ওরা মৌসুমী প্রতিবাদি
লিখেছেন লিখেছেন ম্যাজিক মুনসি ১৮ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:২০:২৪ দুপুর
গত ১৪ তারিখ ভারতে মুক্তি পেয়েছে গুন্ডে ছবিটি।এই ছবির মধ্য দিয়ে ভারত জগন্য ভাবে সাজিয়ে গুছিয়ে আমাদের মুক্তিযুদ্ধকে অপমান করেছে।অপমান করেছে ত্রিশ লক্ষ্য শহীদের রক্তে ভেজা আমাদের মাতৃভূমিকে। একদম সোজা কথায় বললে বলা যায় বাংলাদেশ ভারতের সৃষ্টি। ১৯৭১ এ যে যুদ্ধ হয়েছে সেটা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ছিল না,ছিল হিন্দুস্থান আর পাকিস্তানের মধ্যে ৩য় যুদ্ধ। এ যুদ্ধে পাক বাহিনি ভারতীয় বাহিনির কাছে আত্মসমর্পন করলে বাংলাদেশ নামক নতুন রাষ্ট্রেরসৃষ্টি হয়।
এর আগে দেখেছি বিভিন্ন কারনে ভারতের অনেক ছবি সেন্সর বোর্ড ছাড়পত্র দেইনি।কিন্তু আমাদের মুক্তি যুদ্ধ নিয়ে এই মিথ্যাচারের কেনো ছাড়পত্র দেয়া হল?
জবাব কি আমরা চাইতে পারিনা ? জবাব চাই।
সরকারের পক্ষ থেকে জবাব চাই।
ত্রিশ লক্ষ্য শহীদ,৭ জন বীরশ্রেষ্ঠ,হাজার হাজার মা বোনের ইজ্জত।কিসের ইতিহাস?আমাদের মুক্তিযুদ্ধের? নাকি ভারতের হয়ে দালালির?
প্রতিবাদিরা এখন কোথায়?
প্রতিবাদ কি স্থান কাল পাত্র ভেদে হয়ে থাকে?
সু-চিল রা কোথায় স্বাধিনতা নিয়ে তাদের ভারতমাতা সাপ লুডু খেলা খেলছে তো।
কথা বললে মুশকিল চুপ থাকাটাই শ্রেয়?
বিষয়: বিবিধ
১১৩৫ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দাদারা যা বলবে তাই ঠিক।
মন্তব্য করতে লগইন করুন