ডিয়ার সম্পাদক/মডারেটর/এ্যডমিন, দয়া করে (সন্তোষজনক ও গ্রহণযোগ্য) শান্তনা দিন
লিখেছেন লিখেছেন সূর্যের পাশে হারিকেন ০১ অক্টোবর, ২০১৪, ১১:১৩:৪১ রাত
আমার ব্লগের প্রথম ৯টি পোস্টে (আগে যেগুলোতে ৯০ টিরও বেশি কমেন্ট ছিল) এখন একটা কমেন্টও নেই! আমিতো একটা মন্তব্যও ডিলিট করিনি। ব্লগের কোন ট্যোনিক্যাল সমস্যা, নাকি অন্য কোন কারনে এমনটি হয়েছে, ঠিক বুঝা যাচ্ছে না।
যেসব পোস্টে ৯০+ কমেন্ট ছিল, সেখানেও এখন ০ কমেন্ট। যেমন - এখানে ক্লিক করে আমার ব্লগ পেইজে যেয়ে দেখুন, ব্লগলিষ্টে কমেন্টের সংখ্যা ঠিকই দেখাচ্ছে, কিন্তু পোস্ট ওপেন করার পর একটা কমেন্টও নেই, শুণ্য মন্তব্য দেখাচ্ছে (০ টি মন্তব্য)।
আমরা সবাই জানি, বেশির ভাগ পোস্টে দেখা যায়, মূল পোস্টের কন্টেন্ট এর চেয়ে মন্তব্য ও প্রতিমন্তব্যগুলোতে বেশি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসে। (হাসি/মজা করার ফানি পোস্টের ক্ষেত্রেও একই)।দুখেঃর বিষয় কয়েকদিন আগেও দেখছিলাম সবগুলো কমেন্ট পোস্টে শোভা পাচ্ছে, কিন্তু এখন আর নেই এত শত শত মন্তব্য মুহুর্তেই কোথায় জানি হাওয়া হয়ে গেল! আমি মনে করি এ দুর্ঘটনার সন্তোষজনক ও গ্রহণযোগ্য জবাব একমাত্র সম্মানিত সম্পাদক, মডারেটর, এ্যাডমিন মহোদয় ছাড়া আর কারও কাছে নেই। তাই অনুরোধ করছি সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষকে --- দয়া করে কিছু একটা বলুন। সম্ভব হলে মন্তব্যগুলো রিকভার করে আগের জায়গায় বসিয়ে দিন।
বিভিন্ন ব্লগারের মন্তব্য ও প্রতিমন্তব্যগুলো অনেক সময় মুল পোস্টের চেয়ে লম্বা, তথ্যবহুল ও যুক্তিনির্ভর হয়। এমন সব গুরুত্বপূর্ণ কমেন্টগুলো যদি ডিলিট করে দেয় (কিংবা ডিলিট হয়ে যায়) তাহলে আর পোস্ট লিখে (কমেন্ট করে) কী লাভ?
এ ঘটনা চোখে পড়ার পরথেকে মন্তব্য করতেও বিতৃঞ্চাবোধ করছি আমি।
বিষয়: বিবিধ
২১৯৪ বার পঠিত, ৯২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সম্মানিত মডারেটার, আপনারা সমীচিন মনে না করলে, এই পোস্ট রিমোভ করে দিতে পারেন। তবে থাকলে মনেহয় অন্যান্ন ব্লগাররাও সমস্যাটা বুঝতে সক্ষম হবেন।
] ]
ধয্য ধরে থাকি দেখাযাক কবে ঠিক হয়
তবে তোমার উপস্হিত বুদ্ধি খুব ভালো লাগলো, সাথে সাথে এই পোস্ট না দিলে আসলেই সবার বুঝতে কষ্ট হত! মডারশনকেও ধন্যবাদ সাথে সাথে তোমাকে রেসপন্স করেছে!
শুভকামনা সহ শুভেচ্ছা রইলো!
আলহামদুলিল্লাহ...
মডারেটরীম সচেতন আছেন!!
তাঁদের জন্য প্রাণঢালা দোয়া..
অনেক ধন্যবাদ, জাযাকুমুল্লাহ
কাল দেখলাম ইমরান ভাই আপনার প্রথম দিকের একটা পোস্টে কমেন্ট করেছে। সেখানে গিয়ে দেখি কোন মন্তব্য নাই। আমি ভাবলাম হ্যারী বুঝি কারও উপর অভিমান করে এই কাজ করেছে। মনে মনে বেশ রাগ হয়েছে। কিন্তু আজ এই পোস্ট দেখে আমার পাতায় গিয়ে আক্কেল গুড়ুম
প্রিয় আপু..... মনে মনে রাগ করে থাকলেতো আমি বুঝতেও পারতাম না যে আমার আচরনে আপনি রাগ করেছেন। আমারই ক্ষতি হতো তখন...... বড় আপুর দোআ থেকে বঞ্চিত হতাম আমি। আল্লাহ্ বাচাইছে আমাকে, এই পোস্ট দেয়ার কারনে ভুলটা ভেঙ্গেছে আপনার।
অসংখ্য ধন্যবাদ মন খুলে একটা সুন্দর কমেন্ট করার জন্য। যাজাকিল্লাহু খাইর।
ইশ্! এত্তো গুলো কমেন্টস কোথায় হাওয়া হয়ে গেলো!!
মডু মামা/মামীদের কাছে একান্ত অনুরোধ, প্লীজ হারি ভাইয়ার প্রাপ্ত মন্তব্যগুলো তাাড়াতাড়ি ফিরিয়ে দিন।
এটা দেখলে পবিত্রপু খুশিহবেই গ্যারান্টি
@ইমরু দাদা, ধরা খাইছো...... খচ্চরের গাড়িদিয়েক, ওটা কেউ পছন্দ করে্প নাহ্
ইশ্! এত্তো গুলো কমেন্টস কোথায় হাওয়া হয়ে গেলো!!
ব্লগে এত বিলাই, ইঁদুর, তেলাপোকা নিয়ে না আসতে। এগুলো যারা সাপ্লাই দিয়েছে আগে তাদের ধরা হোক
পবিত্রআপুর কাছথেকে আরো কয়েকটা বিলাই ধার করলাম..... আশা করা যায় সমাধান পাবো
আমি জানি কে এগুলো সাপ্লাই করেছে, প্রয়োজনে আমি কর্তৃপক্ষকে সাহায্য করবো!
@হারি, ওয়াও! অন্নেক কিউট বিলাই!
কিউট বিলাই বলার জন্য ধন্যাফুল
কথায় আছে না আল্লাহ যা করে মানুষের মংঙ্গলের জন্য করে--- তাই এই নিয়ে দুঃখ কইরেন না - শুকরিয়া আদায় করেন -
আপাতত এই বার্গারটা খান।
IMRAN VI = IMRAN 6
আচ্ছা... তোমাদের বাসায় সবার নাম কী “ইমরান”? মানে ইমরান ১, ইমরা ২, .......... এরকম? তোমার সিরিয়াল ৬ দেখা যাচ্ছে তো, তাই বলছিলাম
কিন্তু তোমাকে ইদানিং ব্লগে দেখা যায় না কেন? কী হয়েছে? বউ এর সাথে রাগ করলে সেটা ব্লগে ঝাড়ো কেন? জবাব দাও দ্রুত
মন্তব্য করতে লগইন করুন