সরকার খুবই আন্তরিক প্রধান বিরোধীদলকে সাথে নিয়ে নির্বাচন করার জন্য Winking আরও বেশি আন্তরিক বিরোধীদলের কথা শোনার জন্য Winking Winking Winking

লিখেছেন লিখেছেন আশিক রহমান ২০ অক্টোবর, ২০১৩, ০১:১২:১১ দুপুর

আজ রবিবার বিকেল ৩টায় পূর্বঘোষিত সম্মিলিত পেশাজীবী পরিষদের জাতীয় কনভেনশনে বক্তৃতা করবেন অথবা উপস্থিত থাকবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ।

আমি কিছুতেই বুঝছিলাম না, এটা কেন 'সর্বশেষ' সংবাদ হিসাবে ঘণ্টার পর ঘণ্টা টিভি পর্দার ট্রেলারে দেখানো হচ্ছিল OHappy । কারণ তিনি যে সেখানে প্রধান অতিথি তা তো সেই কবেই রাস্তায় রাস্তায় ব্যানার আর পোস্টারে জেনেছি ।।

অবশেষে বুঝতে পারলাম মিডিয়ার কাছে 'তথ্য' ছিল "ডিএমপি এই ঘরোয়া সমাবেশের অনুমতি বাতিল করে দিবে !" এখন সেটাই দেখছি :/ কিন্তু ওনাদের হয়ত ধারণাই ছিল না......... !

একটা হল রুমে সভা সমাবেশ করা যাবে না !!! এরচেয়ে 'স্বৈরাচারী' সিদ্ধান্ত আর কি হতে পারে ?

>>অদ্য সংবাদঃ- - সকাল ১০টা থেকে বিপুল সংখ্যক পুলিশ সদস্য কনভেনশনের ভেন্যু বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ঘিরে রেখেছে । - কনভেনশনের ভেন্যুর অনুমতি বাতিলের কথা জানিয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র কর্তৃপক্ষ ।

মন্তব্য একটাইঃ সরকার খুবই আন্তরিক প্রধান বিরোধীদলকে সাথে নিয়ে নির্বাচন করার জন্য Winking আরও বেশি আন্তরিক বিরোধীদলের কথা শোনার জন্য Winking Winking Winking

আসুন প্রতিক্রিয়া জানানোর জন্য স্থায়ী কমিটির একটা সভা আয়োজন করি । ওহ ! সভা সমাবেশ তো নিষিদ্ধ :/ । তাহলে Surprised ? সরকারকে 'দায়িত্ব' দেই বিএনপিকে পরিচালনার জন্য Winking

বিষয়: বিবিধ

১০৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File