দাম্পত্য জীবন বিষয়ক বই এর খুব ছোট্ট (সচিত্র) পর্যালোচনা (আপডেটেড্)

লিখেছেন লিখেছেন সূর্যের পাশে হারিকেন ০১ এপ্রিল, ২০১৪, ০৬:৫৪:২৫ সন্ধ্যা



কয়েকদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম স্বামী-স্ত্রীর করনীয় বর্জনীয়ঃ- দাম্পত্য জীবনের মৌলিক মাস্আলা-মাসায়েল, শরীয়তের আহকাম বিষয়ক .... কিছু নির্ভরযোগ্য লেখকের বই এর নাম প্রয়োজন শিরোনামে।

সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্য। যাজাকুমুল্লাহু খাইরান Praying Praying

যেসব বই এর নাম দিয়েছেন আপনারা, তা হলোঃ-

কলহমুক্ত সুন্দর সুখের দাম্পত্য জীবন গড়েতুলার জন্য কম্পক্ষে একটি বই হলেও পড়ে দেখুন, মেনেচলার চেষ্টা করুন, বিশ্বাসের ও স্বস্তির জীবনের আনন্দ উপভোগ করুন।

১/ আদর্শ পরিবার - আবদুর রাযযাক বিন ইউছুফ (প্রকাশনায়: হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ)

২/ কুরআন ও সুন্নার আলোকে আদর্শ বিবাহ ও দাম্পত্য - আবুদল হামিদ মাদানী

৩/ সংসার সুখের হয় পুরুষের গুণে - মাসুদা সুলতানা রুমী

৪/ পরিবার ও পারিবারিক জীবন - মওলানা মুহাম্মাদ আবদুর রহীম

৫/ কুরআন হাদিসের আলোকে পারিবারিক জীবন - আশরাফ আলী থানবী রহঃ

৬/ বাসর রাতের আদর্শ - নাসিরুদ্দিন আলবানী

৭/ বিয়েঃ স্বপ্ন থেকে অষ্টপ্রহর - মির্জা ইয়াওয়ার বেগ (সিয়ান পাবলিকেশান)

৮/ বাংলা ইসলামিক বইয়ের বিশাল ই-বুক কালেকশন এর "সীরাত ওজীবনী" বিভাগের ১৯ নং থেকে ৫০ নং বইসমুহ


(হয়তো) সবগুলো বই-ই সুন্দর লিখনি, কুর'আন/হাদীস এর রেফারেন্স, ইসলামিক বিধি-নিষেধের, মাস্আলা/মাসায়েল ও দেশের চলতি পারিবারিক নিয়মের সবিস্তার ব্যাখা সহ সুসজ্জিত, প্রকাশিত ও মুদ্রিত।

আমিই হতভাগা অলস! সবগুলো বই দেখে (কিংবা ক্রয়করে) পড়ে নেয়ার মতো সময় কিংবা সুযোগ ছিলোনা। অন্যদিকে কিছু বই পাওয়াও যাচ্ছিলনা (অন্তত আমি যেসব দোকানে সার্চ করছি)। (দোকানদার এর দেখানো বিভিন্ন লেখকের) অনেকগুলো বইথেকে আমার কাছে যে বইগুলো বেশি ভালো লেগে "হার্ড-কপি" সংগ্রহ করলাম, তা হলোঃ-

১ - বাসর রাতের আদর্শ - নাসিরুদ্দিন আলবানী - Click this link এ বইটিতে প্রায় প্রত্যেকটা করনীয় বর্জনীয় বিষয়ে কুর'আন, হাদীসের সরাসরি রেফারেন্স দেয়া আছে টিকার মাধ্যামে।

২ - পরিবার ও পারিবারিক জীবন - মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (দাম = ২২৫ টাকা, বড় সাইজের ৩৯১ পৃষ্ঠা) এ বইটিতে দাম্পত্য জীবনের প্রায় সব বিষয়ের আদেশ/নিষেধ/হুকুম-আহকাম (কুর'আন, হাদীসের রেফারেন্স সহ) বিস্তারিত আলোচনা আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ। বিবাহিত/অবিবাহিত সবার পড়া উচিত বলে মনেকরি।

৩ - সুখী পরিবার ও পারিবারিক জীবন - পিস পাবলিকেশন-ঢাকা (১২৫ টাকা, মিনি সাইজ ৩২৮ পৃষ্ঠা) এ বইটিতেও প্রায় সব বিষয়ে আলোচনা আছে, তবে খুব সংক্ষেপে।

৪ - সংসার সুখের হয় পুরুষের গুণে - মাসুদা সুলতানা রুমীর (২০ টাকা, মিনি সাইজ ৪০ পৃষ্ঠা) এ পুষ্তিকাটি খুব ছোট হলেও বাস্তব জীবনের কিছু মজার ঘটনাসহ সুখী পরিবার গড়েতোলার জন্য পুরুষের ভুমিকার বিভিন্ন ইঙ্গিত রয়েছে।



এখানেও অনেক গুরুত্বপূর্ণ কিছু রিসোর্স আছেঃ-

(১) হাদীসবিডি ডট কম এর দাম্পত্য জীবন বিষয়ক প্রশ্ন উত্তর

(২) তুহফাতুল আরুস (নববধূর উপঢৌকন) - মাহমুদ মেহদি ইস্তান্বুলি


---------------------------------------------

বেশি বেশি বই পড়ুন।

সঠিক জ্ঞান অর্জন করুন।

সৎপথে অটল থাকুন।

সুখের সংসার গড়ে তুলুন।

---------------------------------------------













বিষয়: বিবিধ

৬১২৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File