উঠো নিরাপদে

লিখেছেন লিখেছেন সুন্দর তারকা ১১ মার্চ, ২০১৪, ১০:৫৪:৫৬ রাত

জীবনের এক নতুন উচ্চতায় পৌছে

যখন দেখতে পাও কাছের অনেকেই তোমার নিচে,

ভাবতে পারো তারা কি ভাবছে!

তোমার মংগল কি ভাল লাগে তাদের

মনে কি আসেনা কিছুতেই কিছু

অথবা কি মেনে নিয়েছে অনিবার্যকে

তোমার কাছের সবাই!

যদি না নিয়ে থাকে

মনে ধরে রাখে কিছু

পারবে কি নিভাতে

বাড়ি বাড়ি গিয়ে বসে বসে সবাইকে

সম্ভব!

যদি কেউ পুষে রাখে হিংসা

সহ্য না হয় তোমার উচ্চতা

মনের অজান্তে পুড়তে থাকে মন

সুযোগের অপেক্ষায় যদি কখনও আসে সেই ক্ষন

পারবে কি মনের সে ক্ষতকে মেটাতে

সম্ভব!

নতুন লড়াইয়ে ব্যস্ত যখনি তুমি

সম্মুখপানে এগিয়ে যেতে চাও মানবতার কল্যানে

প্রতিটি মানবের তরে,

তখনই যদি পিছু টেনে ধরে কেউ

অন্ধ সে বুঝেনি হয়ত মনের ভিতরে খুজেনি যে

তোমার লাভ হতে পারে তারও!

কিন্তু!

মনের গহীনে কতটুকুতেই বা পৌছে হাত

পারবে কি সেখানে নিরবে জ্বলতে থাকা কোন অগ্নিকে

নরম ছোয়ার স্পর্শে থামিয়ে দিতে

সম্ভব!

পারবে না তুমি থামাতে

এমনকি হয়ত একজনকেও

কিন্তু!

পারবেন একজন তোমাকে বাচাতে

পৌছে সবার মনের গভীরে

সেখানে যা জমে আছে তা মুছে দিতে।

শুধু একটু চাও তার কাছে

মনের ভয় আর গভীর আশা নিয়ে,

“আমি আশ্রয় চাচ্ছি মানুষের রবের কাছে” (১১৪:১),

“এবং হিংসুকের অনিষ্টকারিতা থেকে, যখন সে হিংসা করে।” (১১৩:৫)



বিষয়: বিবিধ

১২৩৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

190919
১২ মার্চ ২০১৪ রাত ১২:০৯
নীল জোছনা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৪ মার্চ ২০১৪ দুপুর ১২:৫৮
143028
সুন্দর তারকা লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
191349
১২ মার্চ ২০১৪ রাত ০৯:৩৫
সজল আহমেদ লিখেছেন : অনেক ভাল লিখেছেন।
১৪ মার্চ ২০১৪ দুপুর ১২:৫৮
143029
সুন্দর তারকা লিখেছেন : শুকরিয়া

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File