ব্যাক ফায়ারেই বিনাশ হবে আওয়ামীলীগের 'দম্ভ' ইনশাআল্লাহ্।
লিখেছেন লিখেছেন আশিক রহমান ১০ অক্টোবর, ২০১৩, ১২:৫৮:১৪ রাত
২৫ তারিখের পরে বিএনপি উল্টে ফেলবে সেই আশায় মোটেও আশাবাদী নই, তবে চিরাচরিত 'ব্যাক ফায়ারে'র মাধ্যমেই আওয়ামীলীগ চরম ভাবে বেকায়দায় পড়বে এবং জনতার বিজয় হবে ইনশাআল্লাহ্ ।
আওয়ামীলীগ সরকার গঠনের পর থেকে বিরোধীদলকে নির্মূল করতে চরম আত্ম বিশ্বাসের সাথে একের পর এক কার্ড ছেড়েছে । আল্লাহ্র অপার কৃপায় কোন কার্ডই তারা তুলে নিতে পারে নি । প্রতিটি পদক্ষেপ ব্যাক ফায়ার করেছে ।।
এক তরফা নির্বাচন করতে গেলে, বিএনপিকে সেই নির্বাচন প্রতিহত করতে হবে না । এটাও এমন ভাবে ব্যাক ফায়ার করবে, যে মহা বিস্ফোরণে আওয়ামীলীগ পরিচয় দেয়ার লোক খুঁজে পাওয়া যাবে না । যদিও সে ফোঁড়ন বিস্ফোরণেই ইন্দোনও এই বিম্পি হতে পারবে বলে মনে হয় না, তবে ফায়দা লুটতে বহুজনের মাঝে তাদের থেকেই অগ্রণী ভূমিকায় থাকবে কিছু কাপুরুষ কুলাঙ্গার :/ ।
ব্যাক ফায়ারেই বিনাশ হবে আওয়ামীলীগের 'দম্ভ' ইনশাআল্লাহ্।
বিষয়: বিবিধ
১১৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন