ভালবাসার ঢং

লিখেছেন লিখেছেন ম্যাজিক মুনসি ০৯ ডিসেম্বর, ২০১৩, ০৪:১৬:৫৮ বিকাল

- এই তোমার পকেট এত ফুলা কেন?কি পকেটে?

- চকলেট।

- এত গুলা কেন?তার মানে তুমি.…

কত গুলা সিগারেট খেয়েছ আজ?

- আরে নাহ খাইনি।

- তাহলে এত চকলেট কেন? দেখি বের কর কত গুলা,দেখি।

- থাক না বের করার কি দরকার?

-তুমি বের করবে?নাহলে এই আমি রাগ করলাম।হুহ।

- ওকে ওকে বের করছি।হাত পাতো…

১ ২ ৩ ৪ . . . . . . . ১৬ ১৭ ১৮ ১৯

হ্যাপি বার্ড ডে

হ্যাপি বার্ড ডে টু ইউ নিতু।

আজ নিতুর ১৯ তম জন্ম দিন।

রাকিবের এমন সেলিব্রেসনে সে অবাক হয়েছে,কিছু টা লজ্জাও পেয়েছে।হাত দিয়ে লজ্জা ঢাকতে না পেরে রাকিবের বুকে মুখ লুকিয়েছে।

রাকিবের খুব ইচ্ছে করছে নিতুর মুখ টা দেখতে।সে জানে লজ্জিত নিতুর মুখ দেখতে সুন্দর।খুব সুন্দর।

বিষয়: সাহিত্য

১১৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File