মিস করছি ভীষণ
লিখেছেন লিখেছেন সূর্যের পাশে হারিকেন ১৫ এপ্রিল, ২০১৪, ০৩:৪৩:০৫ দুপুর
যাদের লেখায় হাসতাম, কাঁদতাম, অনুপ্রাণিত হতাম, চেনা জিনিসকেও নতুনকরে ভিন্ন এঙ্গেলে দেখার কৌশল শিখতাম, বাস্তব জীবনে দেখা/শুনা/ঘটে যাওয়া ঘটনাথেকে নিজের জীবন মসৃণভাবে পরিচালনা করার জ্ঞান অর্জন করতাম - এমন সব ব্লগার ভাই/বোনদেরকে রেখেছিলাম, আমার "প্রিয় ব্লগারদের" তালিকায়। না... না... আমার মনের আঙ্গিনায়।
কিন্তু দুখঃজনক হলেও সত্য যে আজ সেই তালিকার অনেক ব্লগার "আমার প্রিয় তালিকা"য় থাকলেও ব্লগে নেই অনেক দিনধরে জানি কেউ চলে গেছে রাগ করে, অভিমান করে - কেউ আসেনা আলসেমি করে - আবার কেউ গেছে এই বলে - "সাজাবো জীবন নতুনকরে"।
কিন্তু আমি এখনও আছি আপ্নাদের অপেক্ষায় তাই অনুরোধ করছি: সব ভেদাভেদ ভুলে সব অপরাধ ক্ষমাকরে সব আলসেমি ঝেড়েফেলে - ফিরে আসুন - আগের নীড়ে গড়েতুলবো সুন্দর জীবন - রাঙিয়ে দেবো এই ভুবন।
ভিজিটর কিংবা কমেন্টার হিসেবে নয়, ব্লগার হিসেবে চাই নিত্যনতুন ব্লগের উপহার।
আমার প্রিয় তালিকায় থাকা যে ১০ জনের লেখা ভীষণ মিস করছি
(১) জোছনার আলো
সর্বশেষ পোস্ট >> *শিরোনামহীন আত্মকথা*
লিখেছেন ৩০ জানুয়ারি, ২০১৪, ১০:৫৮:৫৬ সকাল
-----------------------------------------------------------
(২) সাইদ
সর্বশেষ পোস্ট >> বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর-সাদকার মাধ্যমে চিকিৎসা !!!
লিখেছেন ২৮ জানুয়ারি, ২০১৪, ০৯:৪৫:১৪ সকাল
-----------------------------------------------------------
(৩) কবিতা
সর্বশেষ পোস্ট >> মায়ের পেটের ভাই কোথায় পাওয়া যায়।
লিখেছেন ১২ অক্টোবর, ২০১৩, ১১:৫৩:০৯ সকাল
আমি কি অভিমানী, আমার এই কবিতাপু আমারচেয়ে অন্নেক বড় অভিমানী।
-----------------------------------------------------------
(৪) পেন্সিল
সর্বশেষ পোস্ট >> রাষ্ট্রভাষা হিন্দি চাই
লিখেছেন ১৮ ডিসেম্বর, ২০১৩, ১১:৫৭:৫২ সকাল
-----------------------------------------------------------
(৫) গন্ধসুধা
সর্বশেষ পোস্ট >> সন্ধ্যাবাতির সন্ধানে
লিখেছেন ০৬ জানুয়ারি, ২০১৪, ১১:০৯:১৭ রাত
-----------------------------------------------------------
(৬) উম্মু রাইশা
সর্বশেষ পোস্ট >> স্পেশাল নীড বাচ্চা যেন শুধু আল্লাহর আশির্বাদ.....।
লিখেছেন ০৩ মার্চ, ২০১৪, ০২:৫৩:৫০ রাত
-----------------------------------------------------------
(৭) সুমাইয়া বিনতে আফসারী
সর্বশেষ পোস্ট >> এক মজার সালিসী
লিখেছেন ২১ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:১০:৪৮ দুপুর
-----------------------------------------------------------
(৮) বইয়ের পাতায় রোদের আলো
সর্বশেষ পোস্ট >> ছিন্ন পাতার সাজাই তরণী
লিখেছেন ০১ নভেম্বর, ২০১৩, ০৬:৩৩:০৬ সন্ধ্যা
ইনি কিন্তু কয়েকদিন আগে বিশেষ কয়জনের অনুরোধে উদয় হয়েছিলেন, সেই বিশেষ কয়েকজনের ব্লগে কমেন্ট করার মাধ্যমে। এরপর হাওয়ায় মিশেগেছেন
-----------------------------------------------------------
(৯) আওণ রাহ'বার
সর্বশেষ পোস্ট >> জীবন পথের সাথী।
লিখেছেন ১৮ জানুয়ারি, ২০১৪, ০৮:৫৪:১২ রাত
ইনি কিন্তু নিয়মিত কমেন্টার। নিজে ভালো লিখতে পারে কিন্তু আলসেমি+ঘুমের কারনে লিখেন্না কিচ্ছুই।
-----------------------------------------------------------
(১০) ঝিঙেফুল
খুশির খবর হলো ইনি আজকে সকালথেকে আমাদের সাথে জয়েন করেছেন কমেন্ট এর জবাব দেয়ার মাধ্যমে দীর্গ ৩ মাস ৫ দিন (৯৫ দিন) পরে। আর ইনি যে কত্ত সুউইট লিখতে পারেন, তা নিচের পোস্ট না পড়লে কেউ বুঝতে পারবে না।
সর্বশেষ পোস্ট >> ঝিঙেফুলের পুঁথি পাঠের আসর
লিখেছেন ১০ জানুয়ারি, ২০১৪, ০৫:২০:২৯ বিকাল
আমার আগের পোস্টঃ- দাম্পত্য জীবন বিষয়ক বই এর খুব ছোট্ট (সচিত্র) পর্যালোচনা (আপডেটেড্) পড়ার অনুরোধ রইলো।
বিষয়: বিবিধ
৫১৮৪ বার পঠিত, ১২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সবাই চলে আসবে।
সল্টি মামা সরি মামা হৃদিতাপু রোজাপু কন্যাপু সব্বাই কেমন আছেন?
সল্টি মামাটার লেখা অন্নেক দিন ধরে পড়ছিনা।
সুন্দর করে থাকবো মোরা সবাই মিলেমিশে
সাজাবো মোরা নতুন জীবন দ্বীনি পরিবেশে
প্রশান্ত আত্মাকে ধন্যবাদ।
বলবো যখন দেখা হবেঃ-
এভাবে আমাদেরকে
একলা একা রেখে
আপ্নারাকি থাক্তে পার্বেন সুখে?
আমার সাথে থাকার জন্য
পিলাচ শুকরিয়া ধন্যবাদ
সব ঠিক আছে কিন্তু শেষে এসে তুমি নিজের ব্লগের এডভাটাইজমেন্ট করলা কেন????? তাই তোমারে
যাদের সাথে বেয়াদবি করছো যেমন: ঝিঙে তাদের কাছে নাকে খত দিয়ে মাফ চাও নচেত কিন্তু আরো বড় কোন বুলডোজার আসবে।
সকালে ঝিঙের রিপ্লাই পেয়ে খুব খুশি লাগছে
ওটাতো একটা দাওয়াত, অনেকেই দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য ইসলামী পদ্ধতিকে অনুসরণ করতে চায়, কিন্তু নিজের অজান্তেই কিংবা প্রয়োজনীয় উপকরণগুলো'র ধারণা না থাকার কারনে তা আর হয়েউঠেনা জীবনে।
আরেকটা কারনঃ
পোস্টটি আরেকটা ড্রাফ্টকে এডিট করে পোস্টকরার কারনে আমার ব্লগেলিস্টে অন্নেক নিচে পড়েগেছে, তাই বেচারাকে উদ্ধার করার একটা প্রচেষ্টা।
নাকে খত দিয়ে কীভাবে জানি মাফ চায় আগে তুমি একবার করে দেখাও, তার্পর নাহয় আমি তোমাকে ফলো কর্বো
মাইনড করছো???
এই ব্লটা যেমন ভাল ব্লগারদের জায়গা তারে ছাড়া চলেনা তেমনি দুস্টামির জন্য তুমি রাজা তোমার দুস্টামি ছাড়াও জমে না।
বিশ্বাস না হলে আরু/আফরু/ফাতি/ঝিঙে/আরো অনেকেই আছে জিজ্ঞাসা করো।
আল্লাহর সন্তুস্টির জন্য।
তুমারে কে কইছে আমি দুষ্টু *- কত্ত সিধা ছেলে আমি। আফরু/আরুরা সবাই সাক্ষি দেবে @ইমরানদাদা
এই লোকটা মহা গ্যাঞ্জাম পাকায় দ্বীতিয় গ্যাঞ্জাম ভাই।
আসুন - প্রিয়দের বলবোঃ-
ফিরে আসুন ভাইয়ারা আপুরা সবাই
সুষ্টু সুন্দর ব্লগিংকরি টুডে'র আঙ্গিনায়
করবোনা আর বাড়াবাড়ি করবো নাকো রাগ
কারও কথায় কারও মনে নাপড়ে যেন দাগ
কাদেনাপু কাদেনা।
আপ্নাকে আর ঝিঙেফুলকে ফিরেপেয়ে আমরা ভীষণ খুশি। দুয়াকরি - আল্লাহ্ যেন আপ্নাদের সব প্রতিবন্ধকতা দুর করে দেন।
আর ভাইয়ামণিদের ব্যাপারেতো কিছু বল্লেন্না যে
বিয়ে কর্তে পার্বো কিনা সন্দেহ আছে কারন - আমাকে নাকি প্রতিষ্ঠিত হতে হবে বিয়ে করার জন্য। আর প্রতিষ্ঠিত হতে আরও কয় "দশক" লাগে আল্লাহই ভালো জানেন
আবারো চা চা করলে!!!
প্রিয় পেন্সিল
কালো রং আপ্নার খুব পছন্দ মনেহয়
তোমার কাজ/কাম নাই। তোমার মামনির কাছে বিচার দিব ঠিকানা দাও।
http://lighthouse24.org/blog/ এ না আসা পর্যন্ত তোমার সাথে কোন কথা হপেনা, বিচার দিতেও পারবা না
আসুক মিলন মেলায়,
প্রত্যেকের লিখা দেখতে চাই আবার
সবাই আসবে ফিরে
টুডে ব্লগে
অপেক্ষার প্রহর গুণছে
ব্লগের সবাই মিলে
ফিরে আসো বন্ধুরা
আসুন সবাই মিলে টুডে ব্লগকে সাজাই সুন্দর সুন্দর লেখা আর মন্তব্য দিয়ে।
হাসবো মোরা সবাই মিলে
কাঁদবো মোরা দুখঃ পেলে
যেও নাকো এভাবে চলে
খুশি হবো সবাই আসলে
আপ্নাকে আমার পাতায় দেখে ভীষণ খুশি লাগছে।
ভাইয়া ।
জানি হারিয়ে গেলেও কেউ খুঁজবে না আমায়
হ্যারি আপ্নার কথা মনে রাখবে ইনশাআল্লাহ। হারিয়েগেলেও খুঁজে বের করার চেষ্টা করবো
ব্যাস্ততার জন্য ব্লগে আসা হয়না তবে আমিও আপনাদের ও টুডে ব্লগ কে অনেক অনেক মিশ করি. ইচ্ছা আছে আবার নিয়মিত হবো, আমার জন্য দোয়া করবেন.
আমার কথা মনে রাখার জন্য ধন্যবাদ.
জাযাকাল্লাহ.
আপনাকে পেয়ে ভীষণ খুশি লাগলো নিয়মিত হতে পারলে ভালো হতো।
চেষ্টা করবেন ভাইয়া.... ব্যস্ত সময়েও অন্তত সপ্তাহে একবার আসার জন্য। যাজাকাল্লাহু খাইর। ফীআমানিল্লাহ্
মন্তব্য করতে লগইন করুন