কেন এমন ------------ আমি?
লিখেছেন লিখেছেন সূর্যের পাশে হারিকেন ১১ জুন, ২০১৪, ০৬:১০:৪৪ সন্ধ্যা
আল্লাহই আমার সৃষ্টিকারী জেনে বুঝে বিশ্বাস করি
তবুও কেন কৃতঘ্নতা অল্পের জন্য করি আমি?
#
সবই আছে হাঁটার, ধরার, বলার, শোনার, দৃষ্টির শক্তি
ইচ্ছে করলেই গাইতে পারি বোবা'র মতো নই তো আমি।
#
চোখে যখন ব্যথা পাই, তখন বুঝি চোখটি যে মোর কত দামি
সুস্থ হলেই তাকিয়ে থাকি মন্দের দিকে কেন আমি?
#
শোনতে যখন পাইনা আমি, কান এর মূল্য তখন বুঝি
বিনা খরচে কান পেয়ে - পপ, রক আর ফৌক সঙ শোনি। **
#
ক্বোরআন হাদীস মজা পাই না, গান বাজনাই বেশি শোনি
হেডফোন কানে ঘরে বাইরে ইয়ারফোন ছাড়া চলি না আমি।
#
অকৃতজ্ঞ এই আমি, ক্ষমা করো প্রভু তুমি
তুমি ছাড়া "দয়ালু" নেই, কার কাছে যাবো আমি?
#
ফিরিয়ে দিও না খালি হাতে, স্বীকার করছি পাপী আমি
তোমার দোরেই ফিরে আসছি, অনুতপ্ত হয়ে আমি।
#
মেনে চলবো হুকুম তোমার, প্রতিজ্ঞা করছি আমি
ক্ষমা করো, হিদায়াহ্ দাও, রহমত এর ভিখারী আমি।
** রিয়েল লাইফে, এসব পপ, রক আর ফৌক সঙ খুব অপছন্দ করি আমি। খুব পঁচা লাগে।
বিষয়: বিবিধ
৩৭১০ বার পঠিত, ১৬৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভবিষ্যতে এরকম দুই শব্দের কোন মন্তব্যই গ্রহণ করা হপে না লিখতে ইচ্ছে না করলে বকবেন "এইরকম পঁচা লেখা কেন ব্লগে দিছি আমি" - এই বিষয়ে। বুঝেছেন?
আপনার দোয়াতে আমিও শরীক হলাম আমীন বলার জন্য। একই দোয়া আপনার জন্যও কবূল হোক। আমীন।
আপনার ব্লগে গিয়ে আমার মাথা ঘোর ঘোর করতেছে এখন, চোখে শুধু সরিষার ফুল দেখতে পাচ্ছি
দিনে সুর্যকে খোজ করতে হবে।
নামাজে কখনো যাবা হারিকেন??
রাখো আমি কমেন্ট নিয়া আসি।
অনেক ধন্যবাদ।
আমার ব্লগে এসে অতি সুন্দর একটা মন্তব্য রেখে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আশরাফ ভাইয়া।
আহ আপু ভালো আছেন তো?
হাতুরি ডা কই? পাইতাছিনা, নইলে................
২/ কপি করা কোড গুলো প্রতি-মন্তব্যে’র ঘরে “পেস্ট” করেন। এই টুকুই......
এখানে দেখেন - কিছু স্ক্রীনশট দিছিলাম এক ব্লগারকে। হয়তো আপনার ও কাজে লাগতে পারে।
উস্তাদ বলার দরকার নাই
আমরাতো শুধুই ভাই ভাই
হ্যালো উইপোকা আহআপু...
খুব খুব ভালো লাগলো!!!
মন্তব্য
প্রতিটি লাইন অনেক অনেক ভালো লেগেছে।
ফিরিয়ে দিও না খালি হাতে, স্বীকার করছি পাপী আমি
তোমার দোরেই ফিরে আসছি, অনুতপ্ত হয়ে আমি।
লাইন দুটো হৃদয় ছুঁয়ে গেলো!!
তাইতো অনেক বার পড়েছি!!
উহ্! কেনো পারিনা আমি এতো সুন্দর সুন্দর কবিতা লিখতে?!!
তবে আমি সারাজীবন চেষ্টা করেও যে আপনার লেখা পোস্টের মতো একটা পোস্ট দিতে পারবো না, এটা আমি ১০০% বিশ্বাস করি।
যাইহোক...... আপনার ২য় মন্তব্য দেখে ভীষণ রকম খুশি লাগলো। যাজাকিল্লাহু খাইর.......
যাইহোক আজকে ফুল দেবো কিছু আপনাকে ..... এই নেন...
তুমি ছাড়া "দয়ালু" নেই, কার কাছে যাবো আমি?
সেই লোককে হাতুড়ি দিয়ে পিটায়ে একদম সাইজ করে দেবো।
আবারও বললাম, অনেক সুন্দর আমি কিন্তু ইর্ষা হচ্ছে। :
আদর মাখা একখান মন্তব্য করার জন্য আপনাকে ... আর দিলাম...।
তোমার দোরেই ফিরে আসছি, অনুতপ্ত হয়ে আমি।
আল্লাহর প্রশংসা আর কৃতজ্ঞতায় ভরা আপনার কবিতার লাইনগুলো খুব ভাল লাগার মত। মানুষেরা ইচ্চে করলে অনেক কিছই পারে। কিন্তু অনিয়ম তান্ত্রিকতায় এটি শাণিত হয়না। ধন্যবাদ।
হা চিন্তার বিষয়.......
আপনার নকল করার যোগ্যতা তো..... মাশাআল্লাহ্
=
প্রত্যেক নতুন কাজ (ইবাদতের নামে) হচ্ছে বিদআত আর প্রত্যেক বিদআতি ভ্রষ্টতা আর প্রত্যেক ভ্রষ্টতাই জাহান্নাম
সকল ধরনের বিদআত হিসেবে বুঝিয়েছি।
ঠ্যাংখু....
........................
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ্
শ্রদ্ধেয়া আপু, আপনি ভালো ছিলেনতো এত্তদিন, নিশ্চয় পরিক্ষা ছিলো, তাইনা? অনেক দিন পর আপনাকে পেয়ে মনের অজান্তেই “আল্ হামদুলিল্লাহ” পড়লাম ।
“বাঁধনহারা” নিক থেকেও কেউ লিখতেছেন না কেনু? (আফরুজাপু আর লিখবেন না?) নাকি আবার শুরু করতে হপে এটা?
জ্বী ভাইয়া। সুন্দর দোয়াটির জন্য যাজাকাল্লাহু খাইর
আলহামদুলিল্লাহ্! ভালো আছি।
মন্তব্য করতে পারেন নির্দ্বিধায়। করুন মন খুলে।
"ফিরিয়ে দিও না খালি হাতে, স্বীকার করছি পাপী আমি;
তোমার দোরেই ফিরে আসছি, অনুতপ্ত হয়ে আমি।"
"নিঃসন্দেহ আল্লাহ্ ভ্রান্তপথে যেতে দেন যাকে তিনি ইচ্ছে করেন, আর তাঁর দিকে পরিচালিত করেন যে ফেরে।" (আল-কুরআন; ১৩:২৭)
যাইহোক আমার জন্য দোয়া করবেন, বিশেষ করে রমজানে ইফতারের সময়....... প্লীজ। আমার কারনে অনেক মানুষ মনে কষ্ট পেয়েছে - ব্লগেও আছে অনেক, রিয়েল লাইফএও আছে অনেক। আমার বেশি বেশি দোয়ার প্রয়োজন।
আপনার কমেন্টটা দেখে মনটা ভরেগেলো, খুশি লাগতেছে এইভেবে যে আমি কিছুটা হলেও বুঝাতে পেরেছি আমার মনের ভাবটা, আলহামদুলিল্লাহ্।
বড় বোনের কাছে ছোট ভাইয়ের আবাএ কিসের লজ্জা কিসের সংকোচ বুঝতে পারলাম না ভাইজান ।আপনার জন্য অবশ্যই আমি বিশেষ ভাবে দুয়া করব ।
আমি জানি না আপনি কাকে কষ্ট দিয়েছেন এটা বুঝতে পারছি আপনি তার চেয়ে অনেক বেশী কষ্ট পাচ্ছেন ।
আল্লাহ আপনার সব কষ্ট দুর করে দিন এই দুয়া রইল ।
আপনার কমেন্টটা খুব ভালোলেগেছে আমার। সুন্দর মন্তব্যে'র জন্য অ-নে-ক ধন্যবাদ + হাতুড়ি ফুল
আমার জন্য একটুকরে হলেও দোয়া করবেন ....... প্লীজ।
রামাদান কারিম।
তুমি ছাড়া "দয়ালু" নেই, কার কাছে যাবো আমি?
আপুনি........ আপনি এতদিন পরে এলেন আমার এখানে? খুব মিস করছিলাম আপনাকেও। আপনার অসুস্থতার খবর পড়ছিলাম কোন একটা ব্লগে ..... দোআ করছিলাম আপনার জন্য ও নুসাইবার জন্য । এখন সুস্থ হয়েছেন আপনি?
কিন্তু এ "হারিকেন রেস্ট্যুরেন্টে"টা আমার প্রিয় না!
হয়তো আপনি জানেন না, এমন অনেকই আছেন, যারা আপনার মাধ্যমে অনেক ভালো কাজ শিখেছেন। আমি সাক্ষী আছি আমার নিজের ব্যপারে, আমি নিজেও অনেক কিছু শিখেছি আপনার পোস্ট থেকে।
আবার রিকুয়েস্ট করতিছি, একজন দ্বীনি ভাই হিসেবে, সহব্লগার হিসেবে, প্লীজ... ব্লগ ছেড়ে চলে যাইয়েন না। যারা বিরক্ত করে, তাদেরকে এ্যভয়েড করুন। ওদের কমেন্টএর জবাব দিয়েন নাহ্। কয়েকবার এ্যভয়েড করলে, আর আসবে না ওরা।
আশা করি, আপনাকে সবসময় সত্যের সাথেই পাবো ইনশা আল্লাহ্।
তুমি কই
কান্না করলে নাকি চোখ ভালো থাকে ডাকতার ভিশু বলছে
আপনি আবার কই যেতে চান
শশুর বাড়িতে নাইওর যাবেন বুঝি
@ইমরান ভাইয়া, অনেক অন্নেক থ্যাংক্স! নেন আপনার জন্য ফিরে এসেছেন তাই,,,,
কেমনে তুমি আমার বিলা্ইটা নিলা হারিকেনাপি
(লিংকে ২নং ছবিটা দ্রষ্টব্য)
@ইমরান ভাইয়া! আমি নিয়ে আসলাম আপনার বিলাই সহ....
হারিকাপুনিরে এটা কি বিলাই দিছেন? লেডিস বিলাই মনে হচ্ছে
মন্তব্য করতে লগইন করুন