টুডে ব্লগের কলিজার বাজার
লিখেছেন লিখেছেন সূর্যের পাশে হারিকেন ০৫ জুন, ২০১৪, ১০:৩২:৩০ রাত
ধূম পড়েছে টুডে ব্লগে, আসেন সবাই যাই
বিশেষ করে যাদের কোন আপু / ভাইয়া নাই
#
চলছে খেলা, ব্লগের মেলা, ভাগ হয়ে যাচ্ছে কলিজা
নিতেও পারেন, দিতেও পারেন, যার যত্ত ভাগ ইচ্ছা
#
ইচ্ছে যদি জাগে, কলিজার ভাগ নিতে
পথপ্রদর্শক “রাহ’বার” নিয়ে যাবে তার কাছে
#
কেউ খোঁজে নীল পরী, কেউ খুঁজে সুন্দরী
কারও দেখি টিজিং মার্কা মন্তব্য নিয়ে ধড়ফড়ি
#
কেউ হযে যায় কলিজার টুকরো, কেউ আবার ব্লগ-আপু
হৃদয়ের গহীনে ডুব দিয়ে এখন খাচ্ছে হাবুডুবু....
#
আবেগের ঝড়ো হাওয়া বইছে ব্লগে ব্লগে
সাধামনের মানুষের কমেন্টে আর জবাবে
........
........ শেষ নেই ------- চলতেই থাকবে মনে হচ্ছে -------------------------- কিন্তু মনে রাখবেন সবাই ...........
#
আদর্শের মিল যদি না হয়, টিকবেনা এই লেনা দেনা
কয়দিন পরেই ফেরত যাবে লীজ দেয়া এই কলিজাটা
বিষয়: বিবিধ
২৬৮২ বার পঠিত, ১৫৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তুমি নিবা নাকি সেইটা কও?
দেখি ঘুরে ফিরে ব্লগ-থেকে-ব্লগে, সাধা মানুষের অন্তরে, রিভার্স ডিরেকশ্যানে, কোথায় গিয়ে ঠেকে দেখি কলিজার বাজারের উদ্যোক্তার
কোথা থেকে আসলেন?
দেখাইতো যায়না।
কলিজার টুকরা ভাইয়াটা।
আচ্ছা ভাইয়া, খারাপ লাগলো কেন? উপরের লাইনগুলোতো শুধুই মরিচিকা, শেষের দু'লাইনই হচ্ছে আসল, বাস্তবতা। তা নিজের মনের কাছে ব্যাখ্যা করতে পারলেই মনের সব অনৈতিক চাহিদার অবসান ঘটবে ইনশাআল্লাহ্।
আদর্শে মিল আছে বলেই না আমরা সবাই এখানে এক ও অভিন্ন সত্ত্বা।
## আপনিতো জানেন, আসলে ব্লগ এমন একটা প্ল্যটফর্ম যেখানে যে কেউ (মানে ভিন্ন ভিন্ন রুচির, নৈতিকতার, আদর্শের, বিভিন্ন বয়স- শ্রেনী পেশার লোকজন) ছদ্ধ নামে, আসল নামে ইনভল্ভ হয়ে একে অপরের সাথে মতবিনিময় করতে পারে।
আপনি আরেক ভেবে দেখলে নিশ্চয় আপনি নিজেই বলবেন - "সব ব্লগার এক ও অভিন্ন সত্ত্বার বলাটা আসলে সঠিক নয়" তবে এ ব্লগের পরিবেশেটা সুষ্টু ও সুন্দর হওয়ার কারনে সবাই আন্তরিকতার পরিচয় দিয়ে আপনজনের মতো করেই এগিয়ে চলছি আমরা সবাই - তাই নয় কি?
ভাইয়াটা আমার ভাজা মাছও উল্টে খেতে জানেনা।
ভাজা মাছটা আমার ভাইয়াটা খেতে জানলে কত খুশি হতাম।
আবেগ আর ধূর্ততা (আবেগের জাহাজ) দুটি ভিন্ন বিষয়।
আবেগের ব্যাখ্যা আমাদেরকে বুঝাবেন? (!!!) আধা কলিজার টুকরো ভাইয়া?
আবেগ এর কথা বলে ভালোই তো এগুচ্ছেন।
আপনাকে ভাজা মাছ উল্টে খাওয়া শিখতে হবে।
বিবেক আর আবেগ এর সংমিশ্রন জরুরী বিবেকহীন হয়ে আর কতো আবেগ বুঝাবেন?
ভাই ও ভাই হওয়া বোন ও বোন হওয়া গভীর সম্পর্ক দোষ নেই তা আপনার অজানা নয়।
কিন্তু ভাই বোন বা বোন ভাইয়ের (আপন না হলে) সে সম্পর্ক কখনও গভীর হবেনা, দৃষ্টিকটু হবেনা, বিবেকহীন হবেনা। তাই নয় কি ভাইয়া? যদি এর বাহিরে যায় তবে এটা কি গুণ?
আমিতো ঐ কথাটা কালেক্টিভলি সবার ক্ষেত্রে বলছি যে ভাইয়া, হয়তো আমি ঠিকমতো স্পষ্ট করে বুঝাতে অক্ষম হয়েছিলাম, তাই হয়তো আপনি নিজের গায়ে মাখছেন। ব্যাপারটা আর এক বার ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, প্লীজ।
"যেসব কাজ/বিষয়গুলোকে বাস্তব-লাইফে করা হারাম, সেটাতো কল্পনায়, চিন্তার জগতে করাটাও হারাম। আমাদের ইসলামী শিক্ষায়তো সেটাই শেখায় - তাইনা? একথাটাতো আমাদের "মন" মহাশয় কিন্তু মানতে নারাজ" ----- একথাটা মাথায় রেখেই বলছিলাম। ----- এটাও আবার আপনাকে বলছি মনে করিয়েন না। আপনিতো দেখছি আমার চেয়ে বড় অভিমানী
আচ্ছা...... "মনে করেন আপনি একজন সাধারন ভিজিটর, কখনও এব্লগে লিখেন নাই। আজকে আমার পোস্ট + মন্তব্যগুলো পড়লেন। এখন "নিরপেক্ষভাবে" চিন্তা করে দেখুনতো কথাটাকি পার্টিক্যুলার কাউকে ইন্ডিকেইট করে বলছি, নাকি জেনেরাল্যি সবাইকে বলছি?" আশাকরি বুঝতে সক্ষম হবেন আমার প্রতি-মন্তব্যের সারমর্ম।
বিঃদ্রঃএব্লগে ভাই-বোন পাওয়া যায় ।!!!
ভাইবোন হলেও লিমিট আছেরে ভাই আদর্শ ধর্ম তার গন্ডি আছে।
আবেগের নাম দিয়ে কেউ যদি মনুষত্ব্য হারায় সেটা ভালো নয় কি বলো ছোট ভাই।?
সহমত ভাইয়া । পোস্ট দাতা কোথায় ?
আহ হারে! আমুসি ভাই খুব কষ্টে আছে মনে হয় ?!
কলিজা ঠিক-ঠাক আছে তো ? @হ্যারি ভাইয়া ।
স্বাগতম ভাইয়া।
দেখি কে কতোটুকু দিতে/নিতে পারে!!!
যাইহোক.... কলিজা ব্লগারদের পক্ষথেকে তোমার পরিক্ষার জন্য আগাম দোয়া রইলো
এই নীল পরীটা আবার ক্যা ?
আমি তোমার বন্ধু হব
বিনিময় কি পাব জানিনা!
তবুও ভালবেসে যাব
তোমার সুখে সুখী হব
এটায় মোর কামনা ।
আমায় বন্ধু করে নাও না তুমি
বন্ধু করে নাও
অতৃপ্ত এই হৃদয়টাকে,
তৃপ্ত করে দাও ।
মানুষ বলে আমার একখান আছে মন
সেই মনটির সঙ্গ পেতে,সঙ্গী প্রয়োজন
তোমার মন তুলিতে,রঙ ঝুলিতে
একটু যায়গা দাও
বন্ধু করে নাও না আমায় , বন্ধু করে নাও
যদি হতে চাও
বাচ্চাটাকে কোলে নাও
অন্য জনকে কষ্টদিয়ে
কেমনে তোমি সুখী হও?
বন্ধুর কোন মূল্য নাই
যদি কলিজাটা নাহি পাই
তাই বলছি বন্ধু ভাই
কলিজার বাজারে যাই
ইভটিজার মুক্ত ব্লগ চাই।
যাইহোক...... কলিজা ব্লগে আপনাকে পেয়ে আমার কলিজাটা ঠান্ডা হলো
আপনাদের সবাইকে আমি আমার সহব্লগার হিসাবে সবাইকে আমার ভাই এর মতই ভালবাসি ।কারো প্রতি আমার কোন রাগ বা কষ্ট নেই ।
গাধাতে সওয়ার নাকি ঘোড়াতে সওয়ার?
আর এরকম হওয়াই প্রয়োজন।
বেশী দিইয়া ফালাইলেন না , তাইলে বাইপাস বা ট্রান্সপ্লেন্ট ছাড়া গতি থাকবে না ।
একটা দেয়া শেষ হলে আরেকটা ডাউনলোড করতে পারবেন।
যে অবস্থা পড়ছে তাতে ফরমালিনেও ভেজাল পাওয়া যাইতাছে ।
ভালো কথা বলেছেন.... আচ্ছা.... ভাইয়া, ক্রস ট্রান্সপ্ল্যান্ট সার্জারির কোন ব্যবস্থা আছে কি না একটু জানাবেন.... সেটাই করতে হপে শুভহোক কলিজা ব্লগিং
কলিজা গেল মরিয়া,
আয় কলিজা ঘড়ে আয়,
কলিজাকে কলিজা খায়।
তুমার কবিতা পড়তাম না কবিতায় আমার নাম নাইকেনু কেনু কেনু কেনু.... ? ?
বাকি অর্ধেক নিবা নাকি?
যদি নতুন একটা ডাউনলোড দিতে পারি।
একদম এন্টিভাইরাস দিয়া দেবো ছাড়ি।
প্রিয় কাজিন আওণমণি
কলিজা কোন সাইটথেকে ডাউনলোড করো তুমি? http://www.kolizaGenerator.com থেকে নাকি?
অপেক্ষায় আছি এই আমি.....
তাইলে আর এতদুর গড়াইতও না।
হেরি পচা।
কথা কি মাথা থেকে বাহির হয় না মন থেকে? হু?
হেরির মুখে ভাই ডাক।
@রাহবার হেরির কি হইছে?
ও আল্লারে আল্লাহ কি দুষ্ট কি দুষ্ট।
শায়েস্তা করা যায় কিভাবে: : : : :
অন্নেক ভালো লাগলো রাজকন্যাপুকে আমার ব্লগে দেখে যাজাকাল্লাহু খাইর।
দোয়া করি - আল্লাহ্ যেন আপনাদেরকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দেন।
যাজাকাল্লাহু খাইর।
বিয়ের ইন্টারভিউ কিন্তু আমি সংগ্রহ করেছি
ভাল লেগেছে নীচের ছবিটা
যাইহোক...... আপনাকে আমার ব্লগে পেয়ে ভীষণ খুশি লাগলো। থ্যাংক্স আপুনি।
আল্লাহ্ যেন আপনার প্রিয়জনটাকে আপনার কাছে ফিরিয়ে দেন, সুন্দর এক নতুন জীবন গড়েতোলার সুযোগ করে দেন, সেই দোআই করি।
তবুও চিন্তা করবেন্না, জীবনের সময় সীমা খুবি ছোট্ট। সবাইকে ফিরতে হবে আসল ঠিকানায়।
মন্তব্য করতে লগইন করুন