ইসলাম একটি জীবন ব্যাবস্থা

লিখেছেন লিখেছেন হৃদয় আমার তলোয়ার ২১ অক্টোবর, ২০১৩, ০৯:৩৩:২৮ রাত

ইসলাম একটি চিরন্তন জীবন ব্যাবস্থা, যাতে নতুন পুরানের ব্যবধান নেই। এই পার্থক্য শুধু মানব রচিত জীবন ব্যাবস্থা, সভ্যতা-সংস্কৃতি ও ভাষা-সাহত্যে বর্তমান। যে জাতি এই চিরন্তন ব্যাবস্থা গ্রহণ করবে, নিজেদের পথ চলাকে এর সংগে জুডে দিবে তারাই পৃথিবীর বুকে ঠিকে থাকতে পারবে। স্থান-কালের প্রতিবন্ধকতা তাদেরকে স্পর্শ করতে পারবে না। সেই প্রতিবন্ধকতা কোনো বিপ্লব বা রেনেসাঁর কারণেও যদি হয় তবুও সকল বস্তুবাদী শক্তি তাদের সামনে মাথা নত করতে বাধ্য হবে। এটাই ছিল সাহাবায়ে কেরামের সাফল্যের মূলকথা। তারা নিজেদের শক্তি ও আল্লাহপ্রদত্ত যোগ্যতার হিসাব কষেছেন। তারপর তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে, রোম ও পরাস্য মতো শক্তিধর ও সমর

শক্তিতে বলিয়ান সরকারগুলোর সংগে তাদের পেরে ওঠার সম্ভব নয়। কিন্তু তারা রাসুল (সাঃ) কর্তৃক আনিত সেই চিরন্তন ব্যাবস্থাকে গ্রহণ করেছেন এবং এর জন্য নিজেদের জান-মাল জীবন-মান ওয়াকফ করে দিয়েছেন। ছিন্ন করেছেন জীবনের সকল বন্ধন। ভবিষ্যতের সকল পরিকল্পনা ঝেড়ে ফেলেছেন। তারা নিজেদেরকে ইসলামের সংগে এমনভাবে জড়িয়ে নিয়েছেন যে, তাদের ব্যতীত ইসলামের মহীরুহে ফুল ফুটত না। আবার তারাও ইসলাম ছাড়া জীবিত থাকতে পারতেন না। যখন তাদের মাঝে এই উচ্চাভিলাষ ও সাহসিকা প্রকাশ পায় এং আল্লাহ তায়ালা তাদের হৃদয়কে কল্যাণ ও তাকওয়ার নিক্তিতে পরিমাপ করেন, তখন তারা খোদায়ী নুসরতের উপযুক্ত হন, তখন আল্লাহ তায়ালা সারা পৃথীবিতে তাদের বিজয় দান করেন এবং ভূপৃষ্ঠে তাদের কদম মোবারক সুস্থির করে দেন।

বিষয়: বিবিধ

১১০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File