দেশ এখন মধ্যম আয়ে।

লিখেছেন লিখেছেন অরণ্যে রোদন ০৩ জুলাই, ২০১৫, ০৬:৩৯:০৩ সন্ধ্যা

এখন আমরা নিম্ন মধ্য আয়ের দেশ। বেশ তো,

তাই বলে কি দেশের রেল ষ্টেশনে ও ফুট পাতে ঘুমানো আগের চাইতে একবেলা বেশি খেতে পারবে? বেদে পল্লীর মেরিনা কিংবা ফুটপাতের আজগর মিয়াদের সংসারে সবার কপালে তিনবেলা খাবার জুটবে?

যদি এই অর্জনের কারণে ওদের কপালে অন্তত দু বেলা খাবার জোটে তবে সবার সাথে আমিও তৃপ্তির ঢেকুর তুলবো,

আর যদি ওদের কপাল আগের জায়গায় থেমে থাকে তাহলে অহেতুক বগল বাজিয়ে লাভ কি!!

জেনেই বলছি-এ অর্জনে ওদের ভাগ্যের চাকা বিন্দুমাত্র বদলাবে না। সংশোধিত হবে টেক্সটবুক আর সাধারণ জ্ঞানের বইয়ের পাতা, ভারি হবে রাজনৈতি গলাবাজি!

অর্জন আপাতত এতটুকুই।

বিষয়: বিবিধ

৯৫৮ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

328471
০৩ জুলাই ২০১৫ রাত ১০:১৮
ব্লগার শঙ্খচিল লিখেছেন : পিলাচ
328474
০৩ জুলাই ২০১৫ রাত ১০:২৬
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
328478
০৩ জুলাই ২০১৫ রাত ১০:৩৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : থাতায় কলমে বাড়ছে বেশ।
এই কি তবে আমার দেশ!!
328482
০৩ জুলাই ২০১৫ রাত ১১:২৮
সেলিম উদ্দিন৭২১ লিখেছেন : সংবাদটা পড়ে প্রীত হলেম। এবং সম্প্রতি দেখলেম হাতির উপর বসে ভিক্ষার নামে চাঁদাবাজি । সত্যিই দেশ এগিয়ে যাচ্ছে!!!!
328501
০৪ জুলাই ২০১৫ রাত ০২:০১
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ডিজিটাল ফকিরের জ্বালায় ঘর থেকে বেরুতে পারি না? আর মধ্যম আয়..??ইয়াবা ব্যবসায়ীদের জন্য হতে পারে?
অনেক ধন্যবাদ।
328619
০৪ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৫১
অরণ্যে রোদন লিখেছেন : ভাই ব্যাবসা ত এই দেশে এখন এক দলের লোক ই করে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File