প্রিয় সেনাবাহিনী
লিখেছেন লিখেছেন হৃদয় আমার তলোয়ার ২৬ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:৩৬:৪২ রাত
প্রিয় সেনাবাহিনী
আপনার কি পারবেন আমাদের দেশপ্রেমিক শহীদদের ফিরিয়ে দিতে? জানি পারবেন না, কারণ এই রকম ক্ষমতা মানুষকে আল্লাহ তায়ালা দেয়নি। বলুন, আপনার কি পারবেন আমাদের এই ক্ষতটা মুছিয়ে দিতে? আপনারা কি পারবেন সেই সব হায়নাদের বিচার করতে যারা আমাদের দেশপ্রেমিক বীরদের শহীদ করেছে? আপনার কি পারবেন সেইসব চক্রান্তের বেড়াজাল ছিন্ন করতে? যে শিকার হয়েছে আমাদের প্রানপ্রিয় সেনাবাহিনী এবং যে চক্রান্তের শিকার হয়ে আমাদের সার্বভৌমত্ব বিলীন হওয়ার পথে।
হে প্রিয় সেনাবাহিনী
আপনার কি ভুলে গেছেন, আপনাদের প্রিয় সকর্মীদের লাশের ছবি? আপনারা কি ভুলে গেছে সেইসব শিশুদের যারা বাবা অথবা মা বাবা উভয়ের পথে এখন চেয়ে আছে, কখন খোকা বলে ডেকে কুলে নিবে? আপনারা ভুলে গেছেন সেই সব বিধবা মা বোনদেরকে যারা তাদের স্বামীকে হারিয়েছে? আপনারা কি ভুলে গেছেন সেইসব নারীদেরকে যারা একটি স্বাধীন দেশে পিলখানায় ধর্ষিত হয়েছিল?
হে প্রিয় সেনাবাহিনী
জনগণ আপনাদের দিকে তাকিয়ে আছে, কবে আপনারা এই দেশকে সত্যিকারে স্বাধীন দেশে পরিনিত করবেন। কবে আপনার সেইসব শকুনদেরকে মুখে লাথি দিয়ে বলবেন "আমরাই পারি"। মনে রাখবেন, ১৬ কোটি মানুষের মধ্যে ১৫ কোটি মানুষ আপনাদের সাথে আছে। এই দেশ রক্ষা করা সবার কর্তব্য তবে দ্বায়িত্বটা আপনাদের বেশি।
বিষয়: বিবিধ
১০৫৭ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
একটি অনৈতিক জাতি তার সন্তানদের কাছে কি আশা করতে পারে?
মন্তব্য করতে লগইন করুন