বিয়ে ক্যারিয়ার গঠনের জন্য কোন প্রতি বন্ধকতা নয়
লিখেছেন লিখেছেন আলোর আভা ১৮ আগস্ট, ২০১৪, ০৬:১১:৩২ সন্ধ্যা
নাজমুস সাকিব তারেক ২০১৩ তে Nottingham Trent University থেকে এল এল বি ডীগ্রিতে র্ফাষ্ট
ক্লাস র্ফাষ্ট ও ডির্পাটমেন্টের সেরা স্টুডেন্টের স্থান অধিকার করে ।বর্তমানে সে University of Oxford LLM করছে ।
রাইসা খান ২০১৪ তে Nottingham Trent University থেকে Pharmaceutical Chemistry তে ক্লাস র্ফাষ্ট ও ডির্পাটমেন্টের সেরা স্টুডেন্টের স্থান অধিকার করে ।আগামী ১৮ ই সেপ্টেম্বর থেকে রাইসা পি এইচ ডি শুরু করবে University of Sussex Anti-cancer drugs এর উপর research .
Law ডিপার্টমেন্ট বেষ্ট ষ্টুডেন্টের পুরস্কার গ্রহন করছেন নাজমুস সাকিব তারেক ২০১৩ ।
Prize-giving ceremony তে নাসমুস সাকিব তারেক ও রাইসা ।
রাইসা আমার একমাত্র মেয়ে । তিন বছর আগে কলেজ শেষ করার পরই তাকে বিয়ে দেই তারেক এর সাথে ।
। রাইসা ছোট বেলা থেকে ছাত্রী হিসাবে ভাল ছিল । সুইডেন থেকে স্কুল ও কলেজে ভাল রেজাল্ট করেছে এটা ঠিক । তবে বিয়ে না হলে গ্রাজোয়েশনে সে এতটা ভাল রেজাল্ট করতে পারত না । আলহামদুল্লিলাহ ।
বিয়ে ক্যারিয়ার গঠনের জন্য কোন প্রতি বন্ধকতা নয় বরং আর্শিবাদ । এর জন্য প্রয়োজন শুধু নিজেদের চেষ্ট ও মনোবল ।তারেক ও রাইসা দুইজনই দুইজনকে পড়ালেখার ব্যাপারে সহযোগীতা করেছে ।যার কারনেই তারা দুইজনেই এতটা ভাল রেজাল্ট করতে পেরেছে ।আমি মা হিসাবে আশা ও দুয়া করি ভবিষ্যতে তারা আরো ভাল রেজাল্ট করে একটা ক্যারিয়ার গঠন করবে ।
আরো একটু কথা বলতেই হয় আমার মায়ের বিয়ে হয়েছিল ক্লাস ফোরে আর আমার বাবা তখন ছিল ঢাকা কলেজের ছাত্র । আমাদের তিনভাই বোনের জন্মের পর আমার মা এস এস সি ও বাবা ঢাকা ইউনির্ভারসিটি থেকে ইংরেজীতে মাষ্টার্স শেষে করেন এর পর আমাদের আর ভাই বোনের জন্ম হয় ।
আমার বিয়ে হয় ক্লাস সিক্স এ আমার স্বামী তখন সবে মাত্র ঢাকা ইউনির্ভারসিটিতে অর্নাসে ভর্তি হয়েছে ।আমার দুই বাচ্চার জন্ম হয় আমি এস এস সি পাশের আগেই কিন্তু লেখা পড়ার শেষ ধাপ পার করতে কোন সমস্যা হয়নি আল্লাহর রহমতে ।
বিষয়: বিবিধ
২৩৩০ বার পঠিত, ৩০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মূলত ইসলামের পথে ছিলেন। তাই অনেকটা
সহজ হয়েছে।
কিন্তু আমাকেতো বিয়ে করতে দেয়না।
আটকাই রাখে।
আবার কিছুদিন আগে থ্রেড পাইছি এখনো বয়স হয়নাই।
হুট করে যেনো কিছু না করি।
বিয়ে কবে যে হবে।
মাশাআল্লাহ, সর্বকালের শ্রেষ্ঠ বিধান................
তোকে না প্রেসক্রিপশন দিয়েছিলাম আমার দাসী হতে? পায়ে ময়লা জমে যাচ্ছে – তাড়াতাড়ি চলে আয়, ধুয়ে দিয়ে পানি খা, অনেক ফায়দা হবে আর আলসে বুড়া মিয়ার পায়ের ময়লাগুলোও পরিস্কার হবে।
আপনার মেয়ে ও জামাই এর জন্য শুভ কামনা রইলো। অনেক ধন্যবাদ
আপনাদের অভিনন্দন।
আপনি সহ, আঙ্কেল ও রাইসা আন্টিমণির জন্য অনেক দোআ। আল্লাহ্ যেন সবাইকে আল্লাহ্'র নির্দেশিত পথেই অটল রাখেন।
জাযাক আল্লাহ্ খাইরান
আপনার জন্য দোআ করি, আল্লাহ্ যেন আপনাকে (অসুস্থ হলে) সুস্থ করে দেন, ব্যস্থতা কমিয়ে বিশ্রামের সুযোগ করে দেন, আমাদের সাথে ব্লগে কিছু সময় দেয়ার সুযোগ কেরে দেন। আল্লাহ’র নির্দেশিত পথেই চলার তৌফিক দান করেন, ও তার উপর অটল রাখেন। আমীন।
আমার জন্যও দোআ চাই।
মন্তব্য করতে লগইন করুন