জিবিত ডান্ডি ব্লগারেরা হুশিয়ার থাইকেন, কখন মইরা যান নিজেই জানবেন না

লিখেছেন লিখেছেন বেআক্কেল ০৭ আগস্ট, ২০১৫, ১০:০৮:১৭ রাত

সকলের কাছে প্রশ্ন হইল: বারবার

তাদের বাড়ী কুথায়, ঘর কুথায়? এ্ই সব বিস্তারিত শুধু বাঙ্গাল আল কায়েদাই জানে কিভাবে? বাঙ্গালের বিচক্ষন পুলিশ কেন জানেনা?

কুন ব্যক্তি, কুথাও লুইকা থাইক্যা প্রধান মন্ত্রীরে কটুক্তি করিলে, ফ্যাসবুকের লুঙ্গি খুইলা তারে বাইর কইরা আনে। আর বাঙ্গাল আল কায়দা ই-মেইল কইরা হত্যার ঘোষনা দিলেও সরকার তাদের দরিতে পারেনা! ব্যাপার বুঝিলাম না!

সকল ডান্ডি ব্লগার ইসলাম লইয়া গালাগালি করার এত হেতু কি? মুসলমানেরা কি ডান্ডিদের ভগবান, দেবতা ইত্যাদি লইয়া মাতামাতি করে নাকি? ডান্ডি ব্লগারেরা লিখাপড়া করছে কি শুধু ইসলামকে ধর্মকে গালাগালি করার জন্যই?

এই সব ইসলাম বিদ্ধেষী ব্লগারদের সাথে কমিউনিষ্টদের এত সম্পর্ক কেন তাতো বুঝিলাম না। তাহলে কমিউনিষ্টেরা কেন ঘোষনা দিচ্ছেনা যে, মুসলমানদের সাথে আমাদের দুষমনি আছে।

আসল কথা হইল, এই গুলি সব আমামী সরকারী আর ভারতের চাল। তারাই কিছু ডান্ডি জোগাড় করিয়া লিখালেখিতে লাগাইয়া দেয়। অথবা কিছু ডান্ডিকে এই উদ্দেশ্য ব্লগার তৈয়ার করে। আবার তাদের উসকাইয়া মুসলমানদের গালাগালি করিতে রাস্তা দেখায়। আবার সরকার ও দাদাদের তারাই তাদের খুন করায়। কেননা তারাই জানে এই সব ব্লগার কুথায় থাকে এবং কিভাবে থাকে এবং তাদের মারিতে গেলে কিভাবে সফল করিতে হইবে।

ইসলাম বিরুধী ব্লগার মরিলে মুসলমানেরা আফসোস করেনা, কেউ কান্দে না লেকিং ডান্ডি ব্লগার মরিলে অনেকে হা হুতাশ কইরা থাকে। মিডিয়া চিল্লাইয়া থাকে আর পাশে দাদারা তো আছে ধুতি ফেলাইয়া সর্ব অঙ্গ দেখাইয়া ডান্ডা নাচন শুরু করিতে। তাই তাদের মারিলে সুবিধা বেশী।

তাই এতদিনে যে সকল ডান্ডি ব্লগার ইসলাম ধর্ম লইয়া গালাগালি করিয়া মাঠ গরম করিছেন, আমনেরা আমনাদের আপন দাদাদের থেইক্যা সাবধানে থাকিবেন। আমনে তো জানবেন না, কুন দাদা কখন আমনেরে বলি দিয়া বাঙ্গাল আল কায়েদার নামে চালাইয়া দিব।

বিষয়: বিবিধ

১৭০০ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

334375
০৭ আগস্ট ২০১৫ রাত ১০:১৫
দুষ্টু পোলা লিখেছেন : পিলাচ
০৭ আগস্ট ২০১৫ রাত ১০:১৯
276466
বেআক্কেল লিখেছেন : আরে ভাই দুই কথা কন, ক্রিশ্চানের মত শুধু পিলাস ব্যবসা কইরা চইলা গেলে তো চলিবে না।
334379
০৭ আগস্ট ২০১৫ রাত ১০:১৯
জবলুল হক লিখেছেন : ভালো লাগলো । পিলাচ । ধন্যবাদ ।
০৭ আগস্ট ২০১৫ রাত ১০:২০
276467
বেআক্কেল লিখেছেন : আহারে আমনেও পেলাচ, কেয়া আমনেদের কলমে আর কুন কথা আসেনা? দুই কলম লিখেন
334382
০৭ আগস্ট ২০১৫ রাত ১০:৪০
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধর্ম যা চিন্তা তা..... ইসলাম নিয়ে করে! নিলয়ের ফেসবুক গুরে দেখলাম হিন্দু ধর্ম নিয়ে তরা গবেষণা নেই, গবেষণা ইসলাম ও বৌদ্ধ ধর্ম নিয়ে!!

নিলয়ের বিজ্ঞান মনস্ক মন হিন্দু ধর্মের কোন ত্রুটি খোঁজে পেলনা!!
এদেরকে মুক্তমনা না বলে অন্ধমনা বলা উচিত।

সরকারের অনলাইন নীতিমালা থাকলেও তার প্রয়োগ বঙ্গবন্ধু বা তার পরিবারের মধ্যে সিমাবদ্ধ!!

ধর্ম নিয়ে আপত্তিকর বিষয়ে সরকারের আরো নজরদারি বাড়ানো উচিত, যদি নজরদারি বাড়ানো যায়, আপত্তিকর বিষয় বন্ধ করা গেলে এধরনের হত্যাকাণ্ড এড়ানো যেত বলে বিশ্বাস।

আইন বহির্ভূত হত্যাকাণ্ড নিন্দনীয়।


334384
০৭ আগস্ট ২০১৫ রাত ১১:০৩
নাবিক লিখেছেন : "নিলয় নীওল" ইষ্ঠাশান! বোলগে আমারে বহুত জ্বালায়ছে, ব্যাটায় পটল তুলছে শুনিয়া দ্যালে বহুত শান্তি পাইলাম। Happy Big Grin Rolling on the Floor
334392
০৭ আগস্ট ২০১৫ রাত ১১:২৬
জুনাইদ হোসেন সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
334418
০৮ আগস্ট ২০১৫ সকাল ০৭:১৬
প্রক্সিমা লিখেছেন : আপনি আসলেই একটা বে আক্কেল ।
অনেক ভালো লাগলো ।
আমারো তাই মনে হয় ।
They are escape goats.
334453
০৮ আগস্ট ২০১৫ দুপুর ১২:২৫
আবু জান্নাত লিখেছেন : দারুন সব শব্দমালা দিয়ে সত্যিই আক্কেলের পরিচয় দিলেন, তবুও কি আপনি বেআক্কেল?
সুন্দর পোষ্টটির জন্য শুকরিয়া।
337132
২০ আগস্ট ২০১৫ বিকাল ০৫:১১
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনি বড় রসিক
আপনার লেখা পড়তে ভাল লাগে
অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File