"তিউনিসিয়ান সেক্স জিহাদ" একটি প্রতারণা মূলক আন্তর্জাতিক প্রচারণা,উদ্দেশ্য সিরিয়ার মুক্তিকামী সংগ্রামী সৈনিকদের ভাবমূর্তিকে বিতর্কিত করা।

লিখেছেন লিখেছেন ফেরাউন মুসার দেশে ২৭ সেপ্টেম্বর, ২০১৩, ০৭:০০:৩২ সকাল

“তিউনিসিয়ান সেক্স জিহাদ” এটি সাম্প্রতিক সময়ের একটি বহুল আলোচিত বিষয়,যা বাংলাদেশ সহ পৃথিবীর হাজার খানেক প্রচার মাধ্যমের প্রধান শিরোনাম হিসাবে বিবেচিত হয়েছে।

বিষয়টি আরও ব্যাপকতা লাভ করে তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রীর গত সপ্তাহে দেয়া বিবৃতি। তিনি দাবি করেন তিউনিসিয়ান নারীরা দলেদলে সিরিয়ায় গমন করছে সেক্স জিহাদ এর জন্য। তার ভাষায় “সেখানে তারা ২০,৩০ অথবা ১০০ জন সন্ত্রাসীর সাথে মিলিত হচ্ছে ফলে গর্ভবতী হইয়ে তিউনিসিয়ায় ফিরে আসছে”। কিন্তু তিনি তার দাবীর পক্ষে প্রমাণ পেশ করতে ব্যর্থ হয়েছেন।

তিউনিসিয়ান নারীবাদী সংগঠন গুলো বিষয়টি উপলক্ষ বানিয়ে তিউনিসিয়ান ইসলাম পন্থিদের বিরুদ্ধে ব্যাপক প্রচারণায় লিপ্ত । এ খবর তিউনিসীয়য় সরকার বিরোধী আন্দোলনেও নতুন রশদ হিসেবে পরিগণিত হয়েছে।

এ বিষয়ে আজকের “ফরেন পলিসি” সাময়িকীতে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনটির লেখন “ডেভিড কেননার” বলেন “এখানে মৌলিক সমস্যাটি হচ্ছে, ঘটনাটি যে সত্য আ বপারে কারো কাছে কোনও প্রমাণ নেই। তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রী অদ্যাবধি পর্যন্ত তার ঘোষণার স্বপক্ষে কোন তথ্য প্রদান করতে ব্যর্থ হয়েছেন। মানবাধিকার কর্মীরা এবং সাংবাদিকরা একজন নারীকেও খুঁজে পায়নি যে এ উদ্দেশ্য নিয়ে সিরিয়ায় গিয়েছিল”। তার ভাষায় এটি একটি প্রতারণা । রিপোর্ট টি বিস্তারিত পড়ার জন্য নিচের লিংকটিতেclick করুন।Click this link

বিষয়: বিবিধ

১৪৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File