(PDF) শেক্ওয়া-জওয়াবে শেক্ওয়া ::: ডঃ আল্লামা ইকবাল
লিখেছেন লিখেছেন সূর্যের পাশে হারিকেন ১২ এপ্রিল, ২০১৫, ১০:৫১:১৭ সকাল
আগের পোস্টটি সরিয়ে এখানে শেক্ওয়া ও জওয়াবে-শেক্ওয়া এর পুরো পিডিএফ বইটির ডাউনলোড্ লিংক এ্যড্ করে দিলাম।
মুসলমানদের আজকের এই দুর্গতি নিয়ে কি আপনি চিন্তিত? মুসলিম উম্মাহ'র এই দুর্দশায় কি আপনি মর্মাহত? তাহলে এই ছোট কবিতার বইটি অন্তত একবার হলেও পড়ে দেখার অনুরোধ রইলো। আপনার মনের ভিতর ঘোরপাক খাওয়া অনেক প্রশ্নের জবাব পেয়ে যাবেন।
--------------------------------------------------------
শেক্ওয়া ও জওয়াবে-শেক্ওয়া - অনলাইনে পড়ুন এখানে ক্লিক করে (মিডিয়া ফাইয়ার এ)
--------------------------------------------------------
সরাসরি পিডিএফ ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন - (শেক্ওয়া ও জওয়াবে-শেক্ওয়া) (5.22 MB)
--------------------------------------------------------
** কাভার ইমেইজটি নেট থেকে সার্চ করে নিয়ে একটু ফটোশপিং করে এ্যড করে দেয়া হয়েছে।
ডেডিকেটেড্ টু মাই লাভলি খালামুণি - ব্লগার সন্ধাতারা
বিষয়: বিবিধ
৯৫২৮ বার পঠিত, ৮৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ওনার কথাগুলো আমার খুব প্রিয়। আমার বড় মামা আল্লামা ইকবালের ভক্ত হয়েই তার ছেলের নাম রাখলেন ইকবাল।
অনেক ধন্যবাদ হ্যারি ভাই।
তোমার ভালোলাগা অনুভূতির অমূল্য দান খালাম্নি সবসময় কৃতজ্ঞচিত্তে স্মরণে রাখবো ইনশাআল্লাহ।
আমার অনেক প্রিয় ব্যক্তিটিকে নিয়ে পোষ্ট দেয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
তোমার জন্য অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।
সেইসাথে খালাম্নির জন্য বেশী বেশী করে দোয়া করার বিশেষ অনুরোধ থাকলো ।
কেমন আছো মাই লাভ্লি সান?
আপনার জন্যও দোআ করি।
ঈমানী মজবুতির জন্যে হলেও আল্লামা ইকবালের শিকওয়া ও জওয়াবে শিকওয়া পড়া দরকার।
অনেক দিন পর এসে সুন্দর শেয়ারে ধন্যবাদ ও জাযাকাল্লাহ জানাচ্ছি!!
ok ok ok ok ok ok ok ok
@জান্নাতের পিতাজ্বী - আপনাদেরকে ছেড়ে একা খাবো ... একথা ভাবলেন কি করে?
তা..... তোমার নীলপরীর কি খবর, আমুসি?
Click this link অলসতার কাহিনী দিয়েই শুরু...
পৃথিবীর কিছু জায়গায় আমার যাওয়ার ভীষণ ইচ্ছা। তার মধ্যে ইরানের সিরাজ নগর অন্যতম। কারণ শেখ সাদী সিরাজ নগরে জন্মগ্রহণ করেছিল।
শুধু অতীত স্মৃতি ধুয়ে ধুয়ে মুসলমানরা পানি খাওয়ার তালে আছে।
ইয়া আল্লাহ মুসলমানদেরকে আবার সে শক্তি ফিরিয়ে দাও। তোমাকে আল্লাহ উত্তম প্রতিদান দিক।
হ্যাঁ, আরও অনেক পেইজ আছে! এটা শেকওয়া’র অংশ, জওয়াবে শেকওয়া পুরোটাতো বাকি এখনও। তুমার কাছেতো বইটা আছে, খুলে পড়ে নাও। অসাধারন একটা কবিতা। ১০০% শিক্ষনীয়। @আমুসি
চমৎকার কবিতা পোস্টের শেয়ার এর জন্য শুকরিয়া!
লাব পে আতি হে দুআ - এই ইসলামি সংগীত টাও মনে হয় আল্লামা ইকবেলের লিখা!
জাযাকাল্লাহু খাইর!
তোমাকেও অনেক অনেক ধন্যবাদ মাই লাভ্লি সান।
মনিরুদ্দিন ইউসুফ এর অনুবাদ আরো ভাল।
ধন্যবাদ ভাইয়া আপনাকে
পুরান হলেও অসুবিধা নেই ভাইয়া! 150 dpi তে স্ক্যান করে ইমেইজ ফরম্যাটে পাঠিয়ে দিন এই ইমেইলে। দাগ বা অন্য কিছু রিটাচ্ করতে হলে আমি করে পিডিএফ বানিয়ে আপনার জন্য পাঠাবো, ইনশা আল্লাহ্। @রিদওয়ান কবির সবুজ ভাইয়া
শুধু শেয়ার করলে হবে! পালন করতে হবে..
তাই তো! আপনি তো পুস্প না যে নীরব বসে থাকবেন! ব্লগে যেন লেখা দেখি নিয়মিত
মডু আপি, অনেক ধন্যবাদ আপনাকে।
হুম... নীরব বসে থাকবো কেনু, কান্না করবো বেশি বেশি করে।
যাজাকাল্লাহু খাইর ফিদদুনিয়া ওয়াল আখিরাহ্
বারকাল্লাহু ফী হায়াতুক।
স্যার.... আমিও আপনার জন্য দোআ করি, আশা করি আপনিও আমা কে অন্তর্ভুক্ত করবেন আপনার দোআয়।
........ ফী আমানিল্লাহ্ ।
যাইহোক অনেক খুশি লাগতেছে আপনার কমেন্ট দেখে। আলহামদুলিল্লাহ্
আর এমনিতেও এটাতো আপনার লিখা না তাই না?:
শুকরিয়া জাজাকাল্লাহু খাইরান।
অনেক ধন্যবাদ।
পিলাচ + হাতুড়ি
মন্তব্য করতে লগইন করুন