অধিকার আদায়ে ব্লগারদের ভূমিকা
লিখেছেন লিখেছেন গুডলাক ২৮ আগস্ট, ২০১৫, ০৭:৫৩:৫৩ সন্ধ্যা
গত ২২শে আগষ্ট ২০১৫ইং কমিউনিটি ব্লগারস ফোরাম(সি বি এফ)জিদ্দার উদ্যেগে
অনুষ্ঠিত হয় সেমিনার উপরোক্ত বিষয়ে।
সদস্য সচিব আবু ফারিহার পরিচালনায় সেমিনারে সভাপতিত্ব করেন সি বি এফ জিদ্দা কমিটির সভাপতি ইবনে আহমেদ এবং প্রধাব অতিথি ছিলেন সি বি এফ
কেন্দ্রিয় সভাপতি প্রবাসী মজুমদার, তিনি জিদ্দা সি বি এফ এর নতুন স্থায়ী কমিটির নাম ঘোষনা করেন।
অনুষ্ঠান শুরুর আগেই হলরুমটি সরগরম হয়ে উঠে।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক গবেষক ও মিডিয়া ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম, তাঁর আলোচনা সবাইকে মুগ্দ করে।তিনি বলেন,অধিকার ব্যপক বিষয়,এ বিষয় ব্লগারদের সচেতন হতে হবে কারন আজ অধিকার হারা মানুেষে আত্মচিতকার পৃথিবীর আকাশ বাতাশকে ভারী করছে।তিনি আরো বলেন, ব্লগারদের হতে হবে আল্লাহর সিমানা সংরক্ষনকারী তথা অসত্য অসুস্দর মিথ্যা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এবং কল্যানকামী ও সমাজ নির্নায়ক।
আরো বিশেষ অতিতি হিসেবে ছিলেন,শিক্ষাবিদ ডঃমাজহারুল ইসলামতিনি
বলেন,আজকের এই যুগ আমাদের সুযোগ করে দিয়েছে প্রত্যেককে এক একজন মিডিয়া বা প্রকাশক হওয়ার। এর মাধ্যমে আমরা গন সচেতনতা গড়ে তুলতে
পারি। জনগন কেন্দ্রিক সরকার গঠনে ভুমিকা রাখতে হবে।
বিশেষ অতিথি জনাব আসাদুল্লাহ বলেন,বর্তমান সময় সরকারী নিয়ন্ত্রন ও
বস্তুবাদী স্বার্থপুজারী সভ্যতার এ যুগে যখন সকল মিডিয়া অন্ধ,তখন সোসাল মিডিয়া বা ব্লগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ন।
বিষয়: বিবিধ
১২৪৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন