শিশু শিল্পীদের সুমধুর কোরাস কন্ঠে - “প্রশংসা সবই কেবল তোমারই” (গানের কথাসহ)
লিখেছেন লিখেছেন সূর্যের পাশে হারিকেন ৩১ আগস্ট, ২০১৪, ১২:১৫:২১ দুপুর
সুরা আল-ফাতিহা’র অনুবাদের উপর ভিত্তি করে রচিত সুন্দর এই ইসলামী সঙ্গীতটি বিভিন্ন শিল্পীদের কন্ঠে আগেও অনেক বার শুনেছি, কিন্তু এই প্রথম বার শুনলাম এক শিশু-শিল্পী-গোষ্ঠীর অসাধারণ সুমধুর কন্ঠে। তাই আপনাদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না।
ভিডিওটি দেখা না গেলে এখানে ক্লিক করে সরাসরি ইউটিউবে শোনতে পারবেন।
বি.দ্রঃ ভিডিওটিতে একটা ছবি ছাড়া আর কিছু নেই, অনর্থক ওদিকে তাকায় থাকার চেয়ে নিচের লিরিক্সটা পড়ে দেখলে মজা পাবেন।
প্রশংসা সবই কেবল তোমারই
প্রশংসা সবই কেবল তোমারই (২)
রাব্বুল আলামীন
দয়ালু মেহেরবান করুণা অফুরান
আর কেউ নই তুমিই মালিক
শেষ বিচারের দিন -- শেষ বিচারের দিন।
কেবল তুমারই করি ইবাদাত, কেবল তুামারই চাহি নেয়ামাত (২)
দাও দিশা দাও সরল পথের
দাও দিশা দাও সরল পথের
সিরাত মুসতাক্বীম -- সিরাত মুসতাক্বীম।
যাদের উপরে করেছ রহমত, পেয়েছে তোমার অশেষ মোহাব্বত(২)
তাদের সেই পথ দাও আমাদের
তাদের সেই পথ দাও আমাদের
দাওগো তোমার দ্বীন -- দাওগো তোমার দ্বীন।
যাদের উপরে কেবলই গজব নাজিল করেছ দিয়েছ আযাব (২)
তাদের এ ভাগ্য দিও না মোদের
তাদের এ ভাগ্য দিও না মোদের
হে অসীম সীমাহীন -- হে অসীম সীমাহীন।
প্রশংসা সবই কেবল তোমারই (২)
রাব্বুল আলামীন
দয়ালু মেহেরবান করুণা অফুরান
আর কেউ নই তুমিই মালিক
শেষ বিচারের দিন। (৩)
শেষ বিচারে---------র দি------------ন।
বিষয়: বিবিধ
২৩৪৪ বার পঠিত, ৭০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যাহোক,সুন্দর পোস্ট । ধন্যবাদ । অ...ন্নে...ক |
আমার জন্যও একটু দোয়া করতে হবে|
জানালে উপকৃত হব
জানাবেন না মনে হয়, জরুরী ছিল তাই আবার....
আমার মোবাইলেও আছে এটি! ইউটিউবেও শোনা হয় প্রায়ই! জাযাকাল্লাহু খাইরান!
তাই নাকি?! আমি কিন্তু অনেক আগেই শুনেছি!
আচ্ছা বলেনতো..... এই শিশু শিল্পী গোষ্ঠির নামটা কি? আমি কিন্তু জানি না।
সঙ্গীতটি লিখেছেন কবি মতিউর রহমান মল্লিাক, সুর করেছেন মশিউর রহমান
তোমাকে এভাবে ক্রিকেট পেটা করতে হপে...
তাহলে একটু যদি ঠিক হও।
মডু হারিকেন
নাস্তার ছবিটা কে দিছে জানো??
প্রিয় + শ্রদ্ধেয়া আপু... এখন আমার কি রকম খুশি লাগতেছে বুঝাতে পারবো না আপনাকে। কেন জানেন? আপনি আমাকে “তুমি” সম্ভোধন করে বলেছেন যে এ জন্য। এখন থেকে আমাকে সবসময় “তুমি” করেই বলবেন...... ওক্কে আপ্পি? মুক্বিম ভাইয়া কে সালাম ও সারামণির জন্য দোআ রইলো.... আপ্নার ছেলেটাকে একটা খামচি কারন ও অদ্ভুদ গুহায় আবার যেতে চেয়েছিলো তাই...... ওর নামটা জানি না কিন্তু
পৌছে দিয়েছি যথাস্হানে সালাম, দোআ আর খামচি !
আমার মেয়ে মুবাশ্শারা আর ছেলে আফনান!
অনেক অনেক দোআ আর শুভকামনা রইলো!
তবে আফনান আঙ্কেলকে বলেদিবেন.... ও যেন আমার উপর ক্ষেপে না থাকে, খামচিটা খুব আদর করে দিয়েছিলাম তো, তাই ব্যাথা তেমন হপে নাহ্
হুম,আফনানকে বলেছি, খুব মজা পেয়েছে ও !
সারামণি, আফনান, ভালোভাবে পড়াশোনা করো, যাতে দ্বীন ও দুনিয়া দুটোফিল্ড এর সর্বোচ্ছ স্থানটা তোমাদের দখলে থাকে। আল্লাহ্ তোমাদের সহায় হোক। আমার জন্যও দোআ করো।
ভালো লাগলো
শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন