৃত্যুদিবসে আপনি কি করছেন?

# সাগর রুনির মৃত্যুদিবসে আপনি কি করছেন?

# রাস্তার পাশে না খেয়ে প্রতিদিন যে মানুষগুলি মরছে তাদের মৃত্যুদিবসে আপনি কি করছেন?

# হাসপাতালে ভুল চিকিৎসায় অথবা বিনা চিকিৎসায় মারা যাওয়া লোকগুলোর মৃত্যুদিবসে আপনি কি করছেন?

# আপনি অথবা আপনার মন্ত্রীরা যখন গাড়ি নিয়ে বের হন, তখন রাস্তার দুপাশ ব্লক করে দেয়া হয় যতে আপনাদের গাড়ি বিনা বাধায় যাতায়াত করতে পারে। হাসপাতালে যাওয়ার পথে সেই জ্যামে পড়ে যে মহিলাটি সেখানেই বাচ্চা প্রসব করার সময় মারা গেলো, তার মৃত্যুদিবসে আপনি কি করছেন?

# প্রতি বছর হাজার হাজার লোক সড়ক দূর্ঘটনায় অথবা লঞ্চ দূর্ঘটনায় মারা যায়। তাদের মৃত্যুদিবসে আপনি কি করছেন?

# মাওলানা ভাষানীর মৃত্যুদিবসে কি করছেন?

# এম এ জি ওসমানীর মৃত্যুদিবসে কি করছেন?

# শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুদিবসে

কি করছেন?

# মেজর জিয়ার মৃত্যুদিবসে কি করছেন?

# সাত বীরশ্রেষ্ঠের মৃত্যুদিবসে কি করছেন?

# ত্রিশ লক্ষ শহীদের মৃত্যুদিবসে কি করছেন?

তাছাড়া প্রতি বছর বেশ ঢাকঢোল পিটিয়ে আপনি নিজেও জন্মদিন পালন করেন। সেদিন তো হাজার হাজার লোক নিহত হয়, শহীদ হয়। তো তাদের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে আপনি জন্মদিন পালন করেন কিভাবে?

বঙ্গবন্ধু সবার শ্রদ্ধার পাত্র। দেশের জন্য উনার অনন্য অবদানের কথা সবাই জানে। দ্বারে দ্বারে উনাকে শ্রদ্ধা দেখানোর জন্য আপনাকে ভিক্ষা করতে হবেনা। কেউ তার জন্মদিন পালন করলে যে জাতির জনককে অসম্মান দেখানো হয়ে যাবে তা শুধু এক প্রকার নিম্ন জাতের মাথামোটা কীটই ভাবতে পারে। বাঙ্গালীরা শ্রদ্ধা দেখাতে জানে। আর সেকারণেই আপনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর কন্যা না হলে হয়তো ১৭ দিন পর রানা প্লাজার ধংসস্তুপ থেকে রেশমার জায়গায় আপনিই বের হতেন অথবা শাহবাগে মাইক উচিয়ে লাকি আক্তারের স্থান দখল করতেন।

বাঙ্গালীরা খুবই আবেগপ্রবণ। সেই আবেগের সাথে জুয়া খেলা বন্ধ করার জোর দাবি জানাচ্ছি।

বিষয়: রাজনীতি

৯৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File