ফিরে এসে শান্তির পথে (২য় পর্ব)

লিখেছেন লিখেছেন আলোর আভা ০৬ জানুয়ারি, ২০১৪, ০৯:৪০:১২ রাত



মায়ের মৃত্যু শোক কাটিয়ে শক্ত হাতে সংসারের হাল ধরার চেষ্টা করে মীনা ।পাশে থেকে দাদী বিভিন্ন পরামর্শ দীনা কাজেকর্মে মীনা কে হেল্প করে।

তবুও সবদিক সামলিয়ে সংসার পরিচালনা করতে গিয়ে এই বয়সে মীনা হিম সীম খায় ।

তবু হাল ছাড়ার মেয়ে নয় মীনা । প্রয়োজনে আমি লেখা পড়া বন্ধ করে দিব তবু ছোট ভাই বোনদের মায়ের অভাব বুঝতে দিব না ।মীনা এই দৃর সংকল্পে জাফর সাহেবের সংসার মোটামুটি ভাবে চলছিল ।

কিন্তু ছয়মাস না যেতেই মীনা দীনার জীবনে ঝড়ের বাতাস শুরু হয় । জাফর সাহেবের মা ,ভাই ,বোনেরা এমন কি মীনার নানা নানীও জাফর সাহেবের বিয়ের জন্য ব্যাস্ত হয়ে উঠেন ।

যুব, শুভ ছোট আর দীনা এব্যাপারে কোন কথা না বল্লেও মীনা হয়ে উঠে প্রতিবাদী। মীনা এব্যাপারে দাদী হাবেলা খাতুনের সাথে কথা বলেঃ

আমার আম্মু আমাদের ছেড়ে চলে গেছে ,আমার আব্বুই আমাদের সব আমরা চাই না আমার আব্বু আবার বিয়ে করুক ,আমার আব্বু আমাদের থেকে দুরে সরে যাক ।

তোমার আব্বু তোমাদের কাছ থেকে দুরে সরে যাবে কেন ?তোমাদের আব্বু তোমাদেরই থাকবে ।আমি বুঝি, সন্তানের জন্য এটা কষ্টকর কিন্তু কি করবে তোমাদের কপাল খারাপ না হলে এই অসময়ে তোমার আম্মু মারা যাবে কেন ?যে চলে গেছে এখন তার কথা না ভেবে তোমরা তোমার আব্বুর কষ্টের কথা তোমরা ভাববে না ?

আমার আব্বু বিয়ে করলে বউ পাবে তার কষ্ট দূর হবে আমরা পাব সৎমা আমাদের কষ্ট আরো বৃদ্ধি পাবে ।তুমি আমাদের কষ্ট কি ভাবে দুর করবে ?এখন আমার আব্বুর একার কষ্ট আর তখন হবে আমাদের চার জনের কষ্ট ।মীনার চোখ বেয়ে পানি পড়তে থাকে ।

হাবেলা খাতুন মীনার মাথায় হাত বুলিয়ে কি করবরে বোন আমি জানি এক গাছের বাকল আরেক গাছে জুড়া লাগে না তবু আমি তো মা আমাকে তো আমার ছেলের কথাও ভাবতে হয় ছেলের মনের কথা বুঝতে হয়। আমরা একটা ভাল মেয়ের সন্ধানে আছি দেখি পাই কীনা ।

আমি তোমাদের মুখেই শুনেছি মা মরলে বাবা হয় তালই ।আমার আব্বুর সাথে আমাদের এরকম সম্পর্ক তৈরি করে দিও না আর আমি আমার মায়ের জায়গায় অন্য কাউকে মেনে নিতে পারব না বলে মীনা হাউ মাউ করে কেঁদে উঠে।

পাশে এসে দীনা ,যবু ,শুভ চার ভাই বোন একে অপরকে জড়িয়ে কাঁদতে থাকে।

বাস্তবতা বরই নির্মম বড়ই কঠিন ।বাস্তবতার কাছে সবাই হয় পরাজিত ।মীনাদের চোখের পানির কোন মূল্য পেলনা ।

যদিও সবার সহানুভূতি আছে মীনাদের প্রতি সবাই আর কি করতে পারে ।

জাফর সাহেব নিজেই যেখানে চান বিয়ে করতে।এখানে কার কি করার থাকতে পারে ।

মীনার নানাই খুজে বের করেন ৩৫বছরের রাহেলা নামের নিঃসন্তান বিধবা ও ধার্মিক মহিলা।

আজ জাফর সাহেবের বিয়ে তাদের গ্রামের বাড়িতে মীনারা চার ভাই বোন ছাড়া ,মীনার দাদী,চাচারা ,ফুপুরা সবাই গেছে ।

সারাটা দিন কাটে মীনার অস্থিরতার মাঝে সে কোন কিছুতেই মন বসাতে পারছে না এমন কি ভাই বোনের পাশেও বসতে পারছে না।সে শুধু এক রুম থেকে আরেক রুমে হাটা হাটি করছে আর চোখের পানি মুছছে ।

মীনার এ অবস্থা দেখে দীনা : মীনা শান্ত হঅ বাস্তবতা কঠিন হলেও আমাদের মানতেই হবে আর যেটা মানতেই হবে সেটা সহজ ভাবে মেনে নেয়াই ভাল ।আমার কি কষ্ট হচ্ছে না যবু,শুভর কি কষ্ট হচ্ছে না আমরাতো তোর মত করছি না তুই আমাদের বড় তোকে আমাদের চেয়েও শক্ত হতে হবে না হলে আমার কথা না হয় বাদই দিলাম যুব,শুভ কার কাছে শান্তনা খুজবে দীনার দুচোখে দিয়েও পানি পড়তে থাকে ।

মীনা, দীনার চোখের পানি মুছিয়ে জানিস দীনা আমিও চাই বাস্তবাকে মেনে নিতে,কিন্তু আমি কিছুতেই মেনে নিতে পারছি না আমার আব্বুর পাশে আমার আম্মুর জায়গায় অন্য আরেকজন । আম্মুর মৃ্ত্যুর দিনও আমার এমন কষ্ট হয়নি বলেই মীনা চিৎকার করে কেঁদে উঠে।

বোনদের কান্না শুনে যুব শুভ বোনদের কাছে ছুটে আসে মীনা ভাই দের জড়িয়ে আজকে থেকে আমরা চার ভাই-বোন ছাড়া আমাদের আর পৃথিবীতে আপন বলে কেউ থাকল না রে.....যবু ,শুভ ।

দুই দিন পর জাফর সাহেব নতুন স্ত্রী রাহেলা ও মা হাবেলা খাতুনকে নিয়ে বাসায় আসতেই হাবেলা খাতুন মীনাদের চার ভাই-বোনদের ডাকেন ।

মীনারা চার ভাই বোন একত্রে দাদীর রুমে ডুকে বাবার পাশে রাহেলাকে দেখে চার জনের চোখ দিয়েই পানি ঝড়তে থাকে.....................।

চলবে......................।

বিষয়: বিবিধ

১৭২৭ বার পঠিত, ৪৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

159727
০৬ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৫০
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : আমি ফাস্টু। Big Grin Bee তবে আওণ বা হারিকেনের মত না পড়ে না। Time Out Frustrated
০৬ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৫১
114272
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : আপু পর্ব বানানটা ঠিক করে দিন। Happy
০৬ জানুয়ারি ২০১৪ রাত ১০:০৫
114276
আলোর আভা লিখেছেন : আপু পড়ে ফাস্টু হওয়ার জন্য আমার ফুলেল শুভেচ্ছা ।
০৬ জানুয়ারি ২০১৪ রাত ১০:০৮
114277
আলোর কাছে বাঁধা আমি লিখেছেন : Surprised Surprised হে হে আমাদের আরোহী আপু ফাস্টু হইছে Give Up Give Up Give Up Eat Eat
০৬ জানুয়ারি ২০১৪ রাত ১০:১১
114279
আলোর আভা লিখেছেন : তারা হুরা করতে যেয়ে এমন হয়েছে খেয়াল করে বলার জন্য আমার অন্তর থেকে আন্তরিক ধন্যবাদ আপনাকে আপু ।
০৮ জানুয়ারি ২০১৪ সকাল ০৮:২৮
114676
আওণ রাহ'বার লিখেছেন : ঐ হারিকেন না পড়ে ফাস্টু হয় ও স্বিকার করছে ও হলো আত্মস্বৃকিত ফাকিবাজ। আর আমি কিন্তু পড়ি কিংবা ছবি দেইখা কমেন্টাই ফাস্টু হই Time Out Time Out
159738
০৬ জানুয়ারি ২০১৪ রাত ১০:০৬
আলোর কাছে বাঁধা আমি লিখেছেন : আপু আমি দ্বিতীয় হয়েছি -- তবে আপনার কাহিনি পড়ে কি বলব ভাবছি- গ্ল্প না বাস্তব বুঝতে পারছি না -- আমি আবার দুঃখের কিছু পড়লে মন খারাপ হয়ে যায় -- Yawn Yawn

লেখার জন্য ধন্যবাদ -- Good Luck Good Luck
০৬ জানুয়ারি ২০১৪ রাত ১০:২০
114282
আলোর আভা লিখেছেন : দ্বিতীয় হওয়ার জন্য ধন্যবাদ । আপনার কমেন্টের উত্তর কি ভাবে দিব সেটাও আমি বুঝতে পারছি না।
০৮ জানুয়ারি ২০১৪ সকাল ০৮:২৯
114677
আওণ রাহ'বার লিখেছেন : আপু এই আকাবাকারে জালিবেত দিয়া সোজা করেন Time Out Time Out Time Out
০৮ জানুয়ারি ২০১৪ রাত ১১:১৪
114969
আলোর আভা লিখেছেন : ভাই জান তাইলে আপনি আমার সাথে আসেন আপনি ধরেন আর আমি জালিবেত দিয়া পিটিয়ে সোজা করি ।আওণ রাহ'বার@
০৯ জানুয়ারি ২০১৪ সকাল ০৬:০২
115009
আওণ রাহ'বার লিখেছেন : Rolling on the FloorRolling on the FloorRolling on the FloorRolling on the FloorRolling on the FloorRolling on the FloorRolling on the FloorRolling on the Floor
159751
০৬ জানুয়ারি ২০১৪ রাত ১০:১৭
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৬ জানুয়ারি ২০১৪ রাত ১০:২১
114283
আলোর আভা লিখেছেন : ভাল লাগার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
159760
০৬ জানুয়ারি ২০১৪ রাত ১০:৪৩
সাগরের ঢেউ লিখেছেন : লেখাটা পরে চোখের পানি ধরে রাখতে পারলাম না। আমিও অল্প বয়সে আমার মাকে হাড়িয়েছি।মা হাড়ানোর কষ্ট আমি কেমন আমি জানি।ধন্যবাদ।
০৬ জানুয়ারি ২০১৪ রাত ১১:৪১
114303
আলোর আভা লিখেছেন : আপনার কথা শুনে অনেক কষ্ট পেলাম ।ধন্যবাদ ভাইজান-বুবুজান ।
159773
০৬ জানুয়ারি ২০১৪ রাত ১১:১৩
গন্ধসুধা লিখেছেন : নিশ্চয়ই উদাহরন সৃষ্টি করা কিছু আসবে!তাইনা আপু?
০৬ জানুয়ারি ২০১৪ রাত ১১:৪২
114304
আলোর আভা লিখেছেন : আমি অনেক চিন্তায় আছি আপু কি যে করব ।ধন্যবাদ আপু।
159790
০৬ জানুয়ারি ২০১৪ রাত ১১:৩৭
নতুন মস লিখেছেন : হুমম
মন থেকে চাই এই মা যেন আসল মায়ের চেয়েও বেশী কল্যাণকর হন।
০৬ জানুয়ারি ২০১৪ রাত ১১:৫০
114307
আলোর আভা লিখেছেন : আমি ও সে আশায় আছি আপু ধন্যবাদ ।
159799
০৭ জানুয়ারি ২০১৪ রাত ১২:০৭
সকাল সন্ধ্যা লিখেছেন : ২য় পর্ব পড়েও জটিল মনে হচ্ছে ভবিষ্যতের কাহিনী কিভাবে হাজির হবে -- আন্দাজ করতে পারলাম না --- তাই ওপেক্ষায় থাকলাম পরের পর্ব পড়ার জন্য --

পর্বটির জন্য ধন্যবাদ জানাচ্ছি ---
০৭ জানুয়ারি ২০১৪ রাত ১০:৫৮
114569
আলোর আভা লিখেছেন : গল্প লেখছি আমি আর আপনি যদি আগেই আন্দাজ করে ফেলেন তাহলে আর গল্পের মজা থাকল কি !!পড়ার জন্য ধন্যবাদ সোবহান হুজুরের মুরীদ।
০৯ জানুয়ারি ২০১৪ রাত ০৯:১২
115220
সকাল সন্ধ্যা লিখেছেন : ঠিক বলেছেন-- এভাবে না বলতে পারার চমকের মাঝে পাঠক কুলের মাঝে লেখিকা হিসাবে বিখ্যত হয়ে যান --এই কামনা করছি আপা-Praying Praying
159834
০৭ জানুয়ারি ২০১৪ রাত ০৩:৪৬
রাবেয়া রোশনি লিখেছেন : যদিও আমাদের সমাজে ভালোর উদাহরণ কম থাকে । তারপর বলবো বাবার ২য় বউ সব সময়ই খারাপ হয় না ।
ভালো লাগলো অনেক Rose Happy
০৭ জানুয়ারি ২০১৪ রাত ১১:০৩
114574
আলোর আভা লিখেছেন : জী আপু বাবার ২য় বউ সব সময়ই খারাপ হয় না ।তবে তার ভালটাকেও খারাপ ভাবে নেয়া হয় ।ধন্যবাদ আপু ।
159880
০৭ জানুয়ারি ২০১৪ সকাল ১১:০৪
ফাতিমা মারিয়াম লিখেছেন : আসলে আমাদের সমাজে সৎমা শব্দটাই নেতিবাচক হিসেবে চালু হয়ে গেছে। আশা করছি আপনি আমাদেরকে একটি নতুন ধারার কাহিনী শুনাবেন। ধন্যবাদ।
০৭ জানুয়ারি ২০১৪ রাত ১১:১০
114580
আলোর আভা লিখেছেন : আপু সৎ মানুষ মানে আমরা ভাল মানুষ বুঝি । তাহলে সৎমা শব্দটার বেলায় এমন হল কেন ।অনেক অনেক ধন্যবাদ ।
১০
160139
০৭ জানুয়ারি ২০১৪ রাত ১০:৩৬
বৃত্তের বাইরে লিখেছেন : আশা করি রাহেলা সৎ মা সম্পর্কে যে নেতিবাচক ধারনা আছে তা থেকে বেরিয়ে আসতে পারবে।
০৭ জানুয়ারি ২০১৪ রাত ১১:১৬
114585
আলোর আভা লিখেছেন : চেষ্টা করা যায় তবে বৃত্তের বাহিরে আসা অনেক কঠিন । অনেক অনেক অনেক ধন্যবাদ
১১
160160
০৭ জানুয়ারি ২০১৪ রাত ১১:৩৫
আফরোজা হাসান লিখেছেন : সৎ মা এর সংজ্ঞা জানতে চাইলে বাবা বলেছিলেন ‘অনেস্ট মাদার’। হিহিহি...অনেক মজার সব উদাহরণ দিয়ে বুঝিয়েছিলেন বাবা। সময় নেই নয়তো শেয়ার করতাম। কিন্তু কতোই না ভালো হত যদি ‘বিমাতা’ সত্যি সত্যি ‘সৎ মাতা’ হতেন। তবে ভালো উদাহরণও কিন্তু আছে। কিন্তু ভালো উদাহরণ প্রচার হয় না এই কথা বলে যে, ব্যতিক্রম কখনোই উদাহরণ হতে পারে না। ব্যতিক্রম ভেবে আমরা উদাহরণ তৈরির পথ বন্ধ করে দেই।

আপনার গল্পটি হয়ে উঠুক আঁধারের বুকে একবিন্দু জোনাকির আলো......... Star
০৮ জানুয়ারি ২০১৪ রাত ১১:২৬
114970
আলোর আভা লিখেছেন : আপনার সাথে আমিও একমত আর একদিন সময় নিয়ে বাবার কথা গুলো শেয়ার করার অনুরোধ থাকল ।অনেক অনেক ধন্যবাদ আপু ।
১২
160255
০৮ জানুয়ারি ২০১৪ সকাল ০৬:৫৭
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : খুব সুন্দর হচ্ছে গল্প Thumbs Up এক পর্ব শেষ করে পরবর্তি পর্বের জন্য অপেক্ষা করাটা যে কত কষ্ট তা লিখে বুঝাতে পারবো না Sad তাই অনুরোধ.....
০৮ জানুয়ারি ২০১৪ সকাল ০৮:৩১
114680
আওণ রাহ'বার লিখেছেন : তোমারে লিখেই বুঝাতে হবে।
০৮ জানুয়ারি ২০১৪ রাত ১১:৩৩
114973
আলোর আভা লিখেছেন : ভাইজান আপনার অনুরোধ রাখার চেষ্টা করব তবে জানি পারব না ।ধন্যবাদ ভাইজান ।
০৮ জানুয়ারি ২০১৪ রাত ১১:৪২
114977
আলোর কাছে বাঁধা আমি লিখেছেন : হ্যরিকেন কষ্ট পেও না -- আপা লিখবে তাই কষ্ট ভুলে যাওTongue আর তিন দিন আগের পোষ্টে আজকে কমেন্ট করলে আপা মন খারাপ কইরা না লেখতে পারে মনে রেখTalk to the hand Talk to the hand
১৩
160276
০৮ জানুয়ারি ২০১৪ সকাল ০৮:৩২
আওণ রাহ'বার লিখেছেন : পড়ের পর্বের অপেক্ষায় আপু এই পর্বটির জন্য ধন্যবাদ
০৮ জানুয়ারি ২০১৪ রাত ১১:৩৪
114974
আলোর আভা লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাইজান ।
০৮ জানুয়ারি ২০১৪ রাত ১১:৩৫
114975
আলোর কাছে বাঁধা আমি লিখেছেন :
আওণ রাহ'বার লিখেছেন : আপু এই আকাবাকারে জালিবেত দিয়া সোজা করেন


আমারে জালিবেত দিয়ে মারার আগে কন আপার পোষ্টে এত দেরিতে কমেন্ট করলেন কেন Time Out Time Out -- আপা বুঝি কষ্ট পায় না Worried Worried-- আর এমন করবেন না Shame On You Shame On You
১৪
160287
০৮ জানুয়ারি ২০১৪ সকাল ০৯:২৮
রেহনুমা বিনত আনিস লিখেছেন : দেখি গল্প কোনদিকে যায় Thinking Thinking Rose Rose
০৮ জানুয়ারি ২০১৪ রাত ১১:৩৬
114976
আলোর আভা লিখেছেন : আপু গল্প যদি ওল্টা-পাল্টা দিকে যেতে চায় অবশ্যই পিছন থেকে টেনে ধরবেন অনুরোধ রইল ।াওনেক ধন্যবাদ আপু ।
১৫
160680
০৯ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৫৮
দ্য স্লেভ লিখেছেন : humm ami last comment korsi kintu ami sobtheke beshi suvo kamona korlam Happy
০৯ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৩৫
115123
আলোর আভা লিখেছেন : আপনার জন্যও আমার শুভকামনা রইল ।
১৬
177123
১৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:২৪
১৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৩০
130260
আলোর আভা লিখেছেন : আপনাকে অসংখ্য ।
১৭
182272
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৪৬
মুমতাহিনা তাজরি লিখেছেন : অনেক আগে পোষ্ট করেছেন কিন্তু আপনার প্রিয় বোন হতে পারিনি তাই পড়ার আমন্ত্রন পাইনি। আপনাকে কিন্তু আমি প্রিয়তে রেখেছি আপনার আগে।
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৩৭
134766
আলোর আভা লিখেছেন : সরি আপনি প্রিয় বোন নন ব্লগে আপনি একমাত্র প্রিয় ভাবী আমাদের ধন্যবাদ ।ইনশা আল্লাহ এর পর থেকে আমন্ত্রণ পাবেন ভাবী ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File