দেশ এখন মধ্যম আয়ে।
লিখেছেন লিখেছেন অরণ্যে রোদন ০৩ জুলাই, ২০১৫, ০৬:৩৯:০৩ সন্ধ্যা
এখন আমরা নিম্ন মধ্য আয়ের দেশ। বেশ তো,
তাই বলে কি দেশের রেল ষ্টেশনে ও ফুট পাতে ঘুমানো আগের চাইতে একবেলা বেশি খেতে পারবে? বেদে পল্লীর মেরিনা কিংবা ফুটপাতের আজগর মিয়াদের সংসারে সবার কপালে তিনবেলা খাবার জুটবে?
যদি এই অর্জনের কারণে ওদের কপালে অন্তত দু বেলা খাবার জোটে তবে সবার সাথে আমিও তৃপ্তির ঢেকুর তুলবো,
আর যদি ওদের কপাল আগের জায়গায় থেমে থাকে তাহলে অহেতুক বগল বাজিয়ে লাভ কি!!
জেনেই বলছি-এ অর্জনে ওদের ভাগ্যের চাকা বিন্দুমাত্র বদলাবে না। সংশোধিত হবে টেক্সটবুক আর সাধারণ জ্ঞানের বইয়ের পাতা, ভারি হবে রাজনৈতি গলাবাজি!
অর্জন আপাতত এতটুকুই।
বিষয়: বিবিধ
৯৭০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই কি তবে আমার দেশ!!
অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন