মনটা আমার উড়তে থাকে
লিখেছেন লিখেছেন সূর্যের পাশে হারিকেন ১৯ এপ্রিল, ২০১৪, ০৯:২৯:৫২ রাত
কেন জানি এমন করে
মনটা শুধু উড়তে থাকে?
বসে না মন কোন কাজে
চিন্তা আসে আজে বাজে।
ভাবি শুধু একা বসে
নির্জন নিরালাতে। ?
দেখি যখন পাখির ঝাঁক
হারিয়ে যায় শব্দ বাক
ইচ্ছে করে উড়াল দিতে
পাখির সাথে আকাশ পথে
গোধুলির রঙ দেখবো ঘুরে
রঙ্গীন মেঘের ভেলায় চড়ে
নাম না জানা গন্তব্যে
পাড়ি দেবো অজান্তে।
সুখে থাকবো আমিও
দুনিয়ার সব রোমিও
এসব শুধু কল্পনা
ব্যথিত মনের যন্ত্রণা
বাস্তবতা অন্য কিছু
বলছি দাড়াও, হঠোনা পিছূ
এত যে তিতা পৃথিবিটা
জানা ছিলোনা সেটা
এখন এসে আটকে গেছি
মায়াজালে ফেঁসে গেছি
অমান্য করে প্রভুর নির্দেশ
থাকতে পারে না ভালো বেশ
আসুন সবাই মেনে চলি
প্রভুর আদেশ পালন করি
থাকবো সদা শান্তিতে
দুনিয়াতে ও বেহেশ্তে।
কলহমুক্ত সুন্দর সুখের দাম্পত্য জীবন গড়েতুলার জন্যঃ- পারিবারিক জীবন বিষয়ক বই এর খুব ছোট্ট (সচিত্র) পর্যালোচনা (আপডেটেড্) পোস্টটি পড়ার অনুরোধ রইলো। কম্পক্ষে একটি বই পড়ে দেখুন, মেনেচলার চেষ্টা করুন, বিশ্বাসের ও স্বস্তির জীবনের আনন্দ উপভোগ করুন।
বিষয়: বিবিধ
৪৪৮৯ বার পঠিত, ৭৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপুনি, আপনি ১ম হয়েছেন। তাই ওপরের সীনটা আপ্নার জন্য
প্রভুর আদেশ পালন করি.....
ভালো লাগলো অনেক ধন্যবাদ।
আপনি ২য় হয়েছেন, তাই এটা আপ্নার জন্য। আর আমার ভাগিনাটার জন্য অন্নেক দুয়া রইলো।
ছড়া/কবিতা আমারও খুব পছন্দ। তবে ছন্দের মিলন ঘটাতে হবে। নাহলে পড়তে ইচ্ছে করে না
সমস্যা নেই, বাবা তো আর ব্লগে আসেন না.
প্রভুর আদেশ পালন করি
থাকবো সদা শান্তিতে
দুনিয়াতে ও বেহেশ্তে।
সেরাম হচে ভাই সেরাম...
কভু রুদ্ধ যেন না হয় মনের দ্বার
মন চায় উড়তে? উড়ুক মেলে ডানা
বেড়িয়ে আসুক সুপ্ত সকল সম্ভাবনা.....
অনেক সুন্দর লিখেছেন।
মজার ব্যাপার হচ্ছে কবিতাটা লেখার সময় আপ্নার কথা মনে পড়ছিলো। তখন যদি আমার মনটাও বাঁধনহারা না হতো কবিতার এসব লাইন লিখতে পারতাম না।
থ্যাংক ইউ আফরামণি
এত হতাশ কেন ভাইয়া ?
আফরামণি'র উপদেশগুলো প্রিন্টকরে নিয়েছি, ছোট্টদেরকে দেয়ার জন্য। এক পৃষ্ঠায় এত্তগুলো উপদেশ খুব সুন্দর লাগছে।
একসাথে
http://lighthouse24.org/blog/ দিলেও আরও ভালো হতো। @আফরামণি
দেখেন হারিকেনের পাখা গজাইছে। আর প্রবাদে আছে "হারিকেনের পাখা গজায় ......কালে"
দেখ সূন্য স্থানটা আমি পুরন করে দিচ্ছে তোমর ভাল লাগবেই...
”হারিকেনের পাখা গজায় ..বিবাহের..কালে"
সুন্দর হইছেনা...
সঠিক উত্তর দিতে না পারার জন্য তুমারে..
@ইমরান দাদা
আর ছবিটাতো একদম আমাদের ইমরান দাদা'র মতো লাগতেছে তাইনা?
আফ্রুর তোলা
সাদিয়া'পুর তোলা।
আমার পক্ষ থেকে
হারিয়ে যেতে চাই
ঐ দূর নীলিমায়
লাগেনা ভালো আর
দুনিয়ার এই হাহাকার
ইচ্ছে করে পালিয়ে বাঁচি
নাহয় নির্জনে একলা মরি
ভালো লেগেছে, ধন্যবাদ।
আগে একটু ফ্রেশ হয়েনিন, তারপর একটু অরেন্জ জ্যুস।
আপ্নার মন্তব্য দেখে অন্যরকম একটা খুশি লাগলো। ধন্যবাদ আপিজান।
কি সুন্দর ছন্দের সাথে ছন্দের মিল করে লিখেছেন ,
আফসোস আমি যদি এমন করে লিখতে পারতাম :(
অনেক ভালো লাগলো দুইবার পড়েছি ।
মন্তব্য করতে লগইন করুন