কেন এই কঠোরতা?
লিখেছেন লিখেছেন সুন্দর তারকা ০১ মার্চ, ২০১৪, ০৫:০৬:১৪ বিকাল
একদা আপনমনে গোধুলীর ক্ষণে
দাঁড়িয়ে মাঠের ধারে
ফসলের শীষ ছুয়ে আলতো পায়ে
পবন দেখী মেতেছে কচি ডগার সনে।
আমাকে দেখে হাত নেড়ে হাসে।
ডাকে বাতাসও
ছুয়ে পালিয়ে যায় সুড়সুড়ি দিয়ে
দুরে দেখি নিরবে দাঁড়িয়ে তরু
নিশ্চুপ তাকিয়ে
সময়ের অপেক্ষায়
যখন বিচার শুরু হবে সেদিনের
যেদিন
বিচারে বাচবে তুমি যদি বাচানো হয়
ক্ষমা পাবে তুমি, যদি রহমান
ক্ষমা করেন দয়ায়
কিন্তু শিরক!
শিরকের কোন ক্ষমা নাই!
কিন্তু,
কিন্তু কেন এত কঠোরতা এখানে
৯৯ ভাগ রহমত যিনি রেখেছেন আপনের নিমিত্তে
ভাবছি দাঁড়িয়ে দাঁড়িয়ে উত্তরের খোজে
মনের গহীনে যুক্তির আনাচে কানাচে
সাহসাই
উত্তর এল মনে
নিরবে আনমনে নিত্তান্তই সহজে
যেন কেও বলে দিল মনে,
কারন,
“নাই আল্লাহর কোন শরীক আসলে!”
বিষয়: বিবিধ
১৪৬৮ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন