এত কি সোজা? -- বক্র মনের লাগাম টানা?
লিখেছেন লিখেছেন সূর্যের পাশে হারিকেন ০১ নভেম্বর, ২০১৪, ০৬:১১:২০ সকাল
পড়বো পড়বো করেও কভু পড়া হলো না
দেখবো শিখবো বলেও কিন্তু শেখা হলো না
ব্যস্ত জীবন ব্যস্তই রইলো ফুরসত হলো না
জানার বুঝার ঘাটতি থাকায় মানাও হলো না।
ব্লগ পড়ার সঠিক সংখ্যা নেই আমার জানা
কুর’আন তাফসীর সামনে থাকে তবুও পড়ি না
কমেন্ট পড়লে যে মজা, তা হাদীসে পাই না
দুঃসাধ্য হচ্ছে কেন মনের লাগাম টানা?
আচ্ছা! ........ বক্র মন কি জানে না?
মৃত্যুর কোন নির্দিষ্ট সময় থাকে না!
তবুও কেন অলস বিবেক জেগে উঠছে না?
কুর’আন হাদীস পূর্ণভাবে মেনে চলছে না?
যায় চলে যায় সময় কিন্তু থেমে থাকবে না!
শৈশব কৈশোর শেষ, যৌবনও রবে না।
বার্ধক্যে কান্না করলে অতীত ফিরবে না।
এখনই সময় তাওবা করার --- নয়তো নাজাত মিলবে না।
বিষয়: বিবিধ
২২৩৭ বার পঠিত, ৭১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনুভূতি কে নাড়িয়ে দেয়া সুন্দর কাব্য!
কিছুক্ষণ পরেই কেমন ভোঁতা হয়ে যায় উপলব্ধিরা!
m/ m/ m/
আপনাকে অসংখ্য ধন্যবাদ পড়ে কমেন্ট করার জন্য!
ভেবো না আবার কুইক কমেন্ট করেছি। খুব সুন্দর লিখেছ! অসাধারণ অনুভূতি! ভালো লাগা রেখে যাচ্ছি।
খুব্বি ভালো লাগলো আপনার উপস্থিতি দেখে। থ্যাংক্স এ্যা লট মামা।
সবি জানি কিন্তু----------------
May Allah give us this sorts of power, patience and strength to control ourselves in all times. আমীন
কবরে কি নিয়ে যাচ্ছি আমরা...
এই আয়াতটা মনে পড়তেছে শুধু।
وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ ۖ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ
আর আমরা তো নিশ্চয় মানুষ সৃষ্টি করেছি, আর আমরা জানি তার অন্তর তাকে কী মন্ত্রণা দেয়, আর আমরা কন্ঠশিরার চেয়েও তার আরো নিকটে রয়েছি। (৫০:১৬)
কিন্তু কিছুক্ষণ পরেই এই বোধটা ভোঁতা হয়ে যায় কেন?
দেখবো শিখবো বলেও কিন্তু শেখা হলো না
ব্যস্ত জীবন ব্যস্তই রইলো ফুরসত হলো না
জানার বুঝার ঘাটতি থাকায় মানাও হলো না।
সুন্দর
কেন জানি তার পরও উল্টো পথে চলি।
মহান আল্লাহ আমাদের রহম করুক (আমিন)
রম্যরসে সুন্দর উপদেশ, অনেক ধন্যবাদ হ্যারি ভাইয়া.।।।
আফসোস, আমরা সবই জানি,
কেন জানি তার পরও উল্টো পথে চলি।
মহান আল্লাহ আমাদের রহম করুক (আমিন)
আপনার চিন্তার জন্য ধন্যবাদ থাকল--
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ
আমার এবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি। (৫১:৫৬)
এখন আপনি দুনিয়াতে চলার জন্য মসজিদের ইমাম বা ডাক্তার যাই হয়ে জীবিকা সন্ধান করেন না কেন সৃষ্টিকর্তা-আল্লাহ’র (আপনাকে সৃষ্টির) উদ্দেশ্যকে যেন কোন অবস্থাতেই অগ্রায্য করা না হয় সে ব্যাপারে সচেতন থাকতে হবে।
আপনি নিঃসন্দেহে আমার চেয়ে বেশি জানেন। আমার জন্য হেদায়তের দোআ করার অনুরোধ রইলো।
তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া..... সুন্দর পরামর্শ দেয়ার জন্য {{--নিজেকে এই কষ্টের জালে আবদ্ধ না রেখে নিজেকে মেলে ধরে ভালবাসার আলোতে সবাইকে কাছে টেনে নিয়ে পথ চলার জন্য--}} @এবেলা ওবেলা ভাইয়া
প্রতিদিন এরকম একটা করে কবিতা চাই ।যাতে আমাদের মনে বধোদয় হয় ।
জাজাকাল্লাহ খায়ের ভাইয়া ।
দুর্ভাগ্য আমাদের....... আমরা হাদীস কুরআন পড়ি - অর্থ ব্যাখাসহ, কিন্তু বাস্তব জীবনে মেনে চলি না যথাযথভাবে! আর এই মেনে না চলার স্বপক্ষে হাজারো যুক্তি(!) পেশ করি আমরা নিজে নিজে!!
হে আল্লাহ্ - আমাদের সবাইকে বাস্তব জীবনে পরিপূর্ণভাবে কুরআন হাদীস মেনে চলার তৌফিক দান করুন।
আপনার সুন্দর কমেন্টের জন্য যাজাকিল্লাহু খাইর ......... "এই বোধোদয় জাগরুক থাক আমাদের অন্তরে সারাক্ষণ ...."
যায় চলে যায় সময় কিন্তু থেমে থাকবে না!
শৈশব কৈশোর শেষ, যৌবনও রবে না।
বার্ধক্যে কান্না করলে অতীত ফিরবে না।
এখনই সময় তাওবা করার --- নয়তো নাজাত মিলবে না।
হে আল্লাহ, আমাদের সঠিক পথে চলার ও আমল করার তৌফিক দান করুন। আমীন।
হে আল্লাহ, আমাদের সঠিক পথে চলার ও আমল করার তৌফিক দান করুন। আমীন।
তার পরেও না বোঝার ভান করি,
যেমন, একটি উদাহরন আমি দিতে পারি।
----------
প্রশ্ন করি, যুবক তুমি দাড়ি কেন নাহি রাখো?
বলবে তখন, দুনিয়াবি সমস্যা আছে দেখো।
দুনিয়া তোমার কাছে বড়, আখেরাতের চেয়ে,
কিলাভ হবে তোমার দারা আখেরাতকে চেয়ে?
---------
প্রশ্ন করি, যুবক তুমি প্যান্ট টাখনুর নিচে কেনু রাখো?
বলবে তখন, সবাই আমায় খ্যাৎ বলবে দেখো।
সবার কথা তোমার কানে বাজবে বড় বেশ,
আখিরাতে জীবন তোমার তাহলেই তো শেষ।
-----------
প্রশ্ন করি, যুবক তোমার সুন্না মানতে কেন বাধা?
বলবে তখন, সময় আছে মানবো সামনেই দাদা।
হায়রে যুবক, দুনিয়াটা তোমার সামনে বেশ,
আখেরাতের ১৬আনা তোমার কিন্তু শেষ।
-----------
-ইমরান ভাই
আল্লাহ্’র কাছে দোআ করি যেন আমাদের সবাইকে ফরজ, ওয়াজিব, হালাল হারাম যথাযথভাবে জেনে বুঝে মেনে চলতে পারার তৌফিক দান করুন। সাথে সাথে সুন্নাহ্ কেও আকড়ে ধরতে পারার মতো ঈমানী শক্তি দান করুন। বিদআত শিরক থেকে মুক্ত রাখুন।
তার পরেও চেষ্টা করো সেটাই হবে শেষ।
চেষ্টা ছাড়া পারেনি কেউ কোন কিছু করতে,
আল্লাহ তোমায় দিবেন বরকত, এটাই তোমার শেষ।
আল্লাহ তোমার ভালো করুন, এটাই দুআ করি।
তারপরেও তোমার সাথে নিলাম আমি আড়ি।
যদি,বিয়ার পাত্রি এমন মেলে, যে চায়না দাড়ি।
কি করবা তখন তুমি, বল তাড়া তাড়ি।
--------
রাগ করেনা রাগ করেনা ওরে ওরে খোকা,
তোমার জন্য এত চিন্তা কেন করে এই বোকা।
শুধু ইমো দিলে কেন
লিখতে তোমার এত কষ্ট,
আগে জানতুমনা কেনু
-----------
যাক, কুমারী মেয়েদের নীরবতাই হচ্ছে সম্মতী
ঠিক ঠাক দিখে নিওওওওওও
এখানে একটু দেখ প্লিজ Click this link
মহান রাব্বুল আলামিন সময় থাকতে আমাদের তওবা করে ফিরে আসার তৌফিক দান করুন। --- আমীন।
সত্যি কেন এমন হয়????
কোরআন হাদীস পড়ায় মজা পাইনা, পাই কথা বলায় আড্ডাবাজিতে, মন্তব্য প্রতিমন্তব্যে, চ্যাটিং আর গসিপে।
বক্র মন সোজা বর্তমান বহমান নষ্ট সময়ে সহজ কাজ নয় কিন্তু অসম্ভব নয়। হারিকেন যেমন সূর্য থেকে ধার করা আলো দিইয়ে বিডি ব্লগ কে আলোকিত করে রাখছে, তেমনি বক্র মন কে সোজা করাও তার পক্ষে অসম্ভব নয়।
জানি তুমি পারবে হারিকেন ভাই!
আমিও পারছি না বক্র মন এর লাগাম ধরে রাখতে। নাফস বোধহয় বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে দিন দিন। আমার জন্য দোআ করবেন ভাইয়া।
আবারও সুন্দর শোকরিয়া জানাচ্ছি- যাজাকাল্লাহু খাইর
মন্তব্য করতে লগইন করুন