ট্রাম্প কার্ড
লিখেছেন লিখেছেন ম্যাজিক মুনসি ০৩ এপ্রিল, ২০১৪, ০৭:১২:১৪ সন্ধ্যা
এভাবে তারিন কে দেখতে পাবো ভাবিনি।কতদিন পর দেখেছি তাকে।
পাশেই এক ভদ্রলোককে দাঁড়ানো দেখলাম,কাকতালিও ভাবে ভদ্রলোক আমার পরিচিত।তারিনের মুখটা কেমন জানি শুকনা শুকনা লাগছে। আমার সাথে এ ভাবে দেখা হয়ে যাবে সেও হয়তো ভাবেনি।তার যাবার তাড়া দেখে মনে হচ্ছে সে আমাকে চিনতে পারছে না।সত্যিই কি তারিন আমাকে চিনতে পারছে না?নাকি না চেনার মিথ্যা আয়োজন করে চলেছে।কিন্তু তারিনের সাথে তো আমার এমন কোনো সম্পর্ক ছিল না যে কারনে সে আমাকে এড়িয়ে যাবে অথবা না চেনার ভান করবে। তাহলে কি তারিন সত্যি আমাকে চিনতে পারছে না!!
তারিন আমার দু:সম্পর্কের আত্মীয়।মাঝে মাঝে যেতাম ওদের বাড়িতে।
ওর বাবার মৃত্যুর পর আর অনেক দিন যাইনি। বন্ধুর মারফতে শুনেছিলাম বাবার প্রস্থানের পর তাদের সংসারে নেমে এসেছিল ভয়ানক দুর্দশা।তারিনের ঘাড়েই চেপে বসেছিল সংসারের বোঝা।সদ্য হাটতে শেখা বাচ্চার মত তাদের সংসারও হেলেদুলে নতুন করে হাটতে শুরু করে তারিনের হাত ধরে। শুনেছিলাম তারিন নাকি কাজ করে,কিন্তু কি কাজ করে সেটা আর জানা হয়নি।বহুকাল অন্তরালেই থেকে গেছে।
সেই পরিচিত লোকটার সাথে একদিন গলির মোড়ে দেখা।চা সিগারেট খেতে খেতেই একপর্যায়ে জানতে চাইলেন কি করে চিনি তারিন কে।আমার সহজ সরল উত্তর লোকটার কেনো জানি মন:পুত হলো না। রহস্যময় হাসি দিয়ে পুনরায় জানতে চাইলেন "সত্যি করে বলেন তো কি ভাবে চিনেন ওই মেয়েকে"।আমার উত্তর।শুনে লোকটা ক্যামন একটা অবিশ্বাসের চোখে তাকালো।
সেই দিন ওই পরিচিত লোকের কাছেই জানতে পেরেছি তারিন দেহ ব্যবসার সাথে জড়িত!।আমি অবাক হইনি,মনের গভীরে কোথাও কষ্টও পাইনি।
কেনো।অবাক হবো যেখানে অবাক নামক এক যন্ত্রের ভেতর বাস করছি নিয়মিত।
নাম না জানা এমন অনেক তারিন আছে যারা উপায়ান্তর না পেয়ে, বিবেক নুইয়ে শরীর পেতে দেয় নি:ষিদ্ধ পথে।যে পথে জয় নেই,আছে শুদু পরাজয়।
তবুও পরাজয়ের এই খেলায় শরীরই তারিনদের একমাত্র ট্রাম্প কার্ড।
বিষয়: বিবিধ
১২৪৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন