গান শোনবেন, গান?..... .....(ভিডিও ব্লগ)
লিখেছেন লিখেছেন সূর্যের পাশে হারিকেন ১৫ মে, ২০১৪, ০১:৫৪:১৩ দুপুর
কখনও কখনও গান শোনলে মন ভালো হয়ে যায়। কিন্তু না .... আজকে কোন গানই ভালো লাগতেছে না। কিন্তু গানগুলো তেমন অসুন্দরও নয়। শিশুদের গান। ইদানিং ব্লগেও দেখছি শিশুর কান্না..... শিশুর আর্তনাদ..... ইত্যাদি নিয়ে কত লেখালেখি হচ্ছে।....... ওদেরকে নিয়ে লিখতে/পড়তে/শুনতে/ দেখতে খুব ভালো লাগে। .......... মনে মনে ভাবি -- আহ্.... কবে যে পাবো এমন এক ডজন সুউইট কিউট পিচ্চি! ....... আমিতো মাঝে মাঝে পিচ্চিদের ছবি দেখে দেখে টাইম পাস করি। কত্ত নিষ্পাপ হয় শিশুরা.... তাই না? আমারও এখন শিশু হয়ে যেতে ইচ্ছে করছে। কিন্তু মন চাইলেই যে হয়ে যেতে পারে না। তো... কি আর করা.....! অন্তত ঐ বয়সের কিছু গানতো শোনা যায়......
(১) (Official) MV BISMILLAH (2013 Edition - ENGLISH)
(২) Aa Ba Tha
(৩) Wonderful Islamic Nasheed for Children- I Am A Muslim
(৪) the most cute muslims children with beautiful nasheed
(৫) Ramadan Song with Zaky (Nasheed) HD
(৬) months in islam nasheed
না....... মন বসতেছে না গানেও....... আপনারা শোনেন..... আমি গেলাম।
আল্লাহ্ হফিজ
বিষয়: বিবিধ
২২৯৪ বার পঠিত, ৭৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার পছন্দের লিংক থাকলে আমার সাথে শেয়ার করবেন... প্লীজ। আমার পিচ্চি-কন্ঠের গান খুব ভালো লাগে।
আমার মনের কথা? আমি কখন বলছি আপনাকে?
হাত লম্বা করে টেনে টেবিলের উপরে রাখা কীবোর্ড এ টাইপ করবেন না। আরামদায়ক পজিশ্যনে হাত রেখে, কী বোর্ড ঐ জায়গায় নিয়ে টাইপ করিয়েন। ল্যপটপ হলে এক্সটান্যাল ইউএসবি কীবোর্ড ব্যবহার করুন... আরাম পাবেন।
দোয়া অবশ্যই করবো ইনশাআল্লাহ। ফী আমানিল্লাহ। আমার জন্যও দোয়া করবেন বেশি বেশি। কারন আমি একদিন ভালো থাকলে, আরেকদিন (অনেকটা বিনা কারনেই) মন খারাপ হয়ে যায়।
কিন্তু আওণ কেন এমন হয়ে গেলো আমি জানি না। লাইটহাউস ব্লগে অনেক কথা হতো ব্যক্তিগত বার্তার মাধ্যমে। এখন ওখানেও দেখা যায় না। আই মিস আওণ
প্রিয় কিছু হারানোর কষ্ট মনকে কেটে কুটি কুটি করে ।
তবুও জীবন চলে যাচ্ছে ভালোভাবেই আলহামদুলিল্লাহ
আমাকে মনে রাখার জন্য শুকরিয়া জাজাকাল্লাহ।
প্রবাসী শাহিন ভাইয়ের কমেন্ট পড়ে আমারও ইচ্ছা জাগল কবে যতগুলো সপ্ন আমার আমি পুরন করতে পারিনি সব করাব আমার সন্তান কে দিয়ে। কিন্তু আমি নিজেই এখনও দৃঢ় সৎ চরিত্রের হতে পারিনি। আমার সন্তান কি আমার কথা মানবে। স্বপ্নের মাঝে আমার দুঃস্বপ্ন।
আগে নিজেকে গড়ো, অতঃপর জগতটাকে।
গানগুলো শোনার জন্য অন্নেক ধন্যবাদ।
কে যে আছে তোমার ভাগ্যে আল্লাহই জানেন। তোমার দারা তারও জেন অর্ধেক দ্বীন পূর্ন হয় আমীণ।
আমি সাধারণত যে কোন ধরনের গান বা গজল এড়িয়ে যাই তবে হঠাৎ হঠাৎ জুনায়েদ জামশেদ এর মেরা দিল বাদালদে গজলটা শুনি।
২টা।
গাছ হাসে ঐ
মাছ হাসে ঐ
ছলছলিয়ে জল হাসে।
আপনার মন ভালো করার জন্য দিলাম।
সুন্দর মন্তব্যটির জন্য আপনাকেও অ-ন্নে-ক ধন্যবাদ আপুমণি
মন্তব্য করতে লগইন করুন