স্বামী-স্ত্রীর করনীয় বর্জনীয়
লিখেছেন লিখেছেন সূর্যের পাশে হারিকেন ২৯ মার্চ, ২০১৪, ০৫:৩৫:১১ বিকাল
-দাম্পত্য জীবনের মৌলিক মাস্আলা-মাসায়েল
-বিবাহ এর বিধি-নিষেধ / শরীয়তের আহকাম
-স্বামী-স্ত্রীর অধিকার / করনীয় / বর্জনীয় বিষয়ক .... কিছু নির্ভরযোগ্য লেখকের বই এর নাম প্রয়োজন (জরুরি ভিত্তিতে)।
বি.দ্রঃ বইগুলো আমার অতি আপন একজনকে উপহার দেয়ার জন্য (যার শুভ কাজটি এক মাসের মধ্যে হতে যাচ্ছে, ইনশাআল্লাহ)।
বিষয়: বিবিধ
২১০৩ বার পঠিত, ৮৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বই সংগ্রহ করে তোমারে বার্তা পাঠাবোনে।
তাহলে জাহরাই!!!!!!!!!!!!!!!
হাহ হা মজা পেলাম
ছোট্ট ভাইদের কি হোপে?
একটা বই আছে “পরিবার” শিরোনামে লেখকের নাম মনে পড়ছে না।
বিবাহ সম্মন্ধ্যে এখানে কিছু আর্টিকেল পাবে..এখানে চলো
পরিবার বিষয়ক প্রবন্ধ – স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব
পরিবার বিষয়ক প্রবন্ধ – সৌভাগ্যময় ঘর
বইঃ সন্তান প্রতিপালন
বিভিন্ন বিষয়ের উপর আর্টিকেল
শিরোনাম: আদর্শ পরিবার লেখক: আব্দুর রাযযাক বিন ইউসুফ বইটিতে ইসলামের বিধান অনুযায়ী কিভাবে সুন্দর, শান্তিপূর্ণ তথা একটি আদর্শ পরিবার গঠন করা যায় এবং কিভাবে এর মাধ্যমে ইহকালীন শান্তি, সমৃদ্ধি ও পরকালীন মুক্তি লাভ করা যায় সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে। একটি আদর্শ পরিবার গঠনের ক্ষেত্রে বিবিধ বিষয়াবলী জানার জন্য বইটি সকলের পড়া উচিৎ।
যেসকল আর্টিকেলের লিংক দিলাম সেগুলো প্রিন্ট করে দিতে পারো।
আর বই গুলো কিনে দিতে পারবে ইনশাআল্লাহ।
যাইহোক .... তোমার বইগুলো দেখবো আগে অনলাইনে, হয় প্রিন্ট না হয় কেনার চেষ্টা করবো। তবে " নাসিরুদ্দিন আলবানীর" বইটা আমি কয়েকটা দোকানে সার্চ করছিলাম, পাওয়া যায়নি।
ব্যাস্ত তাই অনলাইনে কম আসি।
দেখি বইটার লেখকের নাম পেলে জানাবো ইনশাআল্লাহ।
হার্ড কপি চাই
আমাদের জন্য ঘটকালি করতে যেয়ে নিজেই কবুল বলবে
আমি শিওর।
ফাতিমা মরিয়ম আপাজির ভাত মারতে চাইনা তাই এই কাম করিনা।
@রাহবার,
এত শিওর কেমনে হইলা আমার বউরে তোমার কথাটা বলতে হবে। তার পরে তোমার বারোটা বাজানোর জন্য সেই যথেস্ট
ফাতিমাপুও অসহায় ঘটক!?
@রাহিক, ইমরান দাদা'র বউ নাকি দাদাকে বাপের বাড়ি যেতে দেয়না, ২য় বিয়ে ক্রার ভয়ে, তয় ভাবিও বুঝি তোমার মতোই এক্সপার্ট ইমরান দাদা'র ব্যাপারে।
আওণ রাহ'বারলিখেছেন : ওলে আমাল লক্ষি আপুটারে।
আমার আপুটার কি হোলো।
আমার আপুটার মনটা খারাপ কেনু।
ওলে হারিকাপুটারে।
কান্দেনা কান্দেনা
কানের দুল কিনে দেবো
আলতা কিনে দেবো।
(কপি করেছি আবু তাহের ভাই এর ব্লগ থেকে)
ব্যচলার প্রমান করার জন্য এটাই শেষ সুযোগ, তাইনা? বইএর নাম দিতে কি বিয়েকরা শর্ত? তোমারে একটা নাম দিবো আমরা, এখন "বাপের নাম" একটা দিছেন, নাম ধরে বকাঝকা করতেও পারছি না। তোমারে কানমলা সহ মাইনাচ
আগের যুগের পরিবেশতো কম্প্যারেঠিভলি অনেক সুষ্ঠু ছিলো, মানুষবান্ধব ছিলো। বর্তমান সময়ের পরিবেশেতো বন্ধন নষ্ট করার জন্য যতরকমের উপায় দরকার সবই আছে, প্রত্যেক মুহুর্তে সবশ্রেনীর মানুষকে আক্রমন করেই চলছে, তাথেকে রেহাই পাবার জন্য কোন বিকল্প পথ আছে কি ইসলামী পদ্ধতি ছাড়া?
এই বইগুলোর শিক্ষাতো শুধুমাত্র বন্ধন মজবুত করার জন্য নই, বন্ধনের মাধ্যমে বৈধ হওয়া সবরকমের সুখ, আনন্দকে তৃপ্তিসহকারে কোনরকমের অস্বস্তি, আতঙ্ক ছাড়া উপভোগ করার জন্য। বইতে বর্ণিত বিধি নিষেধ, নিয়ম কানুন মেনে চলতে পারলেই জান্নাতী (দম্পতি) পরিবেশ দুয়াতেই দেখা যাবে (বলে আমি বিশ্বাস করি)।
চিন্তাকরে দেখলে আপনার ধারণাটা ভুল মনেহবে।
আপনার ইচ্ছে করলে এখানে একটা
দাম্পত্য জীবন বিষয়ক বই এর খুব ছোট্ট (সচিত্র) পর্যালোচনা আছে, পড়ে দেখতে পারেন কয়েটকটা বই কিনে।
রাব্বুল আলামীনের কাছে দুয়া করি - আপনার বন্ধনটা সুখের হোক, শান্তির হোক, শুধু দুনিয়াতে নয় আল্লাহ্ যেন আপনাদের বন্ধনটাকে জান্নাতেও একসাথে থাকার জন্য কবুল করে নেন। আমীন।
হারি,,,,
তোমার উত্তর দেয়ার স্টাইল ইদানিং অনেক সুন্দর হইছে। জাজাকাল্লাহুখায়রান। পুলকিত হইলাম হে ইসলামের সহদর।
তোমার উপহার
প্রিয়া ইমরান দাদা, যদি কোন পরিবর্তন হয়েথাকে আমার মধ্যে, এটাতো তোমাদেরই অবদান, তোমাদের সংস্পর্শেইতো আমার এই উন্নয়ন। আল্লাহ তোমাকে ও ফ্যামিলি'র সবাইকে কবুল করে হেদায়াত দান করেন।
তোমার উপহার সাদরে গ্রহণ করিলাম তোমার জন্য এটা >>
উপরে ডাক্তার ই.. আছে তাকে চোখ দেখাও
আর, উপহার পছন্দ হইছে গ্রহন করলাম অন্তর থেকে
আমার এখন এরখম মনে হচ্ছে...
মন্তব্য করতে লগইন করুন