হাসিনা ,এখনো বিরোধী দলের প্রস্তাবনায় কান দিচ্ছেনা..দেশে রক্ত গঙ্গা বইয়ে দিতে চায়।

লিখেছেন লিখেছেন গুডলাক ২৩ অক্টোবর, ২০১৩, ০৬:০১:১১ সন্ধ্যা



দেখুন! হাসিনা ,এখনো বিরোধী দলের প্রস্তাবনায় কান দিচ্ছেনা..দেশে রক্ত গঙ্গা বইয়ে দিতে চায়।

৫২ সালে এদেশের মানুষ ১৪৪ ভেঙ্গে রাজপথে নেমে এসেছিলো এবং দাবি আদায় করেছে,তেমনিভাবে ৬৮/৬৯ এর আন্দোলনে অবশেষে ৭১ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে।

আওয়ামী শাষনে আজ পুরো জাতি অতিষ্ঠ।তারা আমাদের গর্বের ধন চৌকষ সেনা অফিসারদের হত্য করে প্লান করে। আমার দেশের সেরা ছাত্র দের গুলি করছে,গুম করছে,পঙ্গু করছে।আলেম ওলামাদের নির্যাতন করছে, দেশের সের সন্তানদের তথা আলেম ওলামাদের জ্যুডিশিয়াল কিলিং এর প্রচেষ্টা চালাচ্ছে।

এসব অপকর্ম হাসিনার প্লানে হয়।যার কারনে আওয়ামী লিগের জনপ্রিয়তা আজ শূন্যের কোটায় অর্থাৎ হাসিনার পায়ের নিচে মাটি নেই। তাই আজ তত্তাবধায়ক সরকারের অধিনে নির্বাচন দিতে ভয় পায়.....

তাই হাসিনা নিজের অধিনে নির্বাচ দিয়ে (যেনতেন ভাবে)আবার ক্ষমতায় এসে আমাদের দেশকে বিরানভুমিতে পরিনত করতে চায়, তথা আলেম ওলামা শূন্য করতে চায় ,মসজিদ মাদ্রাসায় তালা লাগাতে চায়,ইসলাম ইসলামী মূল্যবোধকে নষ্ট করতে চায়।

আসুন প্রয়োজনে জিবন দিয়ে এদের(আওয়ামীদের)দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিরোধ গড়ে তুলি.... আল্লাহ আমাদের সহায় হোন...

বিষয়: বিবিধ

১১৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File