বিয়ের নাশীদ -- ইশরাত জাহান রুবাইয়া আপু ও মাহমুদ আরিফ ভাইয়ার জন্য (ভিডিও পোস্ট)
লিখেছেন লিখেছেন সূর্যের পাশে হারিকেন ২৩ নভেম্বর, ২০১৪, ০৪:২৬:১৩ বিকাল
সবাই যাচ্ছে ইশরাত জাহান রুবাইয়া আপু ও মাহমুদ আরিফ ভাইয়ার বিয়েতে -- মিষ্টি নিয়ে আবার কেউ উপহার নিয়ে, কেউ যাচ্ছে হাতুড়ি নিয়ে! কেউ আবার ফাঁকি দিচ্ছে অনিবার্য কারণ দেখিয়ে। তবে আমি কিন্তু ফাঁকিবাজ নয় তাই আমিও যাচ্ছি সুন্দর মন ভুলানো কিছু বিয়ের নাশীদ নিয়ে অতিথি আপু ও ভাইয়াদেরকে আনন্দ দেয়ার জন্য এবং লোডশেডিং এর সময় হারিকেন এর আলো দিয়ে মেহমানদেরকে স্বাগত জানানোর জন্য! কথা দিচ্ছি লোডশেডিং এর সময়ে উনারা অন্ধকারে থাকলেও হারিকেন উনাদের রুমের দিকে যাবো না!
অভিনন্দন শাদী মোবারক হো ইশরাত জাহান রুবাইয়া আপু ও মাহমুদ আরিফ ভাইয়া। সুন্দর হোক আপনাদের নতুন পথ চলা। আল্লাহ্ সুবহানাহু ওয়াতা’আলার সাহায্য কামনা করি প্রতি মুহুর্তে আপনাদের নতুন জীবন যেন হয় মধুময়। আল্লাহ্ সুবহানাহু ওয়াতা’আলা যেন সন্তুষ্ঠ হোন আপনাদের উপর।
বিষয়: বিবিধ
২৯৯৮ বার পঠিত, ১০০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হায় আল্লাহ্ আমার ভাইয়াটাকে রক্ষা করেছো, তাই শোকরিয় আদায় করছি তোমার....... আলহামদুল্লিাহ্।
খালামণি, চিন্তা করবেন না, আপনি ও ভাইয়া অতি ভাগ্যবান, তাই ভাইয়ার জান হিফাজত করেছে আল্লাহ। বিপদটা কেটে গেছে মালের উপরথেকে।
আল্লাহ আপনার ছেলেকে দ্রুত সুস্থ করে দিন। আমীন।
ছালসাবিল লিখেছেন : ফীলিং লাভ
আত্মত্যাগ বহন করে সেই পরিচয়
পার্থিব জীবন সেতো নয় সংঘাত মুক্ত
সংসার মানেই কিছু প্রাপ্তি কিছুটা অভুক্ত....
সংসারের সব রূপকে খুশি মনে মেনে নিয়ে হাতে হাত রেখে চলার তাওফীক দিন আল্লাহ রাব্বুল আলামীন এই নব দম্পত্তিকে। আমীন।
সংসারের সব রূপকে খুশি মনে মেনে নিয়ে হাতে হাত রেখে চলার তাওফীক দিন আল্লাহ রাব্বুল আলামীন এই নব দম্পত্তিকে। আমীন।
বিয়ের নাশীদের জন্য আপনাকে ধন্যবাদ।
তবুও ধণ্যবাদ ভাইয়া, কমেন্ট করার জন্য
বউ আমার একখান
কথায় কথায় অভিমান
নিত্য চায় আদর
আমি হ্যারি কাতর
বল কি করি!
বউ গলার দরি
যদি সমাধান !
থাকেন করেন দান ।
বিয়া করার এই এক গুন
পান ক্ষেতে যেমন চুন !
বিয়া করেন আর ভাবীকে নিয়ে স্বপ্নের রাজ্যে হারিয়ে যান । দেখবেন কেমন কবিতা বের হয় । ব্লগে আপনার কবিতার যন্রনায় ব্লগাররা ব্লগ ছাড়তে বাধ্য হবে
সুন্দর গানগুলো শেয়ার করার জন্য আপ্নাকেও ধন্যবাদ
বুড়ো মানুষ হিসেবে চুপি-চুপি শেয়ার করছি- বিয়ে আসলে দিল্লি কা লাড্ডু!বিয়ে না করে যেমন পস্তাইছেন,করার পরও তেমনি পস্তাবেন!তাই বিয়ে নিয়ে আপনারা পিচ্চিরা যেভাবে উদগ্রীব তা সচেতন আমাকে ভীষণ ভাবাচ্ছে!
নতুন বিবাহিতদের জন্যে বেদনাময় শুভ কামনা জানালাম!
“বেদনাময় শুভ কামনা” জানানোর জন্য এই নেন
ওহে ভাবি নাতনী জামাই!
আপনার প্রস্তাবে আমি চার পায়ে খাড়া!
গুণহীন আমি-র নাতনী অবশ্যই গুণীই হবে ইনশা আল্লাহ! আমার ভাগেরটুকুও ওর মাঝেই থাকবে!
তবে এর জন্যে আরো ২০/২২বছর ইন্তেজার করা লাগতে পারে!!*- *-
এতো ধৈর্যহীন হইলে চইলতো না! আমার নাতনী জামাই এমন 'বিয়া পাগল' হুনলে,এমনিতেই মানুষের লগে কতা বন্ধ হইবে!স্কচটেপ মারুন লাগতো না!!
বিয়ের ছবি
কপাল ভালো এক খান বিয়ের দাওয়াত পাইলাম ।
মাপ চাই, আর জ্বালা বাড়াস না ভাই!
ও...এই কাণ্ড হয়েছে তাহলে??? মাশাআল্লাহ!!!
উনাদের সাথে কি আমাদের আর দেখা হবে নাহ...
আচ্ছা ঠিকাছে...
hoat happened SpH?
মন্তব্য করতে লগইন করুন