নাস্তিক হাসিনা সরকার দেশকে কোথায় নিয়ে যাচ্ছে?????
লিখেছেন লিখেছেন গুডলাক ১৭ নভেম্বর, ২০১৩, ০২:২৮:৫৩ রাত
না এটা ফিলিস্তিনে ইজরাইলী সরকারের দ্বারা আক্রান্তের ঘটনা নয়। ৬ই মে শাফলা চ্ত্তরের ঘটনাও নয়।এটা ১৬ই নভেম্বর ২০১৩ইং এ আওয়ামী সরকার সীতাকুন্ডে আর এক কালো অধ্যায় রচনা করে।
প্রতিবাদ মিছিল সভা সমাবেশ প্রতিটি নাগরিকের প্রতিটি দলের গনতান্ত্রীক অধিকার। বিরোধী দল তাদের বিভিন্ন দাবী দাওয়া নিয়ে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল বের করে সিতাকুন্ডে আর সে মিছিলে গুলি চালায় আওয়ামী পুলিশ এবং পিচঢালা কালো রাজপত করে রক্তে রন্জিত। দেশের নাগরিকদের টাকায় লালিত এই আওয়ামী পুলিশ দেশের নাগরিকদের বুকে গুলি চালাচ্ছে বার বার।
এভাবে দেশের মানুষের টাকায় লালিত আওয়মী সরকার দেশের মানুষে বুকে গুলি চালিয়ে দেশকে কোথায় নিয়ে যেতে চায়?????
আসুন আর ঘরে বসে থাকা নয়.....প্রতিটি অলি গলি থেকে এদের প্রতিরোধ করি।
বিষয়: বিবিধ
১৭২১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন