ফিরে এস শান্তির পথে (প্রথম পর্ব)
লিখেছেন লিখেছেন আলোর আভা ০১ জানুয়ারি, ২০১৪, ০৯:৫৮:৫৮ রাত
বিশিষ্ট ব্যাবসায়ী জাফর সাহেব,স্ত্রী,দুইমেয়ে দুইছেলে বৃদ্ধ মাকে নিয়ে বাস করেন ঢাকার ইসলামপুর ।
দুই মেয়ে মীনা ও দীনা ।পিঠা পিঠি দুই বোনের স্বাভাব,চরিত্র ও,শারিরিক গঠন সম্পূর্ণ আলাদা ।
মীনা মেয়ে হিসাবে লম্বা অনেক বেশী ,গায়ের রং শ্যামলা ,ভীষন চঞ্চল আর দুষ্ট উচিত কথা বাপকে বলতেও ছাড়ে না ।কোন কিছু কেনার সময় তারটা বেশী দামী হতে হবে ।খাওয়ার সময় বড় পিস তাকে দিতে হবে।বড় সন্তান হিসাবে বাবা মায়ের আদর বেশী পাওয়াতে এরকম হয়েছে।এইচ এস সি পরিক্ষার্থি ।
দীনা মিডিয়াম লম্বা গায়ের রং ফর্সা ,শান্ত,ভদ্র ,নম্র স্বভাবের মেয়ে ।এইচ এস সি ফাষ্ট ইয়ার ।
দুই ছেলে যুব ও শুভ ক্লাস এইট ও ক্লাস ফাইব এ পড়ে ।
জাফর সাহেব ও আলেয়া বেগমের চার ছেলে মেয়ে ও বৃদ্ধ মাকে নিয়ে সুখের সংসার । সংসারে প্রাচুর্যের অভাব নেই ।নিজের বাড়ি ,বাড়িতে দামী আসবাব পত্র ,তিনটা গাড়ি ।বাসায় তিনটা কাজের লোক ।আত্বীয়-স্বজনদের সাথেও ভাল সম্পর্ক আছে তারা সব সময় বাসায় আসা যাওয়া করছে ।দেখলে মনে হয় বাসায় সব সময় আনন্দ উৎসব লেগেই আছে ।জাফর সাহেব বউ বাচ্চাদের নিয়ে প্রতি বছর দেশের বিভিন্ন জায়গায় বা দেশের বাহিরে বেড়াতে নিয়ে যান ।সব কিছু মিলিয়ে অনেক সুখ আর অনেক আনন্দে তাদের দিন কেটে যাচ্ছে।
জাফর সাহেব ,আলেয়া বেগম জন্ম গত ভাবে মুসলমান সমাজে তারা মুসলমান হিসাবে পরিচিত হলেও তাদের সুখ আনন্দে ভরা সংসারে একটা জিনিস ছিল না সেটা হল ইসলাম ।ছেলে মেয়েদের হুজুর রেখে কোরান খতম করিয়েছেন এই পর্যন্ত ।জাফর সাহেব বিভিন্ন ধরনের ব্যবসা করেন হালাল হারামের তোয়াক্কা করেন না , স্ত্রী,মেয়েরা নামাজ ও পড়ে না ,পর্দাও করে না বৃদ্ধ মা হাবেলা খাতুন এ নিয়ে বক বক করলেও তার কথাকে কেও পাত্তা দেয় না। তারা তাদের মতই দুনিয়াবী রং তামাশা ,হাসি আনন্দ নিয়ে মেতে আছে।
মানুষ দুনিয়ার এই ক্ষণিকের জীবনে সুখ আর চাকচিক্যে আনয়নের জন্য এতটাই মত্ত হয়ে পড়ে যে সুখ দাতার কথাই ভুলে যায় ,মনে করে এগুলো তার নিজের উপার্জন তার পরিশ্রমের ফসল ।
সুখদাতার কাছে মানুষকে দেওয়ার মত পর্যাপ্ত দুঃখ কষ্টও যে আছে, যে কোন মুহুর্তে যে কোন ভাবে দুঃখ দিতে পারেন এটাও ভুলে যান।
জাফর সাহেবের সুখের সংসারে হঠা্ৎ করে তেমনি এক দুঃসংবাদ আসে আলেয়া বেগমের ইউটেরাস এ ক্যানসার ধরা পরে ।
জাফর সাহেব আলেয়ার চিকিৎসার কোন ক্রটি করেন নি ।দেশে ওবিদেশে নিয়ে তিনি আলেয়ার চিকিৎসা করান ।কোন চিকিৎসাই আলেয়ার জীবন রক্ষা করতে পারে নি ।স্বামী ,সন্তান আর সুখের সংসারের মায়া ছেড়ে আলেয়া চলে যান মৃত্যুর কোলে...........।
চলবে.......।
বিষয়: বিবিধ
২৪৪০ বার পঠিত, ৩৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইমেজ লিংকের শুরুতে
আছে কিনা চেক করে নিলে আর ব্রোকেন লিংক দেখাবেনা।
আচ্ছা -
১ম লাইনে ছিলো >> দুইমেয়ে,একছেলে
১১তম লাইনে এসে >> দুই ছেলে হয়েগেলো কেনু?
আল্লাহু আলাম
পর্বটির জন্য ধন্যবাদ থাকল --
তারপর...
ধন্যবাদ আপু ।
আমি আপনাদের এই সিরিজগুলোর ভীষণ ভক্ত
একটি মৃত্যু অনেকসময় অনেকগুলো বিভ্রান্ত মানুষকে জাগিয়ে তুলতে পারে
সাথে আছি
মন্তব্য করতে লগইন করুন