কেন এমন হয়?

লিখেছেন লিখেছেন সূর্যের পাশে হারিকেন ৩০ মার্চ, ২০১৪, ০৭:১৯:৪৪ সকাল



দিনগুলো কেন এমন হয়?

সাত সকালে উঠে

চিন্তা মাথায় নিয়ে

কষ্টভরা স্মৃতি নিয়ে

অফিসে কেন যেতে হয়?

Chatterbox Chatterbox

কারনে অকারনে

হজম করতে হয়

সিনিয়রদের বোকামী

ভুল হলেও কেন তা

আমায় মেনে নিতে হয়?

Chatterbox Chatterbox

বস'ও যখন আটকে যায়

আধুনিক প্রযুক্তির অজ্ঞতায়

জানার পরও আমায় কেন

না জানার ভান ধরতে হয়?

বোকা বনে থাকতে হয়?

Chatterbox Chatterbox

ভালো হলেও পারফমেন্স

কেন তেল মাজতে হয়?

ওনাদের পিছন ঘোরে ঘোরে

প্রশংসার গাণ গাইতে হয়?

ভুলের সাপোর্ট দিতে হয়?

Chatterbox Chatterbox

অনিয়মে ভরা পৃথিবিতে

কেন নিয়ম লিখতে হয়?

কেউ মানে না এসব নিয়ম

তবুও কেন বলতে হয়

নিয়মের দোহায় দিতে হয়?

Chatterbox Chatterbox

আমার মাথায় কেন এসব

বাসা বেধে পড়ে রয়?

উত্তর জানা থাকার পরও

কেন জানতে ইচ্ছে হয়?

দুনিয়াতে কেন এমন হয়?

-------------------------------------------

শুক্রবারেও কেন আমায় অফিস করতে হয়?

-------------------------------------------

At Wits' End At Wits' End At Wits' End At Wits' End

ডেডিকেটেড টু মাই ডিয়ার কাজিন "আওণ রাহ'বার ওরফে রাহিক" Sad Sad

বিষয়: বিবিধ

১৪৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File