জরিপ !!!? নাকি কুশলী পরিবেশনা।
লিখেছেন লিখেছেন আশিক রহমান ১০ অক্টোবর, ২০১৩, ১২:৩৩:০৪ দুপুর
কথিত জরিপের বিশ্বাসযোগ্যতা/ গ্রহণযোগ্যতা নষ্ট করার জন্য এটাই যথেষ্ট যে, জামায়াত তাঁর নিজ ঘরেই জন সমর্থন হারাইছে ২৩%।
ইহা একটু 'কুশলী' পরিবেশনা ।। যেন- বিম্পি বলিতে পারে, আপনাদের তো অবস্থা ভয়াবহ খারাপ । এরপরও কি করে ......... আম্লীগ বলিতে পারে, আপনারাই বলেন এই ফলাফল কি গ্রহণযোগ্য যেখানে বিম্পির সমাবেশটাই করে দেয় জামায়াত-শিবির, এত ধরি এত মারি তাও বাড়ছে বৈ কমছে না । আগে পাড়ায় মহল্লায় জামায়াত-শিবিরের সমর্থক পাওয়া যেত না, সেখানে এখন ঘরে ঘরে আমরা তাদের দ্বারা প্রতিরোধের স্বীকার হচ্ছি । দাদা মহমোহন সেই বছর ২ আগেই জানাল বেড়ে ২৫% ছাড়িয়ে গেছে, আগামী নির্বাচনের পরে কিনা লেখে সেটা এখন ৫২% আর এরা.........
আপনারাই বলেন ?
সবাইকে কি আর তুষ্ট রাখা যায় বলুন । জাপার কমেছে এটা লিখতে হলে জামায়াতকে কমিয়ে না লিখলে চলে বলুন।
মতিভ্রম নিয়ে মাতি না ।। জনতার ৯৪% নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চায়, জামায়াতের জনসমর্থন অতীতের যেকোন সময়ের চেয়ে অনেক অনেক গুণ বৃদ্ধি পেয়েছে । সেটা এখন ৩২%+ । দ্বিধান্বিত হলে একুশে টিভির 'জনতার কথা'য় চোখ রাখুন ।।
বিষয়: বিবিধ
১০৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন