কোন মানবসন্তান হয়তো জানতে চাইবে, আওয়ামী লীগ কি?

লিখেছেন লিখেছেন মিসেল ২৭ অক্টোবর, ২০১৩, ১০:২৫:৪৪ রাত

অনাগত ইতিহাসে কোন মানবসন্তান হয়তো জানতে চাইবে, আওয়ামী লীগ কি? ঐ প্রশ্নের কিছুটা উত্তর দিতে আমার এ ক্ষুদ্র প্রচেষ্টা।

শাহবাগি কি, এ প্রশ্নের সিম্পল একটা উত্তর আছে। ডাবল ষ্ট্যান্ডার্ড ভন্ডের দল। কিন্তু আওয়ামী লীগ কি? তার কোন সরল উত্তর নাই।

কারো মতে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল। কেউ বলেন এইটা মাফিয়া অর্গানাইজেশন। কেউ বলেন রেপিষ্ট চরিত্রহীন কুত্তার দল। কারো মতে চাঁদাবাজ লুটেরা গোত্র। কেউ বলেন ফ্যাসিবাদি বাকশাল। প্রতিটা উত্তরই সঠিক, কিন্তু পূর্ণাঙ্গ উত্তর না। বরং প্রতিটা উত্তর হলো বড় একটা ফ্রেমওয়ার্কের ছোট ছোট এলিমেন্ট। এই ফ্রেমওয়ার্ককে বুঝতে হলে আওয়ামী লীগের মোডাস অপারেন্ডি অথবা কার্যধারা বুঝতে হবে।

আওয়ামী লীগের মূল প্রাণভোমরা তিনটা প্রসেসের ভেতর দিয়ে চলে। প্রথমটা অনিবার্যভাবেই একাত্তর ব্যাবসা। এইটা নিয়া বিস্তারিত বলার কিছু নাই। এইটা নিয়ে একটা ক্লাশ না, বরং পুরো একটা কোর্স খুলতে হবে।

লীগের দ্বিতীয় ধান্দা হলো ইসলাম কার্ড। হাসিনার ঘোমটা মাথায় ছবি, দেবদাস চক্কোত্তি থুক্কু শেখ মুজিবকে খলীফাতুল মুসলিমীন বানানো, সুরঞ্জিতের ইসলাম শিক্ষা ক্লাশ, শাহবাগে নাপাক থাবা বাবার জানাযা থেকে শুরু করে আজকে সায়মা ওয়াজেদ পুতুলের ফেসবুকে কোরআন হাদীস শেয়ার করা, এগুলো সবই আওয়ামী ধর্মব্যাবসার অংশ।

যেই জিনিসটা আজকে বেশি প্রাসঙ্গিক, তা হলো তাদের তৃতীয় এবং অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বাটপারি। এইটা শেখ মুজিববাহিত একটা ভাইরাস। মুজিব একাত্তরে বাটপারি করে পুরা জাতির হাতে কলা ধরায়া দিসিলো। সেই ধারাবাহিকতা এখনো চলতেসে। ফখরু মইনুর মাধ্যমে ক্ষমতায় আসার জন্য যে বিশাল নাটক হইসিলো, ঐখানে একটা মহাবাটপারি চাল দিসিলো আওয়ামী লীগ। জাতিসংঘের রেনাটা ডেসালিয়েনের চিঠি। মিশনে আর্মির বেতন বন্ধ হয়ে যাওয়ার হুমকি দিয়ে পুরা সেটআপ চেঞ্জ কইরা ফেলাইছিলো।

ওয়েল, ক্রিমিনালদের একটা অভ্যাস হইলো কোন একটা ট্রিক কাজ করলে ঐ জিনিসটার প্রতি তাদের একটা মায়া জম্মায়া যায়। পুরানা বন্দুক দিয়া আবার গুলি করার ভিনটেজ ফিলিং টা এরা উপভোগ করে। আওয়ামী লীগও সেই বাটপারি কার্ড আবার খেলিয়া জাতিকে ধন্য করলো। এবং অবধারিতভাবে পোকার টেবিলের কার্ডে তেল লাগানোর পিম্প হিসেবে ভুমিকা রাখসে বিডিনিউজ২৪ ডটকম।

অর্থমন্ত্রী আবুল মালের ভাই আবদুল মোনেম নিউইয়র্ক থেকে জানাইসে, জাতিসংঘের কোন এক কেউকেটা তারানকো দুই দলের সংলাপকে অভিনন্দন জানাইসে। অথচ শেষ পর্যন্ত দেখা যাইতেসে জাতিসংঘের কেউ এমন কিছু বলেনাই। আগেরবার রেনাটার চিঠি ভুয়া প্রমাণিত হইসিলো ঘটনা ঘটিয়া যাওয়ার পর। কিন্তু বাটপার লীগের দুর্ভাগ্য, আজকে একদিনের ব্যাবধানেই তাদের কাপড় খুলিয়া গেলো।

একটু রিক্যাপ করা যাক। মুক্তিযুদ্ধ ধান্দা। ধর্মব্যাবসা। এবং বাটপারি।

সো গাইজ এন্ড গালস, দ্যাটস এনাফ ফর টুডেজ টিউটোরিয়াল। সি ইউ নেক্সট উইক ইনশাআল্লাহ। হ্যাভ আ ওয়ান্ডারফুল উইক্যান্ড!

বিষয়: বিবিধ

১১৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File