সরকার ও তার চ্যালাদের 'আন্তরিক' ধন্যবাদ।
লিখেছেন লিখেছেন আশিক রহমান ২৪ অক্টোবর, ২০১৩, ০৫:০৫:৪৬ বিকাল
আহা ৭১ টিভির মত আরেকটা চ্যানেল যদি থাকত । ইস বিএনপিতে যদি হাইলাইট করার মত কিছু থাকত :/ ! তাহলে সম্ভবত 'জামায়াত-বিএনপি'কে রাস্তায় নামব বলতে হত না ; তার আগেই রাস্তা তাদের হয়ে যেত O
উদ্দেশ্য তাদের যাই থাকুক এসব প্রচারণা কিন্তু জামায়াত-শিবিরের পক্ষেই যাচ্ছে ; আলহামদুলিল্লাহ্ । কতদিন পরে এই বিনোদন চ্যানেলে চোখ রাখলাম জানি না ; তবে মিনিট ৩ এ জানতে পারলাম খুলনা মহানগরীর প্রস্তুতির কথা । রিপোর্টার আর জামায়াত নেতার কথায় বিস্তর ফারাক থাকলেও অন্যরা তো কেউ জামায়াতের ভাষ্যই শুনাতে চায় না । :/
তা যাই হোক । জামায়াত-শিবিরের এ প্রস্তুতি সরকারের অবদান । গত পৌনে ৫ বছরে ৯৫টি মামলায় কয়েক হাজার নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে ; আর সেখান থেকে তাদের 'কারাভীতি' কেটে যাওয়ার পাশাপাশি 'মনোবল' অনেক বৃদ্ধি পেয়েছে । খালেদা জিয়ার জনসভায় তাদের ব্যাপক উপস্থিতি প্রমাণ করে জামায়াত সেখানে বর্তমানে ভালো অবস্থানে আছে । যদিও সংবাদ পাঠিকার ভাষ্য সংগঠিত হওয়ার চেষ্টা করছে জামায়াত-শিবির :p । ভাবটা এমন যেন অসংগঠিত ছিল কখনো কিংবা ছিন্নভিন্ন হয়ে গেছিল তারা । মোটের উপর সরকার পতন আন্দোলনে থানা এবং ওয়ার্ড পর্যায়ে জামায়াতের যে প্রস্তুর খবর প্রচার করা হয়েছে ; তার অর্ধেকটা যদি বিএনপির দেখানো হত তাহলে হয়ত কাল খুলনায় আর বিএনপি-জামায়াতকে নামতে হত না ; এমনিতেই খুলনা তাদের হয়ে যেত । লীগের সন্ত্রাসীদের প্যাদাতে কিংবা খ্যাদাতে হত না ; আগেই দেশান্তরী নয়ত স্বেচ্ছায় কারা অন্তরিন হত ।
প্রচার মাধ্যমের উদ্দেশ্য অনুযায়ই কি সবসময় গণ মানুষকে প্রভাবিত করা যায় ? যায় না । উদ্দেশ্যের বিপরীত প্রচারণাও হয়ে যায় ।
বিষয়: বিবিধ
১১৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন