হে আলোর পথের মুসাফির!!!
লিখেছেন লিখেছেন জারিন সুবাহ ০৩ অক্টোবর, ২০১৩, ০৪:০২:০৩ বিকাল
হে আলোর পথের মুসাফির!
তোমাকে হতে হবে দুর্বার,চলতে পথে|
তোমাকে হতে হবে সাহসী,মিথ্যার মোকাবেলায়|
তোমাকে হতে হবে বিনয়ী, আদর্শ প্রচারে|
তোমকে হতে হবে কোমল হৃদি,মজলুমের তরে|
তোমাকে হতে হবে সদা তৎপর,দুর্বলের সাহায্যার্থে|
তোমাকে হতে হবে সদা চিন্তশীল,মানবতার মুক্তির জন্য|
তোমাকে হতে হবে হৃদয়হীন কঠর,অত্যাচারীকে দমনে|
তোমাকে হতে হবে জ্ঞানী,তোমার আদর্শ সম্পর্কে|
তোমাকে হতে হবে আলোর মত,আঁধার যেখানে টুটে যায়|
হে মুসাফির,তোমার চলতে পথে এগুলো পুঁজি হিসেবে গ্রহণ করবে|অন্যথায় পথ হারিয়ে ফেলবে কিংবা অযাথায় ভ্রমণ হবে|
বিষয়: বিবিধ
১৩৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন